Skip to main content

কি ভাবে Telegram Channel Blue Verified করবেন।

প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ trickbd.com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আরকথা বাড়াবো না কাজের কথায় আসি ।

আমরা জানি বর্তমান সময়ের জনপ্রিয় Platform হচ্ছে টেলিগ্রাম, সবাই এখন টেলিগ্রামে ফোকাস দিচ্ছে।

তাই আজ নিয়ে আসলাম দারুণ একটি পোষ্ট কি ভাবে Telegram Channel Blue Verified করবেন।

প্রথমে টেলিগ্রাম এপ্স ডাউনলোড করবের, পরবর্তীতে আপনার একটা চ্যানেল থাকতে হবে Verified Apply এর জন্য। তারপরে টেলিগ্রামে সার্চ দিবেন @verifybot লেখে পরে বুট চালু করবেন

তারপরে, বুট চালু করবেন পরে /start দিয়ে মেসেজ সেন্ড করবেন পরে আপনার channel এর লিংক দিতে হবে। তারপরে Continue now select করবেন

তারপের আপনার ২টি Social profile লিংক দিতে হবে,

অবশ্যই ২টি Profile verified থাকতে হবে ✅

ডান, আপনার Verified এর জন্য apply/submit হয়ে গেছে। এখন telegram company review করে ডিসিশন জানাবে, আপনার যদি social media profile ২টি ভেরিফাই থাকে তাহলে Verified পেয়ে যাবেন। ইনশাআল্লাহ

বিঃদ্রঃ – কোন ভূল হলে ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

যারা জানেন তাহলে তো ভালোই, যারা জানেন না তাদের জন্য পোষ্টি

আশা করি বুজতে পারছেন যদি বুজেনা থাকেন ভিডিও দেখতে পারেন অথবা ফেইসবুকে যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদ।

The post কি ভাবে Telegram Channel Blue Verified করবেন। appeared first on Trickbd.com.



source https://trickbd.com/uncategorized/1783412

Comments

Popular posts from this blog

আবারো ফেইসবুকে নিন আনলিমিটেড ফলোয়ার

আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি। তো বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি এপ যার মাধ্যম আপনারা আপনার আইডিতে যত চান ফলোয়ার বাড়াতে পারবেন। তো শুরু করা যাক…. ফেসবুক হচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট। ইন্টারনেট ব্যবহার করে অথচ তার ফেসবুক একাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমরা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। আর সবাই চেষ্টা করি আমাদের ভার্চুয়াল লাইফটাকে সবার থেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে। আর তার জন্য কতো কিছুই না করি! কিভাবে ফ্যান, ফলোয়ার বাড়ানো যায় কিংবা নিজের ফেসবুক প্রফাইলটাকেও চেষ্টা করি একটু ভিন্ন রূপে সাজাতে। আপনি অবশ্যই ফেসবুক অটো ফলোয়ারের কথা শুনেছেন! আর এই সামান্য কিছু ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নিতে অনেকেই আবার নিজের স্বাধের ফেসবুক আইডিটি তুলে দেয় থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের হাতে। তবে আজকে আমি আপনাদের কে শিখাবো কিভাবে আপনার ফেসবুকে প্রফাইলে আনলিমিটেড ফলোয়ার নিবেন। তবে এটা কোনো অনিরাপদ উপ

৪০০০৳ হাজার টাকার Document Scanner – ‍app Premium বানিয়েন নিন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। Document Scan করার জন্য অত্যন্ত সুন্দর একটি এ্যাপ। CamScanner এর বিকল্প বলতে পারেন, অনেক সহজ ও সাবলিল একটি এ্যাপ। আশা রাখি আপনাদের অনেক কাজে দিবে। আমি শিখি, আমি শেখায়, আমি পৃথিবীতে অজ্ঞ এসেছিলাম তাই জ্ঞান অজর্ন করি [বিঃদ্রঃ এ্যাপ আপডেট হলে Modding System Change হয়ে যায়, তাই কেউ না বুঝে কমেন্টে গালিগালাজ করবেন না]ৎ Modding app Download MT Mananer NP Manager প্রথমে  PlayStore থেকে এ্যাপটি ডাউনলোড করে নিন এবং অ্যাপটি MT Manager দিয়ে Extract করে নিন। একটি APKS ফাইল আসবে ওটাকে Kill ‍Signature করতে হবে। নিচে দেখুন এ্যাপটি ব্যবহার করতে হলে আপনাকে প্রিমিয়াম বানাতে হবে। MT Manager দিয়ে Extract করার পর নিচে দেখুন একটি APKS ফাইল চলে এসেছে। APKS ফাইলে ক্লিক করে View করুন। উপরে দেখুন একটি base ফাইল পাবেন, ওটাকে চেপে ধরে Extract করুন। Extract করার পর ডান পার্শ্বে base ফাইলটি চলে আসবে। এখন ডান পাশের  base টিতে ক্লিক করে Function ক্লিক করুন। নিচ থেকে Kill Sign

পর্ব ৯ ফান্ডামেন্টাল এনালাইসিস পরিচিতি

আসসালামু আলাইকুম ! ডিজিটাল কারেন্সী শিক্ষা পর্ব ৯ এ  আজকে আমরা জানবো ফান্ডামেন্টাল এনালাইসিস কি? ফান্ডামেন্টাল এনালাইসিস মুলত একটা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য নিয়ে গবেষনা করা হয় যেটা দিয়ে বোঝার চেস্টা করা হয় যে এই asset টা সামনে দাম বাড়বে নাকি কমবে ! সব মার্কেটের ফান্ডামেন্টাল এনালাইসিস করার নিজস্ব পদ্ধতি আছে । উদাহরন হিসেবে যেমন শেয়ার বাজারে একটা স্টকের বা সেই কোম্পানীর  ব্যবসার মডেল,মার্কেট শেয়ার,ব্যবসার কৌশল,পরিচালনা কে করছে, এটা কোন ইন্ড্রাস্টির এসমস্ত জিনিস দেখা হয় ! এবং তথ্য হিসেবে দেখা হয় ব্যালান্স শিট,কি পরিমান সম্পদ আছে,দায় কি রকম ,revenue/cashflow  এসব ! এগুলো সবই পাব্লিকের জন্য উন্মুক্ত তথ্য থেকেই গবেষনা করা হয় ! forex market এ দেখা হয় যে যেই কারেন্সী নিয়ে কাজ করছে  সেই দেশের central bank এর বিভিন্ন ঘোষনা,রাজনীতি,যুদ্ধ, মুদ্রাস্ফীতি, সুদের হার,GDP এসব বিষয় ! এই সব এনালাইসিস এর মুল লক্ষ্য হলো একটা asset এর intrinsic value বা আসল  দাম বের করার চেস্টা  করা ! যাতে ভালো ইনভেস্ট করার সুযোগ পাওয়া যায় ! আমরা যেহেতু অন্য মার্কেট এর জন্য ফান্ডামেন্টাল এনালাইসিস করবো !