Skip to main content

Posts

Showing posts from February, 2022

[tetris]জাভা ইউজাররা নিয়ে নিন আপনাদের বোরিং সময়কে চাঙ্গা করার জন্য অসাধারন একটি জাভা গেম।

বন্ধুরা তোমরা সবাই কেমন আছো। আশা করি সকলেই ভালো আছো।আমিও অনেক ভালো আছি।আমি আজ আপনাদের বোরিং সময়কে চাঙ্গা করার জন্য Jetris নামে অসাধারন একটি জাভা গেমের রিভিউ নিয়ে পোষ্ট করব। পোষ্ট শুরু করার আগে আপনাদের একটা কথা বলে রাখি,,,এই গেমটি আগের বাটন মোবাইলে ডিফল্টভাবে থাকত।এই গেমটি সম্পর্কে হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না।যারা জানেন না , এই পোস্টটি তাদের জন।আর যারা এই গেমটি সম্পর্কে জানেন, তারা এই পোস্ট থেকে 100 হাত দুরে থাকতে পারেন। আরেকটি কথা আপনাদের বলে রাখি, এই গেমটি নতুন কোনো গেম নয়।এটি অনেক আগের গেম।ট্রিকবিডিতে দেখলাম কেউ এই গেমটি নিয়ে পোস্ট করেনি.,তাই এই গেম নিয়ে পোস্টটি করলাম।আপনারা জানেন যে, মানুষ মাত্রই ভুল হয়।আর আমিও একজন মানুষ.. আমার পোষ্টে যদি কোন ভুল ক্রুটি হয়, তাহলে কমেন্টে গালা গালি না করে ভুলটা ধরিয়ে দিবেন। আপনারা হয়তো আমার পোষ্টের টাইটেল দেখেই বুজে গেছেন আজ কি নিয়ে পোষ্ট করবো।আজ আমি Jetris নামের জাভা গেমটি আপনাদের সাথে শেয়ার করব। *তো অনেক কথা বললাম এবার গেমটির রিভিউ দেখে নেওয়া জাক * গেম রিভিউ:- Description: Game Name: Jetris Game Size: 46 Kb Game Vers

বাজারে আসতে চলেছে Realme কম্পানির পক্ষ থেকে নতুন ফোন Realme GT Neo3। এখন অব্দি যেই যেই অফিসিয়াল তথ্য পাওয়া গেছে।

ট্রিকবিডির প্রিয় দর্শকেরা আসা করি সকলেই ভালো। অনেকদিন পর আপনাদের মাঝে আবার একটি পোস্ট নিয়ে হাযির হলাম।আসা করি সকলে মনযোগ সহকারে পোস্টটি পরবেন।পোস্ট টি ভাল লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর বেশি কথা না বারাই। মোবাইল জগতে প্রতিযোগিতা চলছে কে কাকে দমিয়ে উপরে উঠতে পারে। সম্প্রতি কিছুদিন আগেই বাজারে আসা ফোন Reame 9 pro plus unofficial ভাবে বাংলাদেশের বাজার দখল করে নিচ্ছে।আবার তারা আরেকটি ফোন লঞ্চ করতে যাচ্ছে।Realme GT Neo3 TENAA সার্টিফিকেশন সাইট থেকে মোবাইল এর ডিজাইন এর ছবি পাওয়া গেছে। [/h2]ফোন টিতে যা যা থাকছে :[/h2] ১.ফোনটিতে প্রথমবারের মত থাকছে পাঞ্চ-হোল কাটিং। ২. ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ। যেখানে ওআইএস (OIS) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে। ৩.থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ৪.6.7 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে থাকবে যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ৫.শোনা যাচ্ছে যে সম্ভবত ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর টি ব্যবহার করা হবে ফোন টিতে। তবে এই বিষয়ে সঠিক তথ্য জানা যায়নি। ৬.ফোন টির তিনটি ভ্যারিয়েন্ট আসতে পার

[hot post]জাভা মোবাইলের জন্য নিয়ে নিন রাশিয়ান মাফিয়াদের নিয়ে দারুন একটি গেম।

ট্রিকবিডিতে সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন।আমিও অনেক ভালো আছি।আজ আপনাদের জন্য নিয়ে আসলাম রাশিয়ান মাফিয়াদের নিয়ে Russian Mafia নামে দারুন একটা জাভা গেমিং পোষ্ট । পোষ্ট শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই।প্রশ্নটি হল:- ট্রিকবিডিতে পোস্ট করার পর ব্যালেন্স এড হতে দেরি হয় কেন এবং কতক্ষন দেরি হয়। আমি আগেই বলেছি এই গেমটি রাশিয়ান মাফিয়াদের নিয়ে তৈরি।গেমটির নাম এবং ফিচার সবকিছুকেই রাশিয়ান মাফিয়াদের সাথে ম্যাচিং করে বানানো হয়েছে।এই গেমটি অনেক ভালো,,কিন্তু ট্রিকবিডিতে দেখলাম এরকম একটি ভালো গেম নিয়ে কেউ পোস্ট করেনি.,তাই পোস্টটি করলাম।আপনারা হয়তো জানেন মানুষ মাত্রই ভুল হয়।আর আমিও একজন মানুষ আমার পোষ্টে যদি কোন ভুল ক্রুটি হয়।তাহলে কমেন্টে গালা গালি না করে ভুলটা ধরিয়ে দিবেন। আপনারা হয়তো আমার পোষ্টের টাইটেল দেখেই বুজে গেছেন আজ কি নিয়ে পোষ্ট করবো।এই গেমটি এতই ভালো যে আমি যদি এই গেমটির প্রশংসা করি তাহলেও কম হয়ে যাবে। *তো অনেক কথা বললাম এবার গেমটির রিভিউ দেখে নেওয়া জাক * গেম রিভিউ:- Game Name: Russian Mafia Game Size: 711 Kb Game Version: 1.0.1 Game Type: .jar

৫ টি মজার ও শিক্ষনীয় সাইট যা আপনার ইন্টারনেটের বোরিং সময়কে আরো মজাদার করে তুলবে! (Part-8)

Hello everyone, কেমন আছেন সবাই? যারা যারা পোস্টটি দেখছেন তারা সবাই আশা করছি ভালো আছেন। যে পোস্টটি এখন দেখছেন এমন আরো একটি পোস্ট আমি আগেও দিয়েছি। আপনারা যারা সে পোস্টটি দেখেননি চেক করতে পারেন। আশা করি ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে যাই। আজ আমি এমন ৫টি ওয়েবসাইটের কথা বলবো যেগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং আর খুবই মজার লেগেছে। এছাড়াও অনেক শিক্ষনীয়ও লেগেছে সাইটগুলো। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি না লাগে তবে নেগেটিভ কমেন্টের কোনো প্রয়োজন নেই। 5) Site Name : The Museum Of Endangered Sounds Site Link : http://savethesounds.info এটি এমন একটি ওয়েবসাইট যা আপনাকে নব্বই দশকের কথা মনে করিয়ে দিবে। আপনারও জন্ম যদি 90’s এর দিকে হয়ে থাকে তবে আপনি হয়তো চাইবেন সেই পুরোনো সময়ে ফিরে যেতে। যখন এমন স্মার্ট ফোন, আধুনিক কম্পিউটার, ল্যাপটপ, স্মার্ট টিভি সহ এত আধুনিকতার ছোয়া ছিল না। সবকিছুই ছিল সাধারন। যখন মানুষ একে অন্যের সাথে দূর থেকে যোগাযোগ রেখেও নিজেদের সাথে সত্যিকারের বন্ধন তৈরি করতো। সে সময়ের কথা যখন মানুষ নিজেদের জীবনে এত জটিলতাকে আশ্রয় দিতো না। যখন টিভি থেকে শুরু করে ক্যামেরাসহ

৫ টি মজার ও শিক্ষনীয় সাইট যা আপনার ইন্টারনেটের বোরিং সময়কে আরো মজাদার করে তুলবে! (Part-7)

Hello everyone, কেমন আছেন সবাই? যারা যারা পোস্টটি দেখছেন তারা সবাই আশা করছি ভালো আছেন। যে পোস্টটি এখন দেখছেন এমন আরো একটি পোস্ট আমি আগেও দিয়েছি। আপনারা যারা সে পোস্টটি দেখেননি চেক করতে পারেন। আশা করি ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে যাই। আজ আমি এমন ৫টি ওয়েবসাইটের কথা বলবো যেগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং আর খুবই মজার লেগেছে। এছাড়াও অনেক শিক্ষনীয়ও লেগেছে সাইটগুলো। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি না লাগে তবে নেগেটিভ কমেন্টের কোনো প্রয়োজন নেই। 5) Site Name : Sleepytime Site Link : https://sleepyti.me / আপনার কি দেরিতে ঘুমানো আর দেরিতে ঘুম থেকে উঠার সমস্যা আছে? তবে সে সমস্যা সমাধানের জন্যে এই ওয়েবসাইটটি আপনার জন্যেই তৈরি করা হয়েছে। আচ্ছা মাঝে মাঝে ঘুম থেকে উঠে এমন মনে হয় না যে আজ অনেক কম ঘুমিয়ে ফেলেছেন। কিংবা রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে এটা নিয়ে কি চিন্তা আসে না যে আমি যদি সকালে এতটার সময় উঠি তাহলে আমি কতক্ষন ঘুমালাম? কিংবা আমি প্রতিদিন কতক্ষন ঘুমাই? কিংবা ধরুন, আমি যদি আজ রাত এই সময়ে ঘুমাই তাহলে আমি সকালে যে সময়ে উঠবো সে সময়ে উঠতে গেলে আমার কতক্ষন ঘুম হবে? এমন আজব