Skip to main content

কিভাবে মোবাইল দিয়ে অনলাইনে আয় করবেন

 আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের বলব কিভাবে আপনার হাতে থাকা ছোট এই মোবাইল ফোন দিয়ে আয় করবেন। আমরা অনেকেই শিক্ষার্থী । আবার অনেকেই আছে বেকার। অনেকেই অর্থ সংকটে কম্পিউটার বা ল্যাপটপ কিনতে পারেন না। কিন্তু তাদের ইচ্ছা থাকে নিজে কিছু রোজগার করার জন্য নিজের খরচ জোগাড় করার।



তাই তারা আয় করার জন্য ফেসবুক এবং ইউটিউব এ ভিডিও এবং পোস্ট দেখে। ইউটিউব এ বেশিরভাগ স্ক্যাম বা প্রতারণামূলক ভিডিও দেওয়া হয়।এ ক্ষেত্রে অনেক মানুষ প্রতারণার শিকার হয়। আবার ফেসবুক এ বিভিন্ন জব পোস্ট দেখা যায়। এগুলো বেশিরভাগ অকাজের পোস্ট । এগুলো আয় হতেও পারে আবার নাও হতে পারে।

তাই আজকের এই আর্টিকেল এ আমরা জানবো কিভাবে মোবাইল ব্যবহার করে আয় করবেন।এই ছোট আর্টিকেল হতে পারে। তো চলুন শুরু করা যাক:-

১. আর্টিকেল লিখে আয় করা।

বর্তমানে মোবাইল দিয়ে আয় করার সবচেয়ে শক্তিশালী কাজ হলো আর্টিকেল লিখে আয়। পুরো পৃথিবীর প্রায় ৫০ থেকে ৬০% ব্লগার এই কাজের সাথে যুক্ত। আপনি বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখে আয় করতে পারেন। যেমন: ভ্রমণ বিষয়ক, খাদ্য বিষয়ক, মোবাইল রিভিউ ইত্যাদি বিষয়ের উপর আর্টিকেল লিখে আয় করতে পারবেন। আপনি আপনার লেখা আর্টিকেল মার্কেটপ্লেস গুলোতে বিক্রি করতে পারেন। এতে আপনি মোটামুটি একটা টাকা আয় করতে পারেন। এর জন্য আপনার সাধারণ জ্ঞানের উপর ধারণা থাকতে হবে।

২. ডিজিটাল মার্কেটিং করে আয়।

আপনি ডিজিটাল মার্কেটিং করে আয় করতে পারেন। ডিজিটাল মার্কেটিং এর ৪০-৫০% কাজ মোবাইল দিয়ে করা যায়। তাই আপনি পুরোপুরি কাজ শিখে মার্কেটপ্লেস নামতে পারেন। যদি আপনার কাছে একটি ভালো মোবাইল ফোন থাকে। এতে ও আপনি আয় করতে পারেন। ছোট বিভিন্ন কাজ করতে পারবেন।

৩. সৌশ্যাল মিডিয়া মার্কেটিং করে আয়।

আপনি এই কাজটি মোবাইল দিয়ে করতে পারবেন। এর মধ্যে কয়েকটি মাধ্যম হলো ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং ইত্যাদি। তাছাড়া আপনি সৌশ্যাল মিডিয়া এ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে আয় করতে পারবেন। যা মোবাইল দিয়ে করা যায়। মূলত  আপনি তাদের ফেসবুক পেজ বা গ্রুপ এর নিয়ন্ত্রণ করবেন এবং তাদের কাস্টমারদের সাহায্য করবেন এর বিনিময়ে তারা আপনাকে সেলারী দিবে 

৪. Affiliate marketing বা প্রোমোশন করে আয়।

আপনি affiliate marketing and sales করে আয় করতে পারেন। আপনি ব্লগ থাকে এবং ব্লগ এ প্রচুর পরিমাণে ট্র্যাফিক থাকে তাহলে আপনি কোম্পানি বা সাইটের দেওয়া লিংক থেকে তাদের পন্য বিক্রি করে কিছু কমিশন পেতে পারেন। এটা হলো আপনার মোবাইল দিয়ে আয়। তাছাড়া আপনি সৌশ্যাল মিডিয়া গিয়ে তাদের দেওয়া লিংক থেকে পন্য বিক্রি করতে পারেন। তাই আপনাকে সৌশ্যাল মিডিয়ায় এ্যাক্টিভ থাকা লাগবে। এখান থেকে আপনি আয় করতে পারবেন।

 

৫. গ্রাফিক্স ডিজাইন করে আয় করা।

আপনারা হয়তো সকলে জানেন মোবাইল দিয়েও ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন এর কাজ যায়। এর জন্য আপনার লোকাল ক্লায়েন্ট এর সাথে যোগাযোগ রাখা প্রয়োজন। মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন এর জন্য আপনি Canva, picsay art, pixellab ইত্যাদি এপ ব্যবহার করতে পারবেন। আপনি ব্যানার ডিজাইন, Thumbnail ডিজাইন ইত্যাদি কাজ করতে পারবেন। এতে আয়ের একটি মাধ্যম তৈরি হয়ে গেল। তাই ইউটিউব এ ভিডিও টিউটোরিয়াল দেখে কাজ শিখতে পারেন।

৬. ফটোগ্রাফি করে আয়।

আপনি যদি ভালো ফটোগ্রাফী করতে পারেন তাহলে এটি হতে পারে আপনার আয়ের উৎস। আপনি আপনার তোলা অসাধারন ফটো গুলো বিক্রি করতে পারেন। এমন অনেক মার্কেটপ্লেস আছে যেখানে আপনি আপনার তোলা ফটো গুলো বিক্রি করতে পারবেন। এটা নিয়ে একটা বিস্তারিত আর্টিকেল আসছে।

৭. ভিডিও ইডিটিং করে আয়।

আপনার যদি ভালো ইডিটিং পারেন তাহলে আপনি ভিডিও ইডিট করে আয় করতে পারেন। বর্তমানে এর চাহিদাও প্রচুর। তাছাড়া ইউটিউব এ ও অনেকেই ভিডিও ইডিট করে তা হাস্য রসাত্মক করে আপলোড করে থাকে এবং তা থেকে টাকা আয় করে। চাইলে আপনিও করতে পারেন আয়।

আশা করি আজকের এই আর্টিকেল এ আপনাদের একটু কিছু হলেও বোঝাতে পেরেছি। কিছু না বুঝলে মন্তব্য করুন। আর অবশ্যই ইউটিউব ভিডিও দেখে প্রতারিত হবেন না এবং নিজের অর্থ ও সময় নষ্ট করবেন না। ইউটিউব এ বেশিরভাগ ভিডিও কাজের না।

মোবাইল দিয়ে আয় করার আরো মেথহুড খুজে পেলে এই লিস্টে এড করে দিব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়।

 

আর গেমিং আপডেট পেতে এবং মোড এপস পেতে ঘুরে আসুন আমাদের Gaming Blog ধন্যবাদ।

Related Keyword:- Best Way How To earn money online, কিভাবে মোবাইল দিয়ে টাকা ইনকাম করব, মোবাইল দিয়ে কি টাকা আয় করা যায়, মোবাইল দিয়ে টাকা আয় করা সম্ভব, আমি কিভাবে মোবাইল দিয়ে টাকা আয় করব, মোবাইল দিয়ে কিভাবে প্রতিদিন ১০০ টাকা আয় করা সম্ভব।

The post কিভাবে মোবাইল দিয়ে অনলাইনে আয় করবেন appeared first on Trickbd.com.



source https://trickbd.com/online-earning/728619

Comments

Popular posts from this blog

জনপ্রিয় এনিমে Attack on Titan Season 1 & 2 হিন্দি ডাব | দেখুন ও ডাউনলোড করুন

Attack on Titan (Shingeki no Kyojin) হল এক জনপ্রিয় জাপানি এনিমে, যা বর্তমান সময়ে অনেক জনপ্রিয়। কিছু দিন আগেই এই এনিমেটির সিজন ১ ও ২ এর অফিশিয়াল হিন্দি ডাব রিলিজ হয়েছে। আপনি হিন্দি ডবে এই এনিমেটি দেখতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য! এই পোস্টটি থেকে আপনি বিনামূল্য এমিটিকে ডাউনলোড করে দেখতে পারবেন। Attack on Titan Season 1 হিন্দি ডাব Attack on Titan-এর প্রথম সিজনে আমরা দেখি, কীভাবে ইরেন ইয়েগার এবং তার বন্ধুরা ভয়ানক টাইটানদের বিরুদ্ধে লড়াই করে। হঠাৎ এক বিশাল আকারের টাইটান ওয়াল মারিয়া ভেঙে শহরে আক্রমণ চালায়, যা মানবজাতির জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। ইরেন প্রতিজ্ঞা করে, সে সমস্ত টাইটান ধ্বংস করবে এবং মানবতার প্রতিশোধ নেবে। সম্পূর্ণ এনিমেটিকে ডাউনলোড করে বিস্তারির কাহিনি দেখুন। সিজন ১ এর সরাসরি ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম – Pixeldrain Download Link – Zip File (5.30 GB) Mega – Zip FIle Attack on Titan Season 2 হিন্দি ডাব দ্বিতীয় সিজনে গল্প আরও রহস্যময় মোড় নেয়। নতুন নতুন টাইটানদের পরিচয় পাওয়া যায় এবং জানা যায় কিছু পরিচিত চরিত্ররাও আসলে টাইটান রূপান্তরিত। ইরেন ও তার দল মানব...

Glutathione – গায়ের রঙ ফর্সা করতে কার্যকারিতা, ব্যবহার এবং সাইড ইফেক্ট সম্পর্কে সবকিছু (Skin health)

আসসালামু আলাইকুম   আজকের আলোচনায় আমরা জানবো Glutathione  এর কার্যকারিতা, ব্যবহার, এবং সাইড ইফেক্ট নিয়ে। আশা করছি আপনাদের জন্য এটি উপকারী হবে।  Glutathione এর কাজ কি? (benefits of glutathione) গ্লুটাথিওয়ন বর্তমান সময়ে, বহুল জনপ্রিয় একটি সাপ্লিমেন্ট ত্বক ফর্সা ও উজ্জ্বল করার জন্য। এছাড়াও গ্লুটাথিওয়ন (Glutathione) নেওয়ার পর শরীরের ইমিউনিটি সিস্টেম বেড়ে যায়, লিভার ডিটক্স (পরিষ্কার হয়) এবং রক্তের বিভিন্ন দুষণ সমস্যা গুলোও ঠিক করে দেয়। দেখা গেছে যে, যাদের মুখের ত্বক, শরীরের অন্যান্য অংশ থেকে, কম উজ্জল হয়ে থাকে তাও এক রকম করে দেয় গ্লুটাথিওয়ন। এক কথায় সারা শরীরের ত্বকের উপর কাজ করে। এছাড়াও আমাদের ত্বক বেশী রোদ্রে যাওয়ার ফলে কালচে (ট্যান) হয়ে যায়, এটাও দ্রুত হিল করে গ্লুটাথিওয়ন। এমনকি শরীরের বিভিন্ন ক্ষত ও দ্রুত সারিয়ে তোলে গ্লুটাথিওয়ন এর পরিমান শরীরে বেশি থাকলে। তবে কসমেটিকস জগতে গ্লুটাথিওয়ন এর একটি ফলাফল হলো স্কিন উজ্জ্বল, ও ২/৩ সেড ফর্সা করা, যার কারনে এটি বহুল পরিচিত। এটি কি সবার জন্য কাজ করে? উত্তর হচ্ছে, অনেকটাই করে। তবে যাদের ত্বক অলরেডি উজ্জ্বল, তাদের ক্ষেত্রে এতট...

Capcut এ বাংলাতে লিখতে পারবেন এখন থেকে খুব সহজেই!!

আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা Capcut এপ এ বাংলা ফন্ট ব্যবহার কর‍তে পারবেন তাও আবার খুব সহজেই। আশা করবো পোস্টটি আপনাদের কাজে লাগবে। আপনারা জানেন Capcut একটা জনপ্রিয় ভিডিও এডিটিং এপ। ভিডিও এর পাশাপাশি Capcut এর বর্তমান আপডেট গুলোর দরুন এখন ফটো এডিটিং এও এই এপ এর প্রচুর ব্যবহার রয়েছে। এই এপটা খুবই জনপ্রিয় হওয়া সত্ত্বেও এই এপ এ বাংলা ফন্ট ব্যবহার করা যায় না। অনেকেই অনেক ভাবে চেষ্টা করেছেন হয় তো বাংলা ফন্ট ব্যবহার করার, কেউ পেরেছেন কেউ পারেন নি। আজকের পোস্ট টা তাদের জন্য যারা পূর্বে ব্যার্থ হয়েছিলেন। আমি ১০০% গ্যারান্টি দিচ্ছি, আজকের পোস্ট ফলো করলে আপনাদের Capcut এপ এ বাংলা ফন্ট ইউজ করতে কোনো সমস্যাই হবে না।   Capcut এপ এ বাংলা ফন্ট লেখার উপায় Capcut এপ এ বাংলা ফন্ট সরাসরি ব্যবহার করা যাবে না। তবে আপনাদের আমি আজকে যে ট্রিক্স দেখাবো সেটার মাধ্যমে একদম সহজেই Capcut এ আপনারা বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে এবার মূল কাজে চলে যাই। ১. প্রথমেই Cap...