Skip to main content

Posts

Showing posts from October, 2021

Scribd Premium ৩০দিনের জন্য নিয়ে নিন, (Without Vpn)

সবাই কেমন আছেন আশাকরি ভালো আছেন, আপনাদের দোয়া/আশির্বাদ এ আমিও ভালো আছি, আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কি করে Scribd premium ৩০দিনের জন্য নিবেন, ◑Sign up with Email এ ক্লিক করুন, ◑ Sign Up ◑Click, Credit or Debit Card ◑Bin: 44919284447xxxxx ◑ Namso Gen থেকে Gen করে নেন, ◑ Mrchecker থেকে Live Card copy করুন, ◑Card4491928444780894|02|2029|380 Live card, এইটা দিয়েও হবে। ◑Click, Start Your Free Trial ◑দেখুন ৩০ দিনের জন্য Free Trial Active,, ✪ Bin Creadit : Premium Bins Store ধন্যবাদ সবাইকে, The post Scribd Premium ৩০দিনের জন্য নিয়ে নিন, (Without Vpn) appeared first on Trickbd.com . source https://trickbd.com/android-tips/740579

10 Best Free Photo Editing Apps for Android 2021

ফটো এডিটিং সফটওয়্যারটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচলনের পর আলোচনায় আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বায়নের আগে, লোকেরা তাদের ফটোগুলিতে কীভাবে উপস্থিত হয়েছিল তা গুরুত্ব দেয়নি। কিন্তু এই কারণে যে কয়েকশ থেকে এক হাজার থেকে কয়েক মিলিয়ন মানুষ বিশ্বের যে কোন প্রান্ত থেকে আপনার ফটো চেক করতে পারে, মানুষ তাদের ফটোতে কেমন দেখায় সে বিষয়ে অত্যন্ত সতর্ক হয়ে উঠেছে। সময় চলে গেছে যখন ফোনের অন্তর্নির্মিত ফটো এডিটিং বৈশিষ্ট্যগুলি একটি নিখুঁত ছবি তৈরির জন্য যথেষ্ট ছিল। কিন্তু এখন যেমন আমরা সবাই জানি, ফটো এডিট করার জন্য আমরা যেসব ফিচার ব্যবহার করতে চাই তার অভাবের কারণে আমরা সেগুলো আর ব্যবহার করি না। অ্যান্ড্রয়েডের জন্য একটি নিখুঁত ফটো এডিটিং অ্যাপের চাহিদা মোকাবেলা করে, প্লে স্টোর এই ধরনের হাজার হাজার অ্যাপ দিয়ে ভরা। কিন্তু স্পষ্টতই, তাদের সকলেই সেরা ট্যাগের যোগ্য নয়। আপনি একটি অ্যাপ খুঁজছেন এবং শত শত অন্যান্য অ্যাপ এটির ঠিক নিচে একটি পরামর্শ হিসেবে দাঁড়িয়ে আছে। এটি কোন অ্যাপটি ইনস্টল করতে হবে এবং কোনটি ছাড়তে হবে তা নির্ধারণ করা কঠিন করে তোলে। এজন্য আমরা কঠোর পরিশ্

(2ndline) সাইন আপ Area কোড এররর, সমাধান ২মিনিটে

h2]সবাই কেমন আছেন আশাকরি ভালো আছেন।[/h2] টিকবিডি এ আমার প্রথম পোস্ট করা আজ, গত কয়েকদিন যাবত 2Ndline আরেয়া কোড সমস্যা হচ্ছে । কেন এই সমস্যা হচ্ছে এই সমাধান নিয়ে আজ পোস্ট করা। প্রথমে আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইন আপ এ ক্লিক করুন। Temp Mail সাইট থেকে নিতে পারেন। Site: Click Here Follow SS সাইন আপ এ ক্লিক করুন, SET UP Don’t Use Location Area Code: 360 Continue সবার এই Problam হচ্ছে, একন সমাধান করবেন কি ভাবে দেখুন। 2ndLune minimize করে আপনার মেইল ইনবক্সে যান, দেখুন verify মেইল এসছে Verify করুন। verify হয়ে গেলে 2ndline অপেন করেন area Code: 360 দিয়ে continue করুন দেখুন নম্বর আসবে, একটি নম্বর Select/continue করুন। আপনার 2ndline App Ready, পোস্ট টি ভালো লাগলে অবশ্যই একটি লাইক/কমেন্ট করবেন The post (2ndline) সাইন আপ Area কোড এররর, সমাধান ২মিনিটে appeared first on Trickbd.com . source https://trickbd.com/android-tips/732667

জাভা কিংবা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে নিজের নামে রিংটন বানান,পুরোপুরি বাংলা ভাষায়।

প্রথমেই আমার সালাম নিবেন।আশা করি ভালো আছেন।আপনাদের দোয়াই আমিও ভালো আছি। আজকে আমি জাভা ইউজারদেরর জন্য এমন একটি পোস্ট নিয়ে এসেছি।যার মাধ্যমে আপনারা নিজের নামে রিংটন বানাতে বানাতে পারবেন পুরোপুরি বাংলা ভাষায়। প্রথমেই প্রবেশ করুন এই লিংকে ।তারপর নিচের স্ক্রিনশট এর মতো আসবে। একটু নিচে এসে বক্সে ভাষা সিলেক্ট করুন।স্ক্রিনশটে আমি বাংলা ভাষা দিয়েছি। এরপর যোকোন একটা রিংটন সিলেক্ট করুন। যার নামে রিংটন বানাবেন,বক্সে তার নাম।নামটা যদি ‘রুবেল হোসেন’ এরকম হয়। তাহলে একটানে ‘রুবেলহোসেন’ এভাবে লিখুন।অথাৎ এক শব্দে কোন ফাঁক না রেখে লিখবে হবে।না বুঝলে স্ক্রিনশট দেখুন। তারপর যেকোন একটা মেসেজ সিলেক্ট করুন। create এ ক্লিক করুন। এই দেখুন রিংটোন বানানো হয়ে গেছে। একটু নিচে এসে রিংটনটি ডাউনলোড করে নিন। ব্যাস রিংটন বানানো হয়ে গেল। তাহলে আজ এই পর্যন্ত।দেখা হবে অন্য কোনো পোস্টে নতুন কোন ট্রিক নিয়ে।সে পর্যন্ত ভালো থাকবেন এবং ট্রিক বিডির সাথেই থাকবেন। বিদায়!!! The post জাভা কিংবা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে নিজের নামে রিংটন বানান,পুরোপুরি বাংলা ভাষায়। appeared first on Trickbd.com . source h

এবার ইংরেজিতে কথা বলুন ভিডিও কলে এবং বিভিন্ন দেশের মানুষের সাথে।

আসসালামুয়ালাইকুম, আশা করি আপনারা সবাই ভাল আছেন। প্রথমেই বলে নিচ্ছি আপনার লেখাগুলো একটু ভালো করে পড়বেন। কারণ লেখাগুলো যদি ভালো করে পড়েন তাহলে আশা করি কোন প্রশ্ন থাকবে না। আর যদি কোন প্রশ্ন থাকে তা অবশ্যই আমি উত্তর দেয়ার চেষ্টা করব কোন সমস্যা নেই। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হল,””আপনারা এবার বিদেশীদের সাথে ইংরেজিতে সরাসরি ভিডিও কলে কথা বলতে পারবেন”” #এই পোস্টটি করার মূল কারণ, এই পোস্টটি করার মূল কারণ হলো আপনারা যদি ভিডিও কলে কিংবা অডিও কলে কিংবা চ্যাট করে কথা বলতে চান তাহলে আপনার ইংরেজি দক্ষতা বাড়বে। আপনারা হয়তো এমন ধরনের পোস্ট পেয়েছেন যেটির মাধ্যমে ভিডিও কলে কথা বলতে পারবেন শুধু অডিও কলে।কিন্তু আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনার ভিডিও কল সহ অডিও এবং চ্যাট করে ইংরেজিতে কথা বলতে পারবেন তাও বিভিন্ন দেশের মানুষের সাথে। তো চলুন শুরু করা যাক। #ইংরেজিতে কথা বলার সাইটের লিংক ক্লিক করুন #স্কাইপি ডাউনলোড লিংক উইন্ডোজ ইউজারদের জন্য: ক্লিক করুন # স্কাইপের ডাউনলোড লিংক অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য: ক্লিক করুন এবারে স্কিনশট গুলো দেখে সে নিয়ম

এবার নিজেই তৈরি করুন YouTube Downloader Website একদম ফ্রিতে ৷ ফ্রি ডোমেইন পার্কিং করতে পারবেন ৷

আমারা বিভিন্ন ওয়েবসাইট থেকে গান ডাউনলোড করে থাকি ৷ কিন্তু সব গান পাইনা, সেই গান গুলো আবার ইউটিউবে পাওয়া যায় কিন্তু মোবাইল দিয়ে ডাউনলোড করতে অনেক ঝামেলা হয়, তাই আমি নিয়ে আসলাম কিভাবে একটি ইউটিউব ডাউনলোডার সাইট তৈরি করবেন ৷ প্রথমে এখানে যান ৷ রেজিস্টার করে একটা সাইট তৈরী করুন ৷ তারপর সাইটের নাম দিয়ে create করুন ৷ আপনার সাইট কমপ্লিট এখন ডোমেইন পার্কিং এর পালা …. সাইট ক্রিয়েটের সময় ডোমেইন নিতে পারবেন আবার পরে সাইট সেটিং থেকে নিতে পারবেন , তবে ডোমেইন কাজ করতে একটু সময় নেবে Site Setting এ যান তারপর ডোমেইন নাম দিয়ে Save করুন ৷ ডোমেই Name Server ns1.wap4.co and ns2.wap4.co কাজ শেষ ৷ তৈরি হলো আপনার ডায়নামিক ইউটিউব ডাউনলোডার এখানে আপনি এড বসিয়ে আয় করতে পারবেন সবাইকে ধন্যবাদ The post এবার নিজেই তৈরি করুন YouTube Downloader Website একদম ফ্রিতে ৷ ফ্রি ডোমেইন পার্কিং করতে পারবেন ৷ appeared first on Trickbd.com . source https://trickbd.com/web-development/427673