Skip to main content

OnePlus Nord CE 3 lite রিভিউ

প্রিয় পাঠক আসসালামু আলাইকুম । আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা oneplus এর একটি ফোন নিয়ে কথা বলব । এর মডেল হলো oneplus nord CE 3 lite।

Oneplus এর মোবাইল গুলো ভালো ছবি তোলা ও ক্যামেরার জন্য ব্যাপক জনপ্রিয়। চলুন এখন আমরা oneplus nord CE 3 lite  এর স্পেসিফিকেশন দেখে আসি।

ডিসপ্লে:

ফোনটিতে পেয়ে যাবেন ৬.৭২ ইঞ্চি  মাপের  আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে। ppi ডেন্সিটি ৩৯৩। ফোনের ব্যাক সাইডটি প্লাস্টিকের তৈরি কিন্তু দেখে মনে হবে গ্লাসের। ডিসপ্লের কোয়ালিটি অনেক ভালো। ব্রাইটনেস অনেক ভালো। টাচ রেসপন্স ও যথেষ্ট ভালো।

পারফরম্যান্স:

এর পাওয়ার এর জন্য দেওয়া হয়েছে স্ন্যাপ ড্রগনের ৬৯৫ ৫জি চিপসেট  (৬ nm)। এই ফোনের আউট ওফ দা বক্র রয়েছে অ্যানড্রয়েড ১৩ OxygenOS 13.1। সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রন্ট সেন্সর। স্টোরেজ টাইপ UFS2.2। এটির একটি ভেরিয়েন্টই পাওয়া যায়। ৮ জিবি ROM ১২৮ জিবি RAM ভেরিয়েন্ট। সাথে রয়েছে ডেডিকেটেড সিমকার্ড স্লট। দুটি সিম ও একটি মেমোরি কার্ড ব্যাবহার করা যাবে।

ক্যামেরা:

ক্যামেরা হিসেবে এই ফোনে তিনটি শ্যুটার থাকছে। মেইন শ্যুটারটি ১০৮ মেগাপিক্সেলের। এর সাথে ২  মেগাপিক্সেলের দুটি শ্যুটার রয়েছে। একটি depth অন্যটি microscope। ফ্রন্ট ক্যামেরায় আছে ১৬ মেগাপিক্সেলের শ্যুটার। মেইন ক্যামেরায় সর্বোচ্চ ১০০০ atp তে ভিডিও রেকর্ড করা যায়।

ব্যাটারি:

এর ব্যাটারি ছিল ৫০০০ mAh এর। সাথে থাকছে ৬৭ w এর একটি চার্জার। ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো।

কালার:

কালো ও অলিভ এই দুই কালারে পাওয়া যাচ্ছে ফোনটি।

ফোনটির ক্রুটির দিকগুলো:

ফোনটির ডিসপ্লেতে আইপিএস এলসিডি প্যানেল না দিয়ে প্রাইজ হিসেবে সুপার এমুলেটেড ডিসপ্লে দিতে পারতো। ক্যামেরা সেকশন এর ব্যাক এ ২ মেগাপিক্সেলের depth ও মাইক্রস্কোপ না দিয়ে একটি আলট্রা ওয়াইড শ্যুটার দিতে পারতো। ফোনটির প্রাইজ হিসেবে এই ক্রুটি গুলো মেনে নেওয়া একটু দুঃখজনক। তবে বাকি দিক দিয়ে ফোনটি অনেক ভালো।

প্রাইজ:

মার্কেটে এই ফোনটির একটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। ৪, ১২৮ জিবি। প্রাইজ থাকছে ৪৭,০০০ টাকা। তবে কিছুদিন পরে দাম আরও কিছুটা কমবে। oneplus এর শোরুম থেকে বা অনলাইনে স্মার্টফোন এর পেজ থেকে আপনারা সহজেই ফোনটি কিনতে পারবেন। এই স্মার্টফোন এই বাজেটে মোটামুুটি সুন্দর কনফিগার দিয়েছে। এখন আপনি কিনবেন নাকি কিনবেন না এটি আপনি দেখে ডিসিশন নিবেন।

আজকে এপর্যন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। নতুন নতুন ফোনের আপডেট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।

The post OnePlus Nord CE 3 lite রিভিউ appeared first on Trickbd.com.



source https://trickbd.com/android-phone-review/872232

Comments

Popular posts from this blog

আবারো ফেইসবুকে নিন আনলিমিটেড ফলোয়ার

আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি। তো বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি এপ যার মাধ্যম আপনারা আপনার আইডিতে যত চান ফলোয়ার বাড়াতে পারবেন। তো শুরু করা যাক…. ফেসবুক হচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট। ইন্টারনেট ব্যবহার করে অথচ তার ফেসবুক একাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমরা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। আর সবাই চেষ্টা করি আমাদের ভার্চুয়াল লাইফটাকে সবার থেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে। আর তার জন্য কতো কিছুই না করি! কিভাবে ফ্যান, ফলোয়ার বাড়ানো যায় কিংবা নিজের ফেসবুক প্রফাইলটাকেও চেষ্টা করি একটু ভিন্ন রূপে সাজাতে। আপনি অবশ্যই ফেসবুক অটো ফলোয়ারের কথা শুনেছেন! আর এই সামান্য কিছু ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নিতে অনেকেই আবার নিজের স্বাধের ফেসবুক আইডিটি তুলে দেয় থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের হাতে। তবে আজকে আমি আপনাদের কে শিখাবো কিভাবে আপনার ফেসবুকে প্রফাইলে আনলিমিটেড ফলোয়ার নিবেন। তবে এটা কোনো অনিরাপদ উপ...

Glutathione – গায়ের রঙ ফর্সা করতে কার্যকারিতা, ব্যবহার এবং সাইড ইফেক্ট সম্পর্কে সবকিছু (Skin health)

আসসালামু আলাইকুম   আজকের আলোচনায় আমরা জানবো Glutathione  এর কার্যকারিতা, ব্যবহার, এবং সাইড ইফেক্ট নিয়ে। আশা করছি আপনাদের জন্য এটি উপকারী হবে।  Glutathione এর কাজ কি? (benefits of glutathione) গ্লুটাথিওয়ন বর্তমান সময়ে, বহুল জনপ্রিয় একটি সাপ্লিমেন্ট ত্বক ফর্সা ও উজ্জ্বল করার জন্য। এছাড়াও গ্লুটাথিওয়ন (Glutathione) নেওয়ার পর শরীরের ইমিউনিটি সিস্টেম বেড়ে যায়, লিভার ডিটক্স (পরিষ্কার হয়) এবং রক্তের বিভিন্ন দুষণ সমস্যা গুলোও ঠিক করে দেয়। দেখা গেছে যে, যাদের মুখের ত্বক, শরীরের অন্যান্য অংশ থেকে, কম উজ্জল হয়ে থাকে তাও এক রকম করে দেয় গ্লুটাথিওয়ন। এক কথায় সারা শরীরের ত্বকের উপর কাজ করে। এছাড়াও আমাদের ত্বক বেশী রোদ্রে যাওয়ার ফলে কালচে (ট্যান) হয়ে যায়, এটাও দ্রুত হিল করে গ্লুটাথিওয়ন। এমনকি শরীরের বিভিন্ন ক্ষত ও দ্রুত সারিয়ে তোলে গ্লুটাথিওয়ন এর পরিমান শরীরে বেশি থাকলে। তবে কসমেটিকস জগতে গ্লুটাথিওয়ন এর একটি ফলাফল হলো স্কিন উজ্জ্বল, ও ২/৩ সেড ফর্সা করা, যার কারনে এটি বহুল পরিচিত। এটি কি সবার জন্য কাজ করে? উত্তর হচ্ছে, অনেকটাই করে। তবে যাদের ত্বক অলরেডি উজ্জ্বল, তাদের ক্ষেত্রে এতট...

Canva Premium ফ্রি একবছর

ক্যনভা একটি অনলাইন গ্রাফিক্স ডিজাইন প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীদের সহজেই গ্রাফিক্স ডিজাইন তৈরি করতে দেয়। এটিতে একটি বিশাল লাইব্রেরি রয়েছে ফটো, গ্রাফিক্স, টেক্সট স্টাইল, এবং অন্যান্য উপাদান যা ব্যবহারকারীরা তাদের ডিজাইনে ব্যবহার করতে পারেন। ক্যনভা ব্যবহার করে আপনি যে ধরণের গ্রাফিক্স ডিজাইন তৈরি করতে পারেন তার মধ্যে রয়েছে: পোস্টার ব্যানার লোগো সোশ্যাল মিডিয়া পোস্ট ইনফোগ্রাফিক্স ব্রোশিওর ভিজিটিং কার্ড এবং আরও অনেক কিছু! ক্যনভা ব্যবহার করা খুব সহজ। আপনি একটি টেমপ্লেট দিয়ে শুরু করতে পারেন বা একটি blank design তৈরি করতে পারেন। তারপর, আপনি আপনার ডিজাইনে ফটো, গ্রাফিক্স, টেক্সট এবং অন্যান্য উপাদান যোগ করতে পারেন। আপনি ডিজাইনের রঙ, ফন্ট, এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলিও কাস্টমাইজ করতে পারেন। ক্যনভা একটি freemium প্ল্যাটফর্ম। এর মানে হল যে আপনি এটিকে বিনামূল্যে ব্যবহার করতে পারেন, তবে কিছু প্রিমিয়াম বৈশিষ্ট্য রয়েছে যা আপনি সাবস্ক্রাইব করে আনলক করতে পারেন। ক্যনভা একটি দুর্দান্ত গ্রাফিক্স ডিজাইন প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীদের সহজেই এবং দক্ষতার সাথে গ্রাফিক্স ডিজাইন তৈরি করতে দেয়। এটি ব...