Skip to main content

Posts

Showing posts from August, 2021

ইউটিউব থেকে ইনকাম করার সেরা ও জনপ্রিয় ৪ টি মাধ্যম ?

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইউটিউব থেকে টাকা ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় এবং সহজ চারটি মাধ্যম নিয়ে আজকে আমি আলোচনা করব। এই চারটি মাধ্যম প্রায় সকল ইউটিউবার অবলম্বন করে টাকা ইনকাম করে। শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের লোক এই চারটি পদ্ধতি অবলম্বন করে তাদের নিজের ক্যারিয়ার গঠন করে নিয়েছে। ইউটিউবে এই চারটি পদ্ধতি নিয়ে কাজ করে,,, সংসার বা অন্যান্য কাজের জন্য তাদের অন্য কোন কাজ করতে হয় না।আপনিও কি চাচ্ছেন এই চারটি মাধ্যম অবলম্বন করে ইউটিউব থেকে ইনকাম করার জন্য? যদি তাই হয় তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। ইউটিউব থেকে ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় এবং ট্রাস্টেড পদ্ধতি? *ইউটিউব থেকে ইনকাম করার প্রথম ধাপ হলো আপনার চ্যানেল টি মনেটিজেশন এনাবল করা। আপনার চ্যানেল টি মনিটাইজেশন এনেবেল করতে পারলেই ইনকাম শুরু হয়ে যাবে। তবে এই মনেটিজেশন এনাবল করার ইউটিউব এর কিছু শর্ত রয়েছে: যেমন গত 12 মাসের ভিতরে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। এই সত্যটি পূরণ করতে পারলেই আপনি মনেটিজেশন এর জন্য এপ্লাই করতে পারবেন। মনেটিজেশন অ্যাপ্রুভ হলে, আপনি ইউটিউব থেকে

ইউটিউব এ কিভাবে টাকা ইনকাম করে??? আপনি কি ইউটিউবার হতে পারবেন??? ইউটিউব থেকে হাতে পর্যন্ত টাকা কিভাবে পাবেন???

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত পাঠক গণেরা আশাকরি আপনার মহান আল্লাহ রাব্বুল আলামীন দোয়াতে ভালোই রয়েছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি তারই দয়াতে। আমরা যারা ইউটিউবে আসি প্রয়োজনীয় একটি ভিডিও দেখে চলে যায়!!!আবার কিছুক্ষণ পর কোন একটা ভিডিও দেখে আবার অন্য কাজে চলে যায়!!!! বা একটি চায়ের দোকানদার ইউটিউব কি??? সেই সম্পর্কে কিছুই জানেনা কোন জ্ঞানই নেই। এই লেবেলের সহ এই ধরনের যত লোক হয়েছেন। তারা যদি আজকের আর্টিকেলটি ওপেন করেন তাহলে খুব সহজেই শিখে যেতে পারবেন!!! ইউটিউবে কিভাবে ইনকাম হয় ???? কিভাবে ইউটিউব চ্যানেলের লোকেরা ইনকাম করে ইউটিউব থেকে???? এবং ওই টাকা হাতে পর্যন্ত কিভাবে পৌঁছায়???? এই সকল তথ্যগুলো আর্টিকেলে বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ!!! তাই আর্টিকেলে শুরুতেই বলব অবশ্যই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল টিউটোরিয়াল টি। ৳৳৳ইউটিউব থেকে সর্বপ্রথম কখন ইনকাম শুরু হয়??? আপনি ইউটিউবার হতে পারবেন কিনা জানেন??? *ইউটিউব হল সারা বিশ্বের বড় একটি প্ল্যাটফর্ম। এই ইউটিউব প্লাটফর্মে যে কেউ এসে কাজ শুরু করতে পারে।

প্রফেশনাল ভাবে ফটো এডিট করুন সেরা অ্যাপ্লিকেশনে? ফটো এডিট করার সেরা অ্যাপ্লিকেশন?

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত পাঠক গনেরা আজকে আমরা ফটো এডিটিং করার সেরা একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে জানব।সত্যিকার অর্থে এই অ্যাপ্লিকেশনটির নাম এখনো পর্যন্ত শুনিনি খুব কম লোক রয়েছে।বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মধ্য এই অ্যাপ্লিকেশনটি ফটো এডিটের জন্য সেরা। আপনি যদি ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা যেকোনো মিডিয়াতে ফটো এডিট করে ছাড়তে চান বা আপলোড করতে চান। তাহলে এই অ্যাপ্লিকেশনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার জন্য। আপনি চাইলে এই অ্যাপ্লিকেশন দ্বারা প্রফেশনাল ভাবে ফটো এডিট করতে পারবেন কোন সমস্যা ছাড়াই। এই অ্যাপ্লিকেশনে প্রচুর পরিমাণে এডিটিং অপশন রয়েছে।আপনার প্রয়োজন বা চাহিদা অনুযায়ী সকল এডিটিং অপশন পাবেন এই অ্যাপ্লিকেশনে।তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই অ্যাপ্লিকেশনটির ব্যাপারে। অ্যাপ্লিকেশনটির নাম কি কিভাবে ডাউনলোড করব? *অ্যাপ্লিকেশনটি খুবই জনপ্রিয় হওয়ার কারণে আপনি যেকোনো জায়গায় সার্চ দিলে পেয়ে যাবে। আপনি চাইলে সরাসরি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপ্লিকেশন টির নাম হল pixel lab হ্যাঁ পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটির নাম। *আপন

ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর উপায়

আমরা সকলেই জানি যে, ভিজিটর হলো ওয়েবসাইটের প্রাণ ৷ ভিজিটরবিহীন ওয়েবসাইট কল্পনাও করা যায় না৷ ঠিক এই কারণে বর্তমানে ওয়েবসাইটের ভিজিটর বৃদ্ধির এত প্রচেষ্টা করা হয়৷ ভিজিটরকে কেন্দ্র করেই ওয়েবসাইটের যত কাজ করা হয়৷ একটি ওয়েবসাইটকে সচল রাখতে ভিজিটর বা ট্রাফিকের কোনো বিকল্প নেই৷ প্রতিটি ওয়েবসাইটের জন্য ট্রাফিক অতীব গুরুত্বপূর্ণ একটি উপাদান বা প্রাণভোমরা স্বরুপ৷ প্রতিযোগিতার এই বিশ্বে বর্তমান ভিজিটর অর্থাৎ ট্রাফিক পাওয়া দুর্বিষহ ব্যাপার হয়ে দাড়িয়েছে৷ সাধারণত সার্চ ইঞ্জিনের প্রথম পেজে আমাদের ওয়েবসাইটটি আনতে Seo করে থাকি৷ তবে হ্যাঁ,  পরিকল্পিতভাবে সঠিক পন্থা অবলম্বন করলে ভিজিটর অবশ্যই বাড়াতে পারবেন৷ এজন্য আপনাকে নিরলস পরিশ্রম করতে হবে৷ আপনার ওয়েবসাইটের জন্য করা নিরলস পরিশ্রম ততক্ষণ পর্যন্ত সার্থক হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ব্লগে বা ওয়েবসাইটে একটি ভালো পরিমাণ ট্রাফিক আনতে না পারবেন৷ আপনার হাড়ভাঙা পরিশ্রম বা কষ্টকে সার্থক করতে কিংবা ওয়েবসাইটের অস্তিত্ব রক্ষা করতে হলেও আপনার ওয়েবসাইটটিতে ট্রাফিক আনা এখন খুব দরকার৷ কেননা,  যতদিন পর্যন্ত যথেষ্ট পরিমাণ ভিজিটর আপনার ওয়েবসাইটে আনতে পারবেন না ঠ

কিভাবে এসইও ফ্রেন্ডলি ব্লগ আর্টিকেল লিখবেন

২০২১ সালে এসে, আপনি আপনার কনটেন্ট সার্চ ইঞ্জিনের জন্য  সঠিকভাবে অপ্টিমাইজড না করে কখনো গুগলে র্যাংক (rank)  করার কথা ভুলেও চিন্তা করতে পারবেন না৷ অনেক সময় এরকম হয় যে, আপনি অনেক তথ্যবহুল ও সেরা আর্টিকেল লিখেছেন, কিন্তু ভিজিটররা সার্চ ইঞ্জিনে আপনার আর্টিকেলটি খুঁজে পাচ্ছে না৷ কারণ সার্চ ইঞ্জিনের জন্য আপনার কনটেন্টটি সঠিকভাবে অপ্টিমাইজড করেননি৷ অন্য কথায় বলা যায়, আমরা বলতে পারি যে আপনি অনেক বেশি অর্গানিক ভিজিটর আপনার কম্পিটিটরের ওয়েবসাইটে পাঠাচ্ছেন৷ সুতরাং, Seo ফ্রেন্ডলি আর্টিকেল লিখুন যেটি আপনাকে আপনার কম্পিটিটরের সাথে প্রতিযোগীতা করতে সাহায্য করবে৷ এসইও ফ্রেন্ডলি ব্লগ আর্টিকেল লেখার উপায় ১. কী-ওয়ার্ড রিসার্চ করা একটি মানসম্মত আর্টিকেল লেখার পূর্বে অবশ্যই কিছু সময় নিয়ে কী-ওয়ার্ড রিসার্চ করে নেওয়া উচিত৷ আপনি যদি  কী-ওয়ার্ড রিসার্চ না করেই আর্টিকেল লিখে পাবলিশ করেন,তবে সেটি কখনো গুগলে র্যাংক (rank) করবে না৷ যখন আপনি কী-ওয়ার্ড রিসার্চ করা আরম্ভ করবেন তখন অনেক কী-ওয়ার্ডই পাবেন,কিন্তু আপনাকে সেগুলোর মধ্যে থেকে সঠিক কী-ওয়ার্ডটি বাছাই করতে হবে৷ সঠিক কী-ওয়ার্ড বাছাই বলতে বুঝানো হয়েছে ল

ওয়েবসাইট বা ব্লগের লোডিং স্পিড বাড়ানোর উপায়

“কিভাবে ব্লগের গতি বাড়াবো?  ব্লগের গতি বাড়ানোর টিপস! ‘ব্লগের লোডিং স্পিড বাড়ানোর ১০০% কার্যকরী টিপস ‘  আজকে এই প্রশ্নের উত্তর পাবেন৷ বিস্তারিত জানতে ধৈর্য সহকারে পোস্টটি পড়ুন৷ ব্লগিং এ সফল হতে ব্লগের লোডিং স্পিড খুব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে৷ তাছাড়া এটি ভিজিটরের উপরও প্রভাব ফেলে৷ একটি জরিপ থেকে জানতে পেরেছি, ব্লগের লোডিং স্পিড যদি ৩ সেকেন্ডের বেশি হয়, তবে ঐ ব্লগসাইট প্রায় অর্ধেক ট্রাফিক হারায়৷ এই ব্যস্ত দুনিয়ায় কেউ সময় নষ্ট করতে চায় না৷ তাই একজন ব্লগার হিসেবে আমাদের ব্লগসাইটের লোডিং স্পিড বাড়ানো উচিত যাতে এটি ভিজিটরদের দ্রুত তথ্য পরিবেশন করতে পারে৷ সুতরাং আজকে  ব্লগের লোডিং স্পিড কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে আমি ১০ টি কার্যকরী টিপস নিয়ে আলোচনা করছি, যা ১০০% আপনাকে উপকার করবে৷ প্রথমত, আপনি আপনার ব্লগটির লোডিং স্পিড পরীক্ষা করুন,এজন্য আপনি Google pagespeed Insights বা Pigdon টুলস ব্যবহার করতে পারেন৷ এরপর আজকের টিপসগুলো অনুসরণ করার পরও আবার ব্লগ লোডিং স্পিড পরীক্ষা করে উন্নতি বুঝতে পারবেন! ওয়েবসাইট বা ব্লগের লোডিং স্পিড বাড়ানোর ১০০% কার্যকরী টিপস নিচের টিপসগুলো অনুসরণ করুন:

Free Fire Max ইনস্টল করুন vpn ছাড়া বাংলাদেশে

আশা করি সবাই ভালো আছেন। অনেকে Free Fire Max এর নাম শুনেছেন, কিন্তু গুগল প্লে স্টোর এ পাচ্ছেন না অথবা গুগলেও অনেক সার্চ করেছেন, আবার অনেকে ভিপিএন দিয়ে ইন্সটল করেছেন। কিন্তু আজ আমি ভিন্ন ভাবে ইন্সটল করে দেখাবো। ফ্রী ফায়ার ম্যাক্স মূলত HD গ্রাফিক্স এর একটি গেম, এটা Free Fire থেকে অনেক HD গ্রাফিক্স এ করা হয়েছে। এছাড়াও সবাই এটাতে খেলতে খুব মজা পাই। তো চলুন শুরু করি,,, প্রথমে যেকোন ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখুন Tap Tap apk.   তারপর নিচের লিংকে ক্লিক করুন অথবা এখানে এখানে ক্লিক করুন তারপর অ্যাপ টি ডাউনলোড করুন। অ্যাপ ডাউনলোড করার পর অ্যাপ টি ওপেন করুন: ওপেন করার পর সার্চ বারে লিখুন Free Fire Max তারপর নিচের মত Free Fire Max চলে আসবে। তারপর ডাউনলোড বাটন এ ক্লিক করে ডাউনলোড করে নিন। ডাউনলোড করে ইনস্টল করুন: তাারপর যেকোন একটা vpn অ্যাপ ডাউনলোড করে নিন, তারপর ওপেন করুন এবং   Singapore সিলেক্ট করুন, কারণ Free Fire Max  সব সার্ভারে চালানো যায় না। তারপর  ID খুলে নিন। ব্যাস কাজ শেষ। আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন। The post Free Fire Max ইনস্টল করুন vpn ছাড়া বাংলাদেশে appeared

[প্রথম পোষ্ট]Root ছড়াই Google Photos এ Unlimited Storage ব্যবহার করুন।

আসসালামু আলাইকুম। প্রথমেই বলে নেই এইটা আমার প্রথম পোষ্ট।যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ফোন রুট ছাড়া গুগল ফটোস এর আনলিমিটেড স্টোরেজ ব্যবহার করবেন। গুগল ফটোস নিয়ে আশা করি কিছু বলা লাগবে না।কারন এটা ব্যবহার করেনা এমন মানুষ নেই বললেই চলে।কয়েক মাস আগে গুগল এই ফিচারটি বন্ধ করে ১৫ জিবির মধ্যে সীমিত করে দেয়। তো চলুন কাজের কথায় আসি প্রথমে আমাদের একটা এপ্লিকেশন লাগবে আর কয়েকটা ফাইল লাগবে।সমস্যা নেই আমি সব কিছুর লিংক দিয়ে দিবো। প্রথমে যেই এপটা লাগবে সেটা এখান থেকে নামিয়ে নিন।নামানো হয়ে গেলে অন্যান্য এপের মতো করে ইন্সটল করুন।পরে নিচে আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। একটু টাইম নিবে লোড হতে।লোড হওয়ার পর Add Apps থেকে Google Photos App আর MiXplorer App টা Add করে নিন। Add করা হয়ে গেলে এরপর আমরা আমরা Apps গুলোতে রুট পারমিশন দিবো এভাবে। এখানে অন করে দিলেই সব Apps এ রুট পারমিশন দেওয়া হয়ে যাবে।আরেকটু কাজ আছে Setting এ SD card Access করার পারমিশন দিয়ে দিলে MiXplorer থেকে ফোন মেমোরি কার্ড Access করতে পারবেন। এরপর দেখেন MiXplorer appটা ওপেন

আপনার SmartPhoneটি-কে যেভাবে স্মার্টটিভির রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করবেন

বর্তমানে SmartTVগুলো Normal TV Remote দিয়ে Controll করা খুবই কষ্ট সাধ্য। আপনি যদি YouTube এ কোন কিছু Search করতে যান তবে ঐ Normal TV Remote দিয়ে করতে অনেক সময় লেগে যায়, যা সত্যিই বিরক্তিকর। তাই Smart-Phone এর এই যুগে আপনার ঐ Android Device-কেই বানিয়ে ফেলুন SmartTV Remote.    যেভাবে অ্যান্ড্রয়েডে রিমোট কন্ট্রোল অ্যাপ সেটআপ করবেন —  আপনার TV ও Android Deviceটি একই Wifi দ্বারা Connect করে নিন —  তারপর Play Store থেকে এই APPটি Download & Install করে নিন —  Android এ ঐ Appটি Install হলে, তা Open করুন — আপনার TV-র নাম Show করবে, যদি না দেখায় তবে Bluetooth/Location On করুন — TV-র Screen এ Auto একটা PIN Code দেখাবে — SmartPhone এ Codeটি বসিয়ে Pair এ Click করুন — এখন Easily Control করুন আপনার Smart TV।     নিত্য-নতুন Tech News এবং Review নিয়ে আবার হাজির হব Next Time, Insh’Allah.   Sincerely; Maestro (M4357R0) The post আপনার SmartPhoneটি-কে যেভাবে স্মার্টটিভির রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করবেন appeared first on Trickbd.com . source https://trickbd.com/te

আপনার নিকটস্থ টিকাকেন্দ্র খুজে নিন ফেসবুকেই

বর্তমানে Covid-19 ভেক্সিন টিকা কত বয়স হলে নিতে পারবেন এবং কোথায় গিয়ে নিবেন তা জানতে পারবেন এখন আরও সহজে। Facebook এ চালু হল ভ্যাকসিন ফাইন্ডার । বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে মিলিত হয়ে দেশে ভ্যাকসিন ফাইন্ডার চালু করেছে ফেসবুক। যা আসলেই সহজলভ্য ব্যাপার আমাদের জন্য।     Facebook এ এই Features যেভাবে Enable করবেন:- এটি একটি Auto-Process। আপনার Location On থাকলে তা Auto Notification হিসেবে চলে আসবে। অথবা এটি আপনার Home Tab এ Extra Option হিসেবে চলে আসবে।     এখন আরও সহজেই আপনার NID এর সাহায্যে Vaccine এর জন্য Apply করে নিকটস্থ কেন্দ্র খুজে পাবেন এবং Vaccine Related সব Info. পেয়ে যাবেন হাতের মুঠোই।   Sincerely; Maestro (M4357R0) The post আপনার নিকটস্থ টিকাকেন্দ্র খুজে নিন ফেসবুকেই appeared first on Trickbd.com . source https://trickbd.com/corona-virus-update-bangladesh/729127