Skip to main content

কিভাবে গুগল প্লে পয়েন্টস রিকোভার করবেন – How To Recover Google Play Points

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন।
অনেক দিন মানে অনেক বছর পর আবারো আমি হাজির হলাম আমার ট্রিকস নিয়ে, এতো দিন আসি নি কারণ আমি অসুস্থ ছিলাম কমাতে, আইসিইউতে চিকিৎসায়। আলহামদুলিল্লাহ এখন সুস্থ সুতরাং এখন থেকে চেষ্টা করবো রেগুলার পোস্ট করতে কিছু একটা ট্রিকস নিয়ে।

তো কথা হচ্ছে আপনি আপনার গুগলের প্লে স্টোরে জমানো পোয়েন্টস গুলো যদি হটাৎ করে বা কিংবা কোনো কারনে হারিয়ে ফেলেন বা গুম হয়ে যায় আরকি সেক্ষেত্রে কি করণীয় বা সেগুলো আবার কিভাবে ফিরে পেতে পারেন, যা পয়েন্টস ছিলো টিক ততোটুকই ফিরে পাবেন আরকি।

এখন আসি মুল কথায় – ধরেন আপনার একটা প্লে পোয়েন্টস জমানো একাউন্ট আছে যেটায় আপনি রেগুলার পোয়েন্টস গুলো জমান এবং আপনি কোনো কারনে যদি নতুন একটা গুগল পেমেন্ট একাউন্ট করেন, আর সেটা বাই ডিফল্ট হিসেবে ব্যবহার করতে থাকেন সাথে পুরোনো পেমেন্ট একাউন্ট পারমানেন্ট ভাবে ডিলিট/ ক্লোজ করে ফেলেন তাহলে আপনার জমানো পোয়েন্টস গুলো সাথে সাথেই চলে/মুছে যাবে।

যেহেতু পোয়েন্টস গুলো পুরোনো পেমেন্ট একাউন্টে জমা হয়েছিলো সেহেতু সেগুলা আর ফিরে পাবেন নাহ।

গুগল হেল্পে যেয়ে দেখে নিতে পারেন স্পষ্টতো বলা আছে সেটা

এখানে দেখেন কোনো পোয়েন্টস ই শো করতেছে না
এমনকি প্লে পোয়েন্টস অপশনই নাই
তো, এখন আমরা এখন কিভাবেই বা সেটা রিকোভার করবো??
চলুন শুরু করি, আপনি আগে জানেন কোন কান্ট্রি থেকে আপনি প্রথমে আমার প্লে পোয়েন্টস শুরু করেছিলে, সেটা জানতে আপনি আপনার ঐ ইমেইল এর জিমেইল এ গিয়ে সার্চ করুন – Welcome to Google Play Points

সার্চ করলে দেখবেন যে আপনি প্রথম কবে কখন প্লে পোয়েন্টস জয়েন করেছিলেন, আর কোন দেশের কারেন্সি দিয়ে যদিও ইলিজিবল কান্ট্রি হতে হয় এর জন্য তাও সেটা একবার চেক করে নিতে পারেন এখান থেকে।
ধরেন আপনি ইন্ডিয়া কান্ট্রি দিয়ে প্লে একাউন্ট করেছিলেন তাহলে ঐটা দিয়ে নতুন করে আবার একটা প্লে একাউন্ট খুলেন।

এই কান্ট্রি গুলো গুগল প্লে পোয়েটস এর জন্য ব্যবহার করতে পারবেন

প্লে পোয়েটস একাউন্ট খুলতে এভাবে যান

জয়েন এ ক্লিক করুন, আপনাকে অবশ্যই কোনো কার্ড এড দিতে হবে একাউন্ট করতে তা হতে পারে কোনো ফেইক কার্ড, আমার কার্ড ও ছিলো আর ইতিসালাত পে ও ছিলো, যেহেতু আমার রিজিওন সংযুক্ত আরব আমিরাতের তাই আমি আপাতত ইতিসালাত পে এড করে প্লে পোয়েটস একাউন্ট করে নিলাম। আর জয়েন করলাম

যদিও পুরোনো পোয়েন্টস ব্যাক আসবে পুরোনো পেমেন্ট কান্ট্রি তে তাই এরোকম কোনো মেইল না আসতেও পারে কিন্তু তার পোয়েন্টস ১০০% আসবে, আমি এভাবেই পেয়েছি তাই ট্রিকস টি সবার সাথে শেয়ার করলাম

জয়েন সাকসেসফুল হলে এরকম একটি মেসেজ পাবেন
এখানে অবশ্যই খেয়াল রাখবেন ঐ যে আপনি সার্চ করেছিলেন কোন কান্ট্রির একাউন্টটি ব্যবহার করে প্লে পোয়েন্টস একাউন্ট জয়েন হয়েছিলেন সেই কান্ট্রি দিয়ে আবার নতুন করে প্লে একাউন্ট খুলুন, আর এখানেই ট্রিকস টা কাজে দিবে, সেইম কান্ট্রির এড্রেসে একাউট করে পূর্বের সব এড্রেসের একাউন্ট ডিলিট করে দিতে পারেন চাইলে রাখতেও পারেন তবে বাই ডিফল্ট হিসেবে ঐ কান্ট্রিটাই সিলেক্ট করে রাখুন তাতেই চলবে, ( ভালো হয় শুধু ঐ কান্ট্রি প্রোফাইল টাই শুধু রাখা)
বুমমমম – এবার প্লে স্টোরে ডুকে রিফ্রেশ করুন দেখেন আপনার পূর্বে যতো পয়েন্টেস নেওয়া হয়েছিলো তা সব ব্যাক করে দেওয়া হয়েছে।

সম্পূর্ণ ভাবে দেখিয়েছি কিভাবে কি করতে হয় আশা করি সবাই সেটা বুঝতে পেরেছেন।কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে প্রশ্ন করেন আমি বলে দিবো। অনেকদিন পরে যতোটুকু পেরেছি সুন্দর করে লিখে দিয়েছি, কোনো ভূল ত্রুটি হলে ক্ষমা করবেন।
আমার ওয়েব www.imrobinahmed.com
fb.me/imrobinahmed.me

The post কিভাবে গুগল প্লে পয়েন্টস রিকোভার করবেন – How To Recover Google Play Points appeared first on Trickbd.com.



source https://trickbd.com/tricks/1785037

Comments

Popular posts from this blog

জনপ্রিয় এনিমে Attack on Titan Season 1 & 2 হিন্দি ডাব | দেখুন ও ডাউনলোড করুন

Attack on Titan (Shingeki no Kyojin) হল এক জনপ্রিয় জাপানি এনিমে, যা বর্তমান সময়ে অনেক জনপ্রিয়। কিছু দিন আগেই এই এনিমেটির সিজন ১ ও ২ এর অফিশিয়াল হিন্দি ডাব রিলিজ হয়েছে। আপনি হিন্দি ডবে এই এনিমেটি দেখতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য! এই পোস্টটি থেকে আপনি বিনামূল্য এমিটিকে ডাউনলোড করে দেখতে পারবেন। Attack on Titan Season 1 হিন্দি ডাব Attack on Titan-এর প্রথম সিজনে আমরা দেখি, কীভাবে ইরেন ইয়েগার এবং তার বন্ধুরা ভয়ানক টাইটানদের বিরুদ্ধে লড়াই করে। হঠাৎ এক বিশাল আকারের টাইটান ওয়াল মারিয়া ভেঙে শহরে আক্রমণ চালায়, যা মানবজাতির জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। ইরেন প্রতিজ্ঞা করে, সে সমস্ত টাইটান ধ্বংস করবে এবং মানবতার প্রতিশোধ নেবে। সম্পূর্ণ এনিমেটিকে ডাউনলোড করে বিস্তারির কাহিনি দেখুন। সিজন ১ এর সরাসরি ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম – Pixeldrain Download Link – Zip File (5.30 GB) Mega – Zip FIle Attack on Titan Season 2 হিন্দি ডাব দ্বিতীয় সিজনে গল্প আরও রহস্যময় মোড় নেয়। নতুন নতুন টাইটানদের পরিচয় পাওয়া যায় এবং জানা যায় কিছু পরিচিত চরিত্ররাও আসলে টাইটান রূপান্তরিত। ইরেন ও তার দল মানব...

Glutathione – গায়ের রঙ ফর্সা করতে কার্যকারিতা, ব্যবহার এবং সাইড ইফেক্ট সম্পর্কে সবকিছু (Skin health)

আসসালামু আলাইকুম   আজকের আলোচনায় আমরা জানবো Glutathione  এর কার্যকারিতা, ব্যবহার, এবং সাইড ইফেক্ট নিয়ে। আশা করছি আপনাদের জন্য এটি উপকারী হবে।  Glutathione এর কাজ কি? (benefits of glutathione) গ্লুটাথিওয়ন বর্তমান সময়ে, বহুল জনপ্রিয় একটি সাপ্লিমেন্ট ত্বক ফর্সা ও উজ্জ্বল করার জন্য। এছাড়াও গ্লুটাথিওয়ন (Glutathione) নেওয়ার পর শরীরের ইমিউনিটি সিস্টেম বেড়ে যায়, লিভার ডিটক্স (পরিষ্কার হয়) এবং রক্তের বিভিন্ন দুষণ সমস্যা গুলোও ঠিক করে দেয়। দেখা গেছে যে, যাদের মুখের ত্বক, শরীরের অন্যান্য অংশ থেকে, কম উজ্জল হয়ে থাকে তাও এক রকম করে দেয় গ্লুটাথিওয়ন। এক কথায় সারা শরীরের ত্বকের উপর কাজ করে। এছাড়াও আমাদের ত্বক বেশী রোদ্রে যাওয়ার ফলে কালচে (ট্যান) হয়ে যায়, এটাও দ্রুত হিল করে গ্লুটাথিওয়ন। এমনকি শরীরের বিভিন্ন ক্ষত ও দ্রুত সারিয়ে তোলে গ্লুটাথিওয়ন এর পরিমান শরীরে বেশি থাকলে। তবে কসমেটিকস জগতে গ্লুটাথিওয়ন এর একটি ফলাফল হলো স্কিন উজ্জ্বল, ও ২/৩ সেড ফর্সা করা, যার কারনে এটি বহুল পরিচিত। এটি কি সবার জন্য কাজ করে? উত্তর হচ্ছে, অনেকটাই করে। তবে যাদের ত্বক অলরেডি উজ্জ্বল, তাদের ক্ষেত্রে এতট...

Capcut এ বাংলাতে লিখতে পারবেন এখন থেকে খুব সহজেই!!

আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা Capcut এপ এ বাংলা ফন্ট ব্যবহার কর‍তে পারবেন তাও আবার খুব সহজেই। আশা করবো পোস্টটি আপনাদের কাজে লাগবে। আপনারা জানেন Capcut একটা জনপ্রিয় ভিডিও এডিটিং এপ। ভিডিও এর পাশাপাশি Capcut এর বর্তমান আপডেট গুলোর দরুন এখন ফটো এডিটিং এও এই এপ এর প্রচুর ব্যবহার রয়েছে। এই এপটা খুবই জনপ্রিয় হওয়া সত্ত্বেও এই এপ এ বাংলা ফন্ট ব্যবহার করা যায় না। অনেকেই অনেক ভাবে চেষ্টা করেছেন হয় তো বাংলা ফন্ট ব্যবহার করার, কেউ পেরেছেন কেউ পারেন নি। আজকের পোস্ট টা তাদের জন্য যারা পূর্বে ব্যার্থ হয়েছিলেন। আমি ১০০% গ্যারান্টি দিচ্ছি, আজকের পোস্ট ফলো করলে আপনাদের Capcut এপ এ বাংলা ফন্ট ইউজ করতে কোনো সমস্যাই হবে না।   Capcut এপ এ বাংলা ফন্ট লেখার উপায় Capcut এপ এ বাংলা ফন্ট সরাসরি ব্যবহার করা যাবে না। তবে আপনাদের আমি আজকে যে ট্রিক্স দেখাবো সেটার মাধ্যমে একদম সহজেই Capcut এ আপনারা বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে এবার মূল কাজে চলে যাই। ১. প্রথমেই Cap...