Skip to main content

বাজারে আসতে চলেছে Realme কম্পানির পক্ষ থেকে নতুন ফোন Realme GT Neo3। এখন অব্দি যেই যেই অফিসিয়াল তথ্য পাওয়া গেছে।

ট্রিকবিডির প্রিয় দর্শকেরা আসা করি সকলেই ভালো। অনেকদিন পর আপনাদের মাঝে আবার একটি পোস্ট নিয়ে হাযির হলাম।আসা করি সকলে মনযোগ সহকারে পোস্টটি পরবেন।পোস্ট টি ভাল লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর বেশি কথা না বারাই।

মোবাইল জগতে প্রতিযোগিতা চলছে কে কাকে দমিয়ে উপরে উঠতে পারে। সম্প্রতি কিছুদিন আগেই বাজারে আসা ফোন Reame 9 pro plus unofficial ভাবে বাংলাদেশের বাজার দখল করে নিচ্ছে।আবার তারা আরেকটি ফোন লঞ্চ করতে যাচ্ছে।Realme GT Neo3

TENAA সার্টিফিকেশন সাইট থেকে মোবাইল এর ডিজাইন এর ছবি পাওয়া গেছে।

[/h2]ফোন টিতে যা যা থাকছে :[/h2]

১.ফোনটিতে প্রথমবারের মত থাকছে পাঞ্চ-হোল কাটিং।

২. ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ। যেখানে ওআইএস (OIS) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে।

৩.থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

৪.6.7 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে থাকবে যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।

৫.শোনা যাচ্ছে যে সম্ভবত ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর টি ব্যবহার করা হবে ফোন টিতে। তবে এই বিষয়ে সঠিক তথ্য জানা যায়নি।

৬.ফোন টির তিনটি ভ্যারিয়েন্ট আসতে পারে ৬/৮/১২ জিবি র‍্যাম।তবে সব সময়ের মত বাংলাদেশে সবচেয়ে বেশি ভ্যারিয়েন্ট অফিসিয়াল ভাবে পাবেন বাকি ভ্যারিয়েন্ট আনঅফিসিয়ালভাবে পাওয়া যাবে।

৭.৫ জি প্রসেসর এবং ৫১২ জিবি পর্যন্ত মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন।

৮.সফ্টওয়্যার হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১২ ওএস ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ দেখা যেতে পারে।

৯.এর মধ্যে একটি মডেল ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ অফার করতে পারে, যেখানে অন্যটিতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

১০.৫০ মেগাপিক্সেল প্রাইমারী সেন্সর, ৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের একটি সেন্সর দেখা যাবে বলে আশা করা যায়। আবার সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এর সামনের দিকে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকছে আশা করা যায়।

যতটুকু জানা গেছে তত টুকুই আপনাদের জানলাম।কোম্পানি কোন ধরনের পরিবর্তন আনলে আপনাদের জানানর চেষ্টা করব ইনশাল্লাহ।

ফেসবুকে আমি:For any problem

অথবা যেকোনো সমস্যার সমাধান পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হতে পারেন:
Telegram Channel

The post বাজারে আসতে চলেছে Realme কম্পানির পক্ষ থেকে নতুন ফোন Realme GT Neo3। এখন অব্দি যেই যেই অফিসিয়াল তথ্য পাওয়া গেছে। appeared first on Trickbd.com.



source https://trickbd.com/android-phone-review/758548

Comments

Popular posts from this blog

আবারো ফেইসবুকে নিন আনলিমিটেড ফলোয়ার

আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি। তো বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি এপ যার মাধ্যম আপনারা আপনার আইডিতে যত চান ফলোয়ার বাড়াতে পারবেন। তো শুরু করা যাক…. ফেসবুক হচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট। ইন্টারনেট ব্যবহার করে অথচ তার ফেসবুক একাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমরা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। আর সবাই চেষ্টা করি আমাদের ভার্চুয়াল লাইফটাকে সবার থেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে। আর তার জন্য কতো কিছুই না করি! কিভাবে ফ্যান, ফলোয়ার বাড়ানো যায় কিংবা নিজের ফেসবুক প্রফাইলটাকেও চেষ্টা করি একটু ভিন্ন রূপে সাজাতে। আপনি অবশ্যই ফেসবুক অটো ফলোয়ারের কথা শুনেছেন! আর এই সামান্য কিছু ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নিতে অনেকেই আবার নিজের স্বাধের ফেসবুক আইডিটি তুলে দেয় থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের হাতে। তবে আজকে আমি আপনাদের কে শিখাবো কিভাবে আপনার ফেসবুকে প্রফাইলে আনলিমিটেড ফলোয়ার নিবেন। তবে এটা কোনো অনিরাপদ উপ...

Glutathione – গায়ের রঙ ফর্সা করতে কার্যকারিতা, ব্যবহার এবং সাইড ইফেক্ট সম্পর্কে সবকিছু (Skin health)

আসসালামু আলাইকুম   আজকের আলোচনায় আমরা জানবো Glutathione  এর কার্যকারিতা, ব্যবহার, এবং সাইড ইফেক্ট নিয়ে। আশা করছি আপনাদের জন্য এটি উপকারী হবে।  Glutathione এর কাজ কি? (benefits of glutathione) গ্লুটাথিওয়ন বর্তমান সময়ে, বহুল জনপ্রিয় একটি সাপ্লিমেন্ট ত্বক ফর্সা ও উজ্জ্বল করার জন্য। এছাড়াও গ্লুটাথিওয়ন (Glutathione) নেওয়ার পর শরীরের ইমিউনিটি সিস্টেম বেড়ে যায়, লিভার ডিটক্স (পরিষ্কার হয়) এবং রক্তের বিভিন্ন দুষণ সমস্যা গুলোও ঠিক করে দেয়। দেখা গেছে যে, যাদের মুখের ত্বক, শরীরের অন্যান্য অংশ থেকে, কম উজ্জল হয়ে থাকে তাও এক রকম করে দেয় গ্লুটাথিওয়ন। এক কথায় সারা শরীরের ত্বকের উপর কাজ করে। এছাড়াও আমাদের ত্বক বেশী রোদ্রে যাওয়ার ফলে কালচে (ট্যান) হয়ে যায়, এটাও দ্রুত হিল করে গ্লুটাথিওয়ন। এমনকি শরীরের বিভিন্ন ক্ষত ও দ্রুত সারিয়ে তোলে গ্লুটাথিওয়ন এর পরিমান শরীরে বেশি থাকলে। তবে কসমেটিকস জগতে গ্লুটাথিওয়ন এর একটি ফলাফল হলো স্কিন উজ্জ্বল, ও ২/৩ সেড ফর্সা করা, যার কারনে এটি বহুল পরিচিত। এটি কি সবার জন্য কাজ করে? উত্তর হচ্ছে, অনেকটাই করে। তবে যাদের ত্বক অলরেডি উজ্জ্বল, তাদের ক্ষেত্রে এতট...

জনপ্রিয় এনিমে Attack on Titan Season 1 & 2 হিন্দি ডাব | দেখুন ও ডাউনলোড করুন

Attack on Titan (Shingeki no Kyojin) হল এক জনপ্রিয় জাপানি এনিমে, যা বর্তমান সময়ে অনেক জনপ্রিয়। কিছু দিন আগেই এই এনিমেটির সিজন ১ ও ২ এর অফিশিয়াল হিন্দি ডাব রিলিজ হয়েছে। আপনি হিন্দি ডবে এই এনিমেটি দেখতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য! এই পোস্টটি থেকে আপনি বিনামূল্য এমিটিকে ডাউনলোড করে দেখতে পারবেন। Attack on Titan Season 1 হিন্দি ডাব Attack on Titan-এর প্রথম সিজনে আমরা দেখি, কীভাবে ইরেন ইয়েগার এবং তার বন্ধুরা ভয়ানক টাইটানদের বিরুদ্ধে লড়াই করে। হঠাৎ এক বিশাল আকারের টাইটান ওয়াল মারিয়া ভেঙে শহরে আক্রমণ চালায়, যা মানবজাতির জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। ইরেন প্রতিজ্ঞা করে, সে সমস্ত টাইটান ধ্বংস করবে এবং মানবতার প্রতিশোধ নেবে। সম্পূর্ণ এনিমেটিকে ডাউনলোড করে বিস্তারির কাহিনি দেখুন। সিজন ১ এর সরাসরি ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম – Pixeldrain Download Link – Zip File (5.30 GB) Mega – Zip FIle Attack on Titan Season 2 হিন্দি ডাব দ্বিতীয় সিজনে গল্প আরও রহস্যময় মোড় নেয়। নতুন নতুন টাইটানদের পরিচয় পাওয়া যায় এবং জানা যায় কিছু পরিচিত চরিত্ররাও আসলে টাইটান রূপান্তরিত। ইরেন ও তার দল মানব...