Skip to main content

Posts

Showing posts from September, 2021

টেলিগ্রামে আপনার পছন্দের ইউজারনেম যদি আগে থেকেই কারোর ব্যবহার করা থাকে তাহলে কি করবেন ?

টেলিগ্রামে আপনার পছন্দের ইউজারনেম যদি আগে থেকেই কারোর ব্যবহার করা থাকে তাহলে কি করবেন ? আসসালামুয়ালাইকুম ট্রিকবিডি লাভার’স, আমাদের সবার এমন কিছু ওয়ার্ড থাকে যা খুবই প্রিয় এবং ইউজারনেম হিসেবে ব্যবহার করি। কিন্তু সমস্যা হল সেই ইউজারনেম যদি টেলিগ্রামে আগে থেকেই নেওয়া থাকে তাহলে কিভাবে সেটা রিকভার করবেন ? তবে ইউজারনেম আবেদন করার কিছু শর্ত আছে : ১. ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম এই তিনটার অন্তত যেকোনো দুইটায় আপনার একই  ইউজারনেম(যেটা আপনি আবেদন করতে চাচ্ছেন) থাকতে হবে। ২. আগে থেকেই ইউজারনেম নেওয়া হয়ে গেছে এমন ব্যক্তির যদি কোন শক্ত প্রমান থাকে তাহলে আপনার আবেদন বাতিল করা হবে। ইউজারনেম রিকুয়েস্ট করার জন্য প্রথমে টেলিগ্রামে @username_bot লিখে সার্চ করুন।    এরপরে Start এ ক্লিক করবেন। আমার আগে থেকে ব্যবহার করা বলে Restart লেখা আসছ।   এরপর আপনি যে ইউজারনেম টি নিতে ইচ্ছুক সেটি লিখুন।   এরপর Yes এ ক্লিক করুন। উপরের এই টেক্স টি কপি করে আপনার ফেসবুক ,ইনস্টাগ্রাম এবং টুইটার অ্যাকাউন্টে পোস্ট করুন। পোস্ট করার সময় অবশ্যই ভিজিবল পাবলিক করে দিবেন। তারপরে সেই পোষ্টের পাবলিক লিংক ক

[official] ট্রেইনারদের জন্য জরুরি নোটিশ। পেমেন্টের নীতিমালায় পরিবর্তন।

এখন থেকে ছোটখাটো পোস্টগুলো ননপ্রফিট মার্ক করা হবে। যেমন: এসাইনমেন্ট পোস্ট, বিভিন্ন নিউজ, পর্যাপ্ত তথ্য ছাড়া পোস্ট……… ইত্যাদি। অর্থাৎ, মানে ঘাটতি থাকলে এগুলোতে কোনো রিওয়ার্ড এড হবেনা। আর যারা ভালো পোস্ট করবে তাদের পোস্টে এসব পোস্টের টাকাও এড হয়ে যাবে। আর টেক রিলেটেড পোস্টগুলো অগ্রাধিকার পাবে। যারা টেকনোলজি বিষয়ক ভালো ভালো পোস্ট করবে তারা এক্সট্রা রিওয়ার্ড পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ, ভালো লেখকরা তাদের ন্যায্য সম্মানী পাবে। পাশাপাশি T-Expert-রা লেখার মানের বিচারে মাঝেমাঝে বোনাস ও পাবেন। নোটিশটি সবার সাথে শেয়ার করুন। The post [official] ট্রেইনারদের জন্য জরুরি নোটিশ। পেমেন্টের নীতিমালায় পরিবর্তন। appeared first on Trickbd.com . source https://trickbd.com/trickbd-notice/736384

এবার জাভা ফোন দিয়ে যেকোনো ছবির(picture) লিংক তৈরি করুন।with Screenshot(১০০% কার্যকর)

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের অনেক সময় কোনো ছবির লিংকের দরকার হয়। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার জাভা ফোনে যেকোনো ছবির লিংক তৈরি করবেন।আশা করি পোস্ট টি আপনাদের উপকারে আসবে। এর জন্যে আপনারা নিচের স্টেপগুলো ফলো করুন। প্রথমে আপনারা ফোনের ব্রাউজারে যান।(যেকোনো ব্রাউজার।মানে ফোনের অপেরা ব্রাউজার হলেও হবে।এমনকি Opera Mini 4.21/4.20 দিয়ে!) তারপর অবশ্যই “Moblie View”অন করে নিন।না করলে ছবি আপলোড দিতে পারবেন না। এরপর আপনারা নিচের লিংকে প্রবেশ করুন। Any Photo Link Creator এরকম দেখতে পাবেন। তারপর এখানে ফোটো আপলোড দিন। “upload” এ ক্লিক করুন। যেহেতু আপনি সাইন ইন করেননি তাই আবার এরকম পেজ আসবে এবং আবার “upload” এ click করুন। দেখেন আমার আপলোড হওয়া ছবি। সেখানে তার পাশে এরকম একটি পেজ দেখতে পাবেন। এগুলো লিংকই আমাদের কাজে আসবে।এই বিভিন্ন লিংকের বিভিন্ন কাজ রয়েছে। তবে এক্ষেত্রে সবার নিচের লিংকটি আমাদের বেশি কাজে আসবে।অন্য লিংকও কাজে লাগতে পারে।নিচের লিংকটি পরিক্ষা করে দেখার জন্য লিংকটি কপি করে নিন(opera Mini 4.21 Browser লাগতে পারে)।তারপর সার্চ ব

Wapkiz এ হাইলাইট ফাইল সিষ্টেম যোগ করার উপায়

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো? আপনাকে অবশ্যই ভালো থাকতে হবে। আপনাকে ভাল হতে হবে কারণ আমি আজ যে বিষয় নিয়ে এসেছি তা দেখে আপনি খুশি হবেন। আজ আমি আপনার জন্য wakkiz এ হাইলাইট সিস্টেম টপ ফাইল দেখানোর কোড নিয়ে এসেছি। এই সিস্টেমটি নিচের ছবির মত দেখাচ্ছে। কেন হাইলাইট যোগ করুন? কারণ হাইলাইট করার মাধ্যমে আপনি আপনার সাইটের ফাইলগুলো একটি নির্দিষ্ট সিস্টেমে ব্যবহারকারীদের সামনে উপস্থাপন করতে পারেন। এবং আপনি আপনার সাইট পরিচালনায় একটি নতুন আনন্দ পাবেন কারণ সবাই নতুন কিছু পছন্দ করে। এমনকি এই সিস্টেমে আপনার অর্থ দ্বিগুণ হবে। আপনার যা কিছু যোগ করতে হবে: এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, এবং CSS আপনার ওয়াপকিজ সাইটে সিস্টেম যুক্ত করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন। ধাপ 1 : আপনার সাইটের হেডারে এই CSS যোগ করুন। আপনি চাইলে CSS অপশনও যোগ করতে পারেন। * {box-sizing: border-box}body {font-family: Verdana, sans-serif; margin:0}.mySlides {display: none}img {vertical-align: middle;}/* Slideshow container */.slideshow-container { max-width: 1000px; position: relative; margin: auto;}/* Next & previous

এখন আপনার ফোনের অপেরা মিনি 4.20 বা 4.21 এ পাসওয়ার্ড লাগান। ১০০% কার্যকর।[বিস্তারিত পোস্টে]

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার Opera Mini তে Password লাগাবেন। এজন্য নিচের ধাপ এবং Screenshot গুলো ফলো করুন। ১.প্রথমে Opera Mini 4.21/4.20/ banglawritable Opera Mini Open করুন। না থাকলে নিচের লিংক থেকে Download করে নিন এবং Open করুন। Click Here To Download Opera Mini 4.21 তারপর,menu তে ক্লিক করুন। তারপর,tools এ করুন। এরপর,settings এ Click করুন। তারপর,restriction এ Click করুন। এরপর আপনারা নিচের মতো একটি পেজ দেখতে পাবেন। Password এ একটি নতুন পাসওয়ার্ড দেন। “old Password” না দিলেও চলবে। এর পরে “Enable In Start” এ টিক দিন এবং সেভ করে দিন।হয়ে গেল। এবার আবার Opera Mini তে ঢুকুন।আর পাসওয়ার্ড দিন। আপনি যদি Password Change করতে চান তাহলে একই নিয়ম ফলো করুন। শুধু আগের পাসওয়ার্ডটা কেটে দিয়ে নতুন Password দিন।নিচে যেখানে “old Password” লেখা আছে সেটা ফাঁকা রাখলেও চলবে।এরপর Save করে দিন। সবাইকে আমার টা পড়ার জন্য। আল্লাহ্ হাফেজ। The post এখন আপনার ফোনের অপেরা মিনি 4.20 বা 4.21 এ পাসওয়ার্ড লাগান। ১০০% কার্যকর।[বি

সংরক্ষণ করুন ওপেরা মিনির থিম ফাইল আকারে

আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি । যাই হোক আমি কথা বাড়াবো না । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আবার অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে । যাই হোক সম্পূণ পোস্টটি পড়লেই আপনারা সবকিছু বুঝতে পারবেন । আমি আশা করি যে আপনারা সম্পূণ পোস্টটি পড়বেন । আজ আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি যে কিভাবে আপনি ওপেরা মিনির থিম ফাইল আকারে সংগ্রহ করবেন । ওপেরা মিনির থিম সম্পকে কিছু কথা :- ওপেরা মিনির থিম বলতে বোঝানো হয় ওপেরা মিনির কালার,ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সকল কিছু ফাইল আকারে সংরক্ষণ করা । ওপেরা মিনির থিম .col আকারে থাকে । তো চলুন শিখে নিন ওপেরা মিনির থিম ফাইল আকারে সংরক্ষণ করা । আপনি শুধুমাত্র ওপেরা মিনি ৪.২১ অথবা ওপেরা মিনি ৪.২০ অথবা বঙ্গবন্ধু ব্রাউজারের থিম সংগ্রহ করতে পারেন । আর এই থিম শুধুমাত্র এই সকল ব্রাউজারে ব্যাবহার করতে পারেন । অন্য কোন ওপেরা মিনি থেকে থিম সংগ্রহ করতে পারবেন না । ওপেরা মিনির থিম সংগ্রহ করবেন যেভাবে:- » প্রথমে অ্যাপগুলোর যেকোন একটিতে প্রবেশ করুন । » তারপর

বাংলালিংক সিমে পয়েন্ট দিয়ে নিয়ে নিন ১০০ এমবি বোনাস জাবা ইউজার মাস্ট সি

আমরা সবাই চাই বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে। আর সেজন্য আমরা বিভিন্ন ভিপিএন ব্যবহার করে থাকি। কিন্তু আজ দেখাবো কীভাবে বাংলালিংকে পয়েন্ট দিয়ে এমবি বোনাস নিবেন। যেহেতু পয়েন্ট দিয়ে বোনাস নিবেন সেহেতু আপনার কোনো টাকার প্রয়োজন হবে না। আপনি আপনার ফোনে মাসিক নির্দিষ্ট পরিমানে টাকা ব্যবহারের ফলে পয়েন্ট পেয়ে থাকেন। আর যদি সেই পয়েন্ট ভাঙ্গান তবে পাবেন ইন্টারনেট বোনাস। তো কীভাবে নিবেনঃ প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যান। তারপর ডায়াল করুন *121*6# এবং আপনার বাংলালিংক সিম দিয়ে ডায়াল করুন। তারপর দেখুন কিছু মেনু এসেছে। এবার স্টেটাস চেক করার জন্য 1 দিন। তারপর আপনার পয়েন্টের পরিমান দেখতে পাবেন। যদি আপনার ১০০পয়েন্ট থাকে তবে আপনি ১০০ এমবি পাবেন। যদি ৫০ এমবি থাকে তাহলে আপনি ৪০এমবি পাবেন। দেখুন আমার ২০০ পয়েন্টের বেশি আছে। কিন্তু আমি ১০০ এমবি নিবো। এখন আবার ব্যাকে যান অথবা আবার *121*6# করুন এবং 2 নং টা দিন। Gift For you টি দিন মানে ২ নং। তারপর আপনি যত এমবি নিতে চান সেটি সিলেক্ট করুন। আমি ১০০ এমবি নিবো তাই ১ দিবো। তারপর ১ দেওয়ার পর কন্ফার্ম করার জন্য আবার ১ দিন। । ব্যাস আ

Windows 11 এ আপগ্রেড করুন tpm & secure boot bypass , cmd or pendrive ব্যবহার না করেই।

আশা করি সবাই ভালো আছেন। এটা আমার প্রথম পোস্ট। এ পোস্টে শেয়ার করব কিভাবে windows 7/8.1/10 থেকে windows 11 এ আপগ্রেড করবেন tpm & secure boot bypass করে এবং কোনো পেনড্রাইভ লাগবে না। তো চলুন শুরু করি। সতর্কতাঃ windows 11 এ আপগ্রেড করার আগে আপনার c ড্রাইভের সব ফাইল ব্যাকআপ নিন। প্রতিটি user এর documents, download, Videos…… ফোল্ডারের ফাইলও প্রকৃতপক্ষে c drive এ থাকে। তাই, সেগুলোও ব্যাকআপ করুন। c drive বাদে অন্য partition এ ফাইল রাখলে সমস্যা নেই। কোনো ডাটা লস এর জন্য ট্রিকবিডি ও আমি দায়ী থাকব না। প্রথম কাজ হচ্ছে windows 11 এর iso file download করা। আমি বেটা ভার্সনটা রেকমেন্ড করি। অফিসিয়ালি ডাউনলোড করতে চাইলে এই পোস্টটি দেখুন https://ift.tt/3CmnINB Wintohdd সফটওয়্যারটা ডাউনলোড করে নিন। https://ift.tt/39igKwz ফ্রি ভার্সনেই কাজ চলে যাবে। ইন্সটল করা হয়ে গেলে reinstall windows এ ক্লিক করুন। তারপর image লেখার সবার ডান পাশে অ্যাটাচ আইকনে ক্লিক করুন। iso ফাইলটার ডিরেক্টরিতে গিয়ে সিলেক্ট করুন। এরপর windows এর ভার্সন সিলেক্ট করুন pro/home/education….. তারপর পার্টিশন গুলো শো করবে। কোনো

কিভাবে মোবাইল দিয়ে অনলাইনে আয় করবেন

 আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের বলব কিভাবে আপনার হাতে থাকা ছোট এই মোবাইল ফোন দিয়ে আয় করবেন। আমরা অনেকেই শিক্ষার্থী । আবার অনেকেই আছে বেকার। অনেকেই অর্থ সংকটে কম্পিউটার বা ল্যাপটপ কিনতে পারেন না। কিন্তু তাদের ইচ্ছা থাকে নিজে কিছু রোজগার করার জন্য নিজের খরচ জোগাড় করার। তাই তারা আয় করার জন্য ফেসবুক এবং ইউটিউব এ ভিডিও এবং পোস্ট দেখে। ইউটিউব এ বেশিরভাগ স্ক্যাম বা প্রতারণামূলক ভিডিও দেওয়া হয়।এ ক্ষেত্রে অনেক মানুষ প্রতারণার শিকার হয়। আবার ফেসবুক এ বিভিন্ন জব পোস্ট দেখা যায়। এগুলো বেশিরভাগ অকাজের পোস্ট । এগুলো আয় হতেও পারে আবার নাও হতে পারে। তাই আজকের এই আর্টিকেল এ আমরা জানবো কিভাবে মোবাইল ব্যবহার করে আয় করবেন।এই ছোট আর্টিকেল হতে পারে। তো চলুন শুরু করা যাক:- ১. আর্টিকেল লিখে আয় করা। বর্তমানে মোবাইল দিয়ে আয় করার সবচেয়ে শক্তিশালী কাজ হলো আর্টিকেল লিখে আয়। পুরো পৃথিবীর প্রায় ৫০ থেকে ৬০% ব্লগার এই কাজের সাথে যুক্ত। আপনি বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখে আয় করতে পারেন। যেমন: ভ্রমণ বিষয়ক, খাদ্য বিষয়ক, মোবাইল রিভিউ ইত্যাদি বিষয়ের উপর আর্টিকেল লিখে আয় করতে পারবেন। আপন

[Official] TrickBD Discord Server

আশাকরি সকলেই ভালো আছেন। আপনাদের নিয়ে ট্রিকবিডির পথচলা অনেক বছরের সেই হালের জাভা সিম্বিয়ান আমল থেকে আজ পর্যন্ত অনেক ধরণের সার্ভিস দিয়ে আসছে ট্রিকবিডি। আবার হয়তো অনেক দিক দিয়ে কিছুটা গ্যাপ ও থেকে গেছে। এরই ধারাবাহিকতায়, আপনাদের বিভিন্ন সার্ভিস প্রদান ও প্রতারণামুক্ত কেনা-বেচা সহজ করার লক্ষ্যে চালু হয়েছে একটি ডিসকর্ড সার্ভার। এখানে আপনারা বিভিন্ন অফিসিয়াল ও আনঅফিসিয়াল টপিকে কথা বলতে পারবেন। কোনো বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে ইন্সট্যান্ট জিজ্ঞেস করতে পারেন। এতে রয়েছে চ্যাটরুম ফিচার। যার মাধ্যমে সার্ভার থেকেই সকলে মিলে আলোচনার পাশাপাশি স্ক্রিন শেয়ার দিয়ে/ভিডিওর মাধ্যমে বিষয়বস্তু দেখাতে পারবেন। আপনাদের অনেকেই বিভিন্ন জিনিস/সার্ভিস সেল করে থাকেন। অনেকে কিনেন। কিন্তু বিশ্বস্ততার অভাবে কিনতে ভয় পান/প্রতারিত হন। এখানে ইউজার ভেরিফিকেশন ও এডমিন ডিলিং সিস্টেম থাকায় নিশ্চিন্তে কেনাবেচা করতে পারবেন। এই সার্ভারে এক্সপার্ট মেম্বাররা বিভিন্ন পেইড একাউন্ট/রিসোর্স ফ্রিতে দিয়ে থাকেন। সার্ভারে একটিভ থাকলে সেগুলোও পেতে পারেন। যেমনঃ Netflix, Amazon Prime, Grammarly etc. এরইমধ্যে কিন্তু ২৬০ জনেরও মেম