Skip to main content

Posts

Showing posts from August, 2024

কিভাবে ইউটিউব প্রিমিয়াম ট্রায়াল নিবেন খুব সহজেই ! [BIN Method]

আসসালামু আলাইকুম ! আজকের নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম । আজকের এই পোস্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউব প্রিমিয়াম ফ্যামিলি বা individual যেটাই বলুন না কেন , কিভাবে আপনারা একমাসের ট্রায়াল নিবেন ইউটিউব প্রিমিয়ামে । তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। সবার প্রথমে আপনারা অবশ্যই আলজেরিয়ান আইপি আছে এরকম একটি ভিপিএন বাছাই করে আলজেরিয়ান আইপি কানেক্ট করে নিবেন।  এবং অবশ্যই আপনারা নতুন জিমেইল ইউজ করবেন আগের বানানো জিমেইল ইউজ করা থেকে বিরত থাকুন তারপর আমাদেরকে চলে যেতে হবে ইউটিউব মিউজিক এ : music.youtube.com       এখান থেকেও ক্লিক করতে পারেন “1 month Free”  তে অথবা আপনারা চাইলে মেনু থেকেও “Get Music Premium” করলেও হবে ।     এখান থেকে Try one month for DJD 0 তে ক্লিক করবেন।     এখান থেকে আপনার মন মত প্ল্যান সিলেক্ট করে কনফার্মে ক্লিক করুন।   আমার মার্ক করা জায়গায় ক্লিক করুন এবং নিচের দেওয়া বিন থেকে কার্ড জেনারেট করে উক্ত কার্ড ডিটেলস গুলো খালি জায়গাগুলোতে বসান।   BIN :- 536350000723xxxx IP :- Algeria   Gen Cards From : https://namso-

কিভাবে গুগল প্লে পয়েন্টস রিকোভার করবেন – How To Recover Google Play Points

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন মানে অনেক বছর পর আবারো আমি হাজির হলাম আমার ট্রিকস নিয়ে, এতো দিন আসি নি কারণ আমি অসুস্থ ছিলাম কমাতে, আইসিইউতে চিকিৎসায়। আলহামদুলিল্লাহ এখন সুস্থ সুতরাং এখন থেকে চেষ্টা করবো রেগুলার পোস্ট করতে কিছু একটা ট্রিকস নিয়ে। তো কথা হচ্ছে আপনি আপনার গুগলের প্লে স্টোরে জমানো পোয়েন্টস গুলো যদি হটাৎ করে বা কিংবা কোনো কারনে হারিয়ে ফেলেন বা গুম হয়ে যায় আরকি সেক্ষেত্রে কি করণীয় বা সেগুলো আবার কিভাবে ফিরে পেতে পারেন, যা পয়েন্টস ছিলো টিক ততোটুকই ফিরে পাবেন আরকি। এখন আসি মুল কথায় – ধরেন আপনার একটা প্লে পোয়েন্টস জমানো একাউন্ট আছে যেটায় আপনি রেগুলার পোয়েন্টস গুলো জমান এবং আপনি কোনো কারনে যদি নতুন একটা গুগল পেমেন্ট একাউন্ট করেন, আর সেটা বাই ডিফল্ট হিসেবে ব্যবহার করতে থাকেন সাথে পুরোনো পেমেন্ট একাউন্ট পারমানেন্ট ভাবে ডিলিট/ ক্লোজ করে ফেলেন তাহলে আপনার জমানো পোয়েন্টস গুলো সাথে সাথেই চলে/মুছে যাবে। যেহেতু পোয়েন্টস গুলো পুরোনো পেমেন্ট একাউন্টে জমা হয়েছিলো সেহেতু সেগুলা আর ফিরে পাবেন নাহ। গুগল হেল্পে যেয়ে দেখে নিতে পারেন স্পষ্টতো বলা আছে সেটা

কি ভাবে Telegram Channel Blue Verified করবেন।

প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ trickbd.com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আরকথা বাড়াবো না কাজের কথায় আসি । আমরা জানি বর্তমান সময়ের জনপ্রিয় Platform হচ্ছে টেলিগ্রাম, সবাই এখন টেলিগ্রামে ফোকাস দিচ্ছে। তাই আজ নিয়ে আসলাম দারুণ একটি পোষ্ট কি ভাবে Telegram Channel Blue Verified করবেন। প্রথমে টেলিগ্রাম এপ্স ডাউনলোড করবের, পরবর্তীতে আপনার একটা চ্যানেল থাকতে হবে Verified Apply এর জন্য। তারপরে টেলিগ্রামে সার্চ দিবেন @verifybot লেখে পরে বুট চালু করবেন তারপরে, বুট চালু করবেন পরে /start দিয়ে মেসেজ সেন্ড করবেন পরে আপনার channel এর লিংক দিতে হবে। তারপরে Continue now select করবেন তারপের আপনার ২টি Social profile লিংক দিতে হবে, অবশ্যই ২টি Profile verified থাকতে হবে  ডান, আপনার Verified এর জন্য apply/submit হয়ে গেছে। এখন telegram company review করে ডিসিশন জানাবে, আপনার যদি social media profile ২টি ভেরিফাই থাকে তাহলে Verified পেয়ে যাবেন। ইনশাআল্লাহ বিঃদ্রঃ – কোন ভূল হলে ছোট ভাই হিসা

AI ব্যবহার করে তৈরি করুন লাখ টাকার YouTube thumbnail একদম ফ্রিতে !

বর্তমানে আপনি যে থামনাইল গুলো এখানে দেখতে পারতেছেন, সেগুলো হচ্ছে MrBeast এর। এই এক একটা থামনাইল বানাতে খরচ করা হয়েছে 10 লাখ টাকারও বেশি। কি অবাক লাগছে? অবাক লাগলো এটা সত্যি। আমাদের কাছে হয়তো বা এই বাজেটটা অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু একটা কথা মনে রাখবেন তার প্রত্যেকটা ভিডিওর বাজেট কাছে অনেক বেশি থাকে। তো মূলত আজকের টপিক সেটা না। আজকের এই টপিকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, কিভাবে আপনি AI ইউজ করে এমন লাখ টাকার থামনাইল একদম ফ্রিতে বানাতে পারবেন। আমি এখানে এক্সট্রা কোন কথা বলবো না, এক্সট্রা কথা বললে পোস্টটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি একদম ডাইরেক্টলি মেইন টপিকে চলে যাব।   AI ইউজ করে এমন লাখ টাকার থামনাইল একদম ফ্রিতে বানাতে চাচ্ছি, তার জন্য আমরা সবার প্রথমে, ডিসাইড করে নিব কোন থামনাইল এর মত  থামনাইল  আমি বানাতে চাই। আমি উদাহরণ হিসেবে এটা বেছে নিয়েছি।   এবারে আমি সেই ভিডিওটাতে ক্লিক করে, ভিডিওটির লিঙ্ক কপি করে নিব। এবারে আমরা YouTube thumbnail ডাউনলোডার সাইটে যাব। যেখান থেকে খুব সহজেই আমরা YouTube thumbnail ডাউনলোড করতে পারব। এর জন্য আমি এই ওয়েবসাইটটি ব্যবহার করতেছি।