আসসালামু ওয়ালাইকুম। আশাকরি সকলেই ভালো আছেন। মাঝে মাঝে আমরা এমন অনেক ছবি বা গান দেখি যেগুলো আমাদের ফোনে চালু করার পর শব্দ খুব কম শোনা যায়। এছাড়া এমন অনেক হেডফোন আছে যেগুলো কিছু মোবাইলে ব্যবহার করার সময় আমাদের মন মতো শব্দ দিতে পারে না। আজকের পোষ্টে আপনাদের জন্য মাত্র 11MB এর এমন একটি App নিয়ে হাজির হয়েছি যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের শব্দকে ২০০% বাড়িয়ে নিতে পারবেন। App Neme: Eextra Volume Booster Equalizer Download Link: Eextra Volume Booster Equalizer mod apk আপনি যদি Mod Version চালাতে না চান, তা হলে এখানে ক্লিক করে Play Store থেকে ডাউনলোড করুন। MOD Version এ কোন AD আসবে না এবং থিম পরিবর্তন এর মতো আরো কিছু Extra Menu পাবেন। App টি ব্যবহার করা খুবই সহজ। Eextra Volume Booster Equalizer app টি Download করার পর Open করুন। এখন এখানে আপনি আপনার ফোনের শব্দ কতটুকু বাড়াতে চান তা সিলেক্ট করে দিন। ১০০ এর উপরে সিলেক্ট করলে সব্দ বাড়বে এবং ১০০ এর কম সিলেক্ট করলে শব্দ কমে যাবে। এছাড়াও এ App এ আপনি পাবেন Equalizer সিস্টেম, যেখানে আপনি আপনার ইচ্ছা মতো সব্দের সেটিং করতে পারবেন। ...
Know For Shareing