Skip to main content

Posts

Showing posts from December, 2023

কিভাবে WordPress/Blogger ওয়েবসাইটে কাউন্টডাউন টাইমার বাটন যুক্ত করা যায়?

হ্যালো বন্ধুরা, আমি রাহুল, এবং আজ আমি আপনাকে দেখাব কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের পোস্টে একটি Countdown Timer বাটন যুক্ত করতে পারেন। তার আগে চলুন জেনে নেই ডাউনলোড টাইমার বোতাম কেন ব্যবহার করবেন? ডাউনলোড টাইমার বোতাম হলো একটি স্পেশাল টাইপের বাটন যা আপনার ওয়েবসাইটের ইউজারদের অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য করে। ফলে আপনার ওয়েবসাইটের বাউন্স রেট কমে। এবং ডাউনলোড বাটন এর ওপর ও নিচে Ads বসলে আপনার আর্নিং কিছুটা হলেও বাড়বে। যখন কেউ আপনার ওয়েবসাইট থেকে কিছু ডাউনলোড করার উদ্দেশে আসে, তখন সেই ইউসার আপনার ওয়েবসাইটে আসে এবং তাড়াতড়ি তার প্রয়োজনীয় জিনিস ডাউনলোড করে, আপনার ওয়েবপেজ কেটে অন্য কোথাও চলে যাই। ফলে আপনার ওয়েবসাইটের বাউন্স রেট বেড়ে যাই এবং Ads Impression কমে যাই, তাই আপনার ওয়েবসাইটের আর্নিং ও কমে যাই। কিন্তু চিন্তা নেই আপনি আমার এই ট্রিক দেখার পর আপনি আপনার ওয়েবসাইট এ ইউসারকে অনেক্ষন ধরে রাখতে পারবেন এবং আপনার ওয়েবসাইটের বাউন্স রেট কমাতে পারবেন। তাহলে যখন একজন ইউজার আপনার ওয়েবসাইটে আসবে ও এই বাটনে ক্লিক করবে, তখন সেই ইউজারকে বাটনের লিংকে যেতে হলে ৩০ সেকেন্ড (যেটা আপনি পরিবর্তন করতে পারবেন)

নিয়ে নিন 32000+ Domain Free তাও আবার সারাজীবন এর জন্যে !

Domain কি ? ডোমেন হল ইন্টারনেটে একটি Address যা আপনার বা আমার জন্যে  বিভিন্ন Website অ্যাক্সেস করা সহজ করে তোলে। উদাহরণস্বরূপ, “trickbd.com”-এইখানে “trickbd” হল নাম এবং “.com” হল ডোমেনের প্রকার৷ এটি কম্পিউটারের সংখ্যাসূচক ঠিকানাকে মানুষ এর জন্য ইজি করার জন্যে ব্যবহার করা হয় । আশা করি আপনারা বুঝতে পেরেছেন । Subdomain কি ? একটি সাবডোমেইন হল একটি প্রধান ওয়েবসাইটের একটি শাখার মতো, এর সাহায্যে আমরা আমাদের মেইন ডোমেইন এর একটি  পৃথক বিভাগ বা পরিষেবা প্রদান করতে পারি । উদাহরণস্বরূপ, “blog.example.com” এ “blog” হল “example.com” এর একটি সাবডোমেন। এটি একটি বিশাল ওয়েবসাইট বা ডোমেনের কার্যক্রম গুলো কে সহজ এবং স্বতন্ত্র করতে সহায়তা করে থাকে । কিভাবে আমারা ফ্রিতে ৩২০০০+ ডোমেইন নিতে পারব ! আসলে বন্ধুরা ডোমেইন কিনতে মুলত আপনাকে টাকা গুনতে হবে । তাই আজকের পোস্টে আমি আপনাদের দেখাবো, কিভাবে আপনারা ৩২০০০+ ডোমেইন এর সাব ডোমেইন ফ্রি তে এক্সেস করতে পারবেন। এবং এই ডোমেইন গুলোর DA (Domain Authority) ও অনেক হাই। আপনি চাইলে টেস্টও করতে পারবেন । এখন কথা হচ্ছে আমরা এই ডোমেইন গুলো কি কি কাজে লাগাতে পারব !

Bangla Dictionary premium tutorial – নিজেই মোড করে ফেলুন অ্যাপটি

আসসালামুআলাইকুম … আশা করি ভালোই আছেন… কেউ ভালো না থাকলে trickbd ভিসিট করে না তো আজকের পোস্টে দেখাবো কিভাবে Bangla Dictionary অ্যাপ টিকে প্রিমিয়াম বানানো যাই। তো শুরু করা যাক: : অ্যাপটি মোড করার জন্যে mt manager এবং np manager প্রয়োজন। এই দুইটা অ্যাপ গুগল থেকে ডাউনলোড করে নিন তো প্রথমে প্লেস্টোর এ গিয়ে Bangla Dictionary অ্যাপটিকে ডাউনলোড করে নিন । তার পর অ্যাপ টি ওপেন করেন। অ্যাপটি ওপেন করলে দেখবেন যে অনেক ads নিচে এবং ads রিমুভ করতে প্রায় 190 টাকা দিতে হবে ১ বছরের জন্য। তো অ্যাপটিকে প্রিমিয়াম করার জন্যে প্রথমে mt manager ওপেন করুন। তারপর স্ক্রিনশটের মত মার্ক করা জায়গায় ক্লিক করুন। তারপর extarct app এ ক্লিক করুন। Bangla Dictionary অ্যাপটির উপর ক্লিক করুন । তারপর extract APK তে ক্লিক করুন। তারপর locate এ ক্লিক করুন এরপর এরকম আসবে। তো এখন np manager এ ক্লিক করুন। Mt 2 ফোল্ডারে ক্লিক করুন। তারপর apk ফোল্ডার এ ক্লিক করুন। Bangla Dictionary.apks ফাইলটাতে ক্লিক করুন|Convert apk তে ক্লিক করো। অ্যাপটি apk পরিণত হওয়া শুরু হবে এবং কিছু সময় নিবে। তো অ্যাপটি apk তে পর