Skip to main content

Posts

Showing posts from July, 2023

যেকোনো ইউটিউব ভিডিওর Tags বেড় করুন খুব সহজেই।। How To Find Any YouTube Video Tags

হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তায়ালার রহমতে সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আবারো নতুন আরেকটি আকর্ষণীয় কন্টেন্ট নিয়ে হাজির হলাম। আজকের আলোচনার মূল বিষয় কি সেটা এতক্ষণে আপনারা টাইটেল দেখেই বুঝে গেছেন। আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে যে কারো, যে কোনো ধরণের ইউটিউব ভিডিওতে ব্যবহৃত ট্যাগগুলো কিভাবে বেড় করবেন খুব সহজেই। এবং সেগুলো কিভাবে আপনার ভিডিওতে ইউজ করবেন। তাহলে চলুন শুরু করি, যেকোনো ইউটিউব ভিডিওর ট্যাগ বেড় করার জন্য প্রথমেই আমাদের প্লে স্টুর থেকে Telegram অ্যাপটি ইন্সটল করে নিতে হবে। তারপর অ্যাপটি ওপেন করে মোবাইল নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করে নিবেন। এবং সার্চবারে টাইপ করবেন Youtube Tags Bot তাহলে একটি বট চলে আসবে। বট আসার পর ট্যাপ করে ভিতরে প্রবেশ করুন। এবং Start লেখায় চাপ দিয়ে বটে জয়েন করে ফেলুন। এবার ইউটিউব এ চলে যান এবং আপনি যে ভিডিওর ট্যাগ বেড় করতে চান সেটির লিঙ্ক কপি করে নিয়ে আসুন। লিংক কপি করা হয়ে গেলে আবার টেলিগ্রাম অ্যাপে ডুকে যে বটে জয়েন করেছিলেন সেটির ম্যাসেজ অপশনে যেয়ে লিঙ্কটি পেস্ট করে সেন্ড করে দিন। তারপর দেখতে পারবেন

C++ এ Pointers কী?

আজকের Tutorial এ আমি c++ এর pointers নিয়ে আলোচনা করবো।প্রথমেই জেনে নেয়া যাক  Pointer কী? pointer হলো এক ধরনের Data Type যা অন্য একটি Data Type এর Address স্টোর করে।আমরা যখন কোনো variable বানাই তখন এটি ram এ স্টোর করা থাকে আর র‍্যাম এ যেখানে স্টোর থাকে সেই ঠিকানাই হলো address ।অর্থাৎ,কোনো variable এর address যেখানে স্টোর করা হয় সেটিই হলো Pointer Pointer কেন প্রয়োজন? function বা class এর ভেতর যখন আমরা কোনো variable নিয়ে কাজ করি তখন সেগুলো local variable হয়।এক্ষেত্রে সেখানে কোনো variable এর value reassign করলে main function এ থাকা variable এর value change হয় না।এজন্য pointers ব্যবহার করে আমরা যেকোনো function এ variable এর address pass করে সেই variable টির value change করতে পারি। এবার Pointers সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক pointers সম্পর্কে জানার আগে আমাদের দুটি operator সম্পর্কে জানতে হবে।সেগুলো হলো: & → address of operator * → dereference operator কোনো variable এর address জানতে হলে আমরা & operator use করি।যেমন কোনো variable যদি হয় a তাহলে এর address হবে &a এবার *

উইন্ডোজ ইমুলেটর দিয়ে মোবাইলে এবং লো এন্ড পিসিতে ফটোশপ ব্যবহার করুন।

আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভাল আছেন। আজকের পোস্টে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনে উইন্ডোজ ইমুলেটর ব্যবহার করে করে ফটোশপ ইউজ করতে পারবেন এবং লো এন্ড পিসি আছে তারাও চাইলে একবার ইউজ করতে পারেন। মূলত এটি একটি অনলাইন ইমুলেটর। আপনাকে কোন এপ ইন্সটল করতে হবেনা। এটিতে আপাতত ফটোশপ টাই ব্যবহার করা যায়। আরো অন্যান্য ফিচার শিঘ্রই আসবে। আমি আশা করি আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে। মোবাইলে OTG এর মাধ্যমে কিবোর্ড মাউজ দিয়ে খুব সুন্দর ভাবেই আপনি ফটোশপ এর ব্যসিক শিখে নিতে পারেন। প্রথমত আপনাদের মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারে Desktop Mode টি অন করে নিতে হবে। তারপর নিচের দেয়া ইউ আর এল টি আপনার ব্রাউজারে টাইপ করুন। win10.webjeet.me তারপর কিছুক্ষন লোড নিবে আপনার ফোনের বা ল্যাপটপের কনফিগারেশন এর সাথে ম্যাচ করবে। এখানে দেখতে পাবেন আপনার ফোনের সাথে এই অনলাইন ইমুলেটর এর সময়ের মিল রয়েছে। এখন ফটোশপ ইউজ করার জন্য ফটোশপ আইকনে ক্লিক করুন। তারপর File অপশন থেকে New নির্বাচন করুন। তারপর আপনার আর্ট বোর্ড/ পেইজের এর সাইজ করে ইচ্ছামত সেট করে নিয়ে Create এ ক্লিক করুন।

GP সিমে নিয়ে নিন Unlimited Free MB প্যাক (কোকা কোলা MB হ্যাক)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ এক পোস্ট যার মাধ্যমে আপনারা জিপি সিমে ইউটিউব এমবি প্যাক নিতে পারবেন ফ্রিতেই। বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে আপনাদের এই লিংকে যেতে হবে। COCA COLA MB এরপর এখানে জিপি নাম্বার দিয়ে proceed এরপর আপনার ফোনে OTP আসবে সেটা বসিয়ে দিন। ওখানে আপনার একটি কোড বসাতে হবে এটা ৯ ডিজিটের হতে হবে। শুরু তে 5894 এরপরে যেকোন ৫ টি উলট পালট করে বসিয়ে সাবমিট দিন। নিচের মত করে: দেখুন আমার চালু হয়ে গেছে। মেসেজ: অনেকবার ভুল হলে লিমিট হয়ে যাবে। তাই একই কোড বার বার দিবেন না। বুঝতে না পারলে এই ভিডিও টি দেখুন। এমন আরো ট্রিক্স পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব চ্যানেল: Hridoymini ফেইসবুক পেইজ: Hridoymini ধন্যবাদ The post GP সিমে নিয়ে নিন Unlimited Free MB প্যাক (কোকা কোলা MB হ্যাক) appeared first on Trickbd.com . source https://trickbd.com/gp-free-net/902548

মোবাইলের জন্য সবচেয়ে ভালো কল রেকর্ডার অ্যাপ বিনামূল্যে, Don’n Miss!!!!!

আসসালামু আলাইকুম. আশা করি সবাই ভালো আছেন,আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আবারও নতুন একটা টিপস নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমি। আপনি যদি ইতিমধ্যে কল রেকর্ড করার জন্য অন্যান্য অ্যাপ্লিকেশন ব্যবহার করে কল রেকর্ড করার চেষ্টা করে থাকেন এবং সন্তোষজনক ফলাফল না পান, তাহলে কল রেকর্ডার – কিউব এসিআর ব্যবহার করে দেখুন, এটি সবচেয়ে ভালো কাজ করে। কল রেকর্ডার – কিউব এসিআর আপনাকে সহজেই আপনার ইনকামিং এবং আউটগোয়িং ফোন কল এবং ভিওআইপি কথোপকথন রেকর্ড করতে দেয়। প্রধান অংশ? এটা বিনামূল্যে ! কিভাবে ডাউনলোড করবেন, এখান থেকে সরাসরি ডাউনলোড করুন অজানা উত্স থেকে অ্যাপ ইনস্টল করুন’ সক্ষম করতে ‘সেটিংস’ এ আলতো চাপুন ৷ চেকবক্সে টিক দিন, এবং ‘ঠিক আছে’ আলতো চাপুন । ‘এই উৎস থেকে অনুমতি দিন’- এর জন্য টগল সক্ষম করুন । পূর্ববর্তী পৃষ্ঠায় ফিরে যান এবং ‘ইনস্টল’ এ আলতো চাপুন । অনুগ্রহ করে Сube ACR হেল্পার সেটআপ নির্দেশাবলী অনুসরণ করুন এবং অ্যাপটির জন্য অনুরোধ করা সমস্ত অনুমতি দিন, যাতে অ্যাপটি সঠিকভাবে কাজ করে। আপনি যখন ‘অ্যাপ সংযোগকারী সক্ষম করুন’- এ যান , তখন খোলার মেনুতে ‘ডাউনলোড করা অ্যাপস’ বা ‘ইনস

Url Shortener বানান পাইথন দিয়ে ।

আসসালামুয়ালাইকুম Everyone । কেমন আছেন আপনারা সবাই। আশাকরি আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামীন আমাকে ও ভালো রেখেছেন। আজকে আপনাদের দেখাব কিভাবে পাইথনের মাত্র কয়েক লাইন কোড দিয়ে একটা url shortener বানিয়ে নিবেন। তাহলে চলুন শুরু করা যাক- প্রথমে এই এই সাইট থেকে Source Code গুলো কপি করে নিবেন । Url Shortener –  Source Code Pydroid 3 –  Download Link Source Code গুলো কপি করে নেওয়ার পর আপনার Pydroid 3 এপসে প্রবেশ করবেন। তারপর থ্রি বারে ক্লিক করবেন – এবার pip নামে একটা ফাংশন পাবেন সেটায় ক্লিক করুন – এবার এখানে “pyshorteners” লিখে install এ ক্লিক করুন- Install হয়ে গেলে এরকম “complete” লেখা আসবে – এবার এখান থেকে বাহির হয়ে আগের জায়গায়, মানে কোড এডিটরে আসুন। তারপর উপরে দেওয়া সাইট থেকে কপি করা সোর্স কোড গুলো পেস্ট করুন। এবং রান বাটনে ক্লিক করুন- এবার আপনার সামনে এরকম ইন্টারফেস Show হবে- যে লিংক টি সর্ট করতে চান আপনার সেই লিংক টি Inter Your Url এ পেস্ট করুন। লিংক টি পেস্ট করা হয়ে গেলে ইন্টার দেন, দেখবেন আপনার

মিড রেঞ্জ বাজেটের একটি নতুন খেলোয়াড়

মিড রেঞ্জ বাজেটের আরো একটি নতুন খেলোয়াড় Realme Narzo 60 5G  এই ফোনটা বাজেটের দিক থেকে অনেক কিছু অফার করছে। দেখতে অনেক গুড লুকিং। স্মার্টফোনটার ডিজাইন পেছোন থেকে দেখতে Narzo 60 Pro এর মতোই। তবে এটা একেবারে ফ্লাট চারকোনা একটি বক্সের মতো। হাতে নিলে হাতে একটা ভালো ফিলও পাবে। এটার বডিফ্রেম প্লাস্টিকের তৈরি, পেছোনেও প্লাস্টিক রয়েছে। তবে এর ডিস্প্লেকে প্রোটেকশন করছে কোরনিং গরিলা গ্লাস 5. এই স্মার্টফোনটি দুটি কালার ভেরিয়েন্ট এ পাবেন ব্লাক এবং ইয়েলো কালারের। প্রয়োজনীয় সব পোর্টস এন্ড বাটন আছে। এটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও পেয়ে যাচ্ছেন। টাইপ সি পোর্ট আছে 3.5mm হেডফোন জ্যাকও আছে।৷ কিন্তু এটাতে হাইব্রিড সিম স্লট পাবেন। এটা ডেডিকেটেড হলে আরেকটু ভালো হতো। তাহলে দুইটা সিম এবং একটা মেমোরি ব্যাবহার করা যেতো। তবে এই ফোনে কোনো আইপি রেটিং পাওয়া যায় নি। এই স্মার্টফোনটি ডিসপ্লে সাইজ হচ্ছে ৬.৭ ইঞ্চি। যেটা মূলত ফুল এইচডি প্লাদ রেজুলেশনের এ্যামোলেড প্যানেল। 90Hz হাই রিফ্রেশরেট রয়েছে এই ফোনে। 120Hz রিফ্রেশরেট দিলে ব্যাপারটা আরো জোস হতো। ডিস্প্লেতে বাম কোনায় ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে। তবে ডিসপ্লে

যেভাবে কম রেজুলেশন এর ভিডিও 4k তে রুপান্ত করবেন।

আসসালামু আলাইকুম। আসা করি সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছেন। আজকে আমরা দেখবো কীভাবে একটা কম রেজুলেশন এর ভিডিওকে হাই রেজুলেশনে কনভার্ট করবো তাও আবার মোবাইল ব্যাববার করে। প্রথমেই আমরা প্লেস্টর থেকে Wink Application টি ইন্সটল করে নিবো। Wink Play Store Link ইন্সটল হয়ে গেলে আ্যাপটি ওপেন করবো। তারপর Agree বাটনে ক্লিক করবো। এরপর Image Quality বাটনে ক্লিক করবো। Ultra HD বাটনে ক্লিক করে Try Now বাটনে ক্লিক করবো। এখন আমরা ফোন স্টরেজের পারমিশন দিয়ে দিবো। এরপর যে ভিডিওটির রেজুলেশন বাড়তে চান সে ভিডিওটি সিলেক্ট করবো। এখানে Ok বাটনে ক্লিক করবো। তাহলে আমাদের ভিডিওটি ওদের সার্ভারে Upload হওয়া শুরু হবে। আপনি View Later বাটনে ক্লিক করে রাখতে পারেন। তারপর ভিডিও অটো এডিট হয়ে যাবে। এডিট হয়ে যাওয়ার পর আমরা ডান কোনার ডাউনলোড আইকোনে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নিবো। ডাউনলোড হয়ে যাওয়ার পর Save বাটনে ক্লিক করবো। তাহলে আমাদের ভিডিওটি স্টোরেজে সেভ হয়ে যাবে। এখানে কিছু লিমিটেশন আছে। এই আ্যাপটার ফ্রি ভার্সনে আমরা ৩ মিনিটের বেশি ভিডিও এডিট করতে পারবো না। ৩ মিনিট থেকে বেশি ভিডিও এডিট করার জন্য আমাদের আ্