
তো চলে এলাম আরো একটি ব্লগারের নতুন টুল নিয়ে। টুলটি হলো Html & Txt File Editor টুল। এই টুলটি তৈরি করতে অনেক সময় লেগে গেছে কেনোনা এটিতে অনেক সিস্টেম যুক্ত আছে যা নিচে বলবো এবং লাইভ ডেমো দেখাবো। তো চলুন শুরু করা যাক!
Html & Txt File Editor টুল
এই টুলটি হলো যে আপনি আপনার Html & txt ফাইল আপলোড দিয়ে সেটি এডিট করে আবার ডাউনলোড করতে পারবেন।
টুলটির ফিচারঃ
- সুন্দর ডিজাইন
- SVG আইকন এর ব্যবহার
- মোবাইল এবং ডেস্কটপ ফ্রেন্ডলি
- Editor (Undo & Redo) সিস্টেম
- Undo & Redo ডেস্কটপের Ctrl+Z & Ctrl+Y কাজ করবে
- File Name বদলাতে পারবেন
- Toast নোটিফিকেশন সিস্টেম
- Animatd Pop up, এডিটর ফুল স্ক্রিন
- ডাউনলোড সিস্টেম
এতো গুলো সিস্টেম করতে সময় লেগে গেছে অনেক। তো File Upload এ শুধু (.html) এবং (.txt) ফাইল সাপোর্ট করবে।
আমার দেওয়া প্রতিটি টুলস আপনার সাইট এর কেনো সমস্যা করবে না তাই নিরাপদের সাথে টুল গুলো যুক্ত করতে পারেন!
লাইভ ডেমোঃ
তো আসলেই কি এমন সিস্টেম আছে কি না নিজের লাইভ ডেমো দেখে আসুন!
কিভাবে টুলটি ব্লগারে যুক্ত করবেন?
টুল তৈরি জন্য অবশ্যই পেজ তৈরি করা লাগে।
তো প্রথমে ব্লগার ডাসবোর্ডে যান।
এখন নিচের কোডটি কপি করুন! তারপর Html File Editor নাম এবং কোডগুলো বসিয়ে পেজ পাবলিশ করুন।
এখন পেজে ভিসিট করুন!
The post কিভাবে ব্লগারে Html & Txt File Edior টুল তৈরি করবেন? appeared first on Trickbd.com.
source https://trickbd.com/blogger/3057570
Comments
Post a Comment