Skip to main content

পাসপোর্ট করতে কি কি লাগে? বিস্তারিত!!

পাসপোর্ট করতে কি কি লাগে? এই আর্টিকেলে আমি ২০২৫ সালের সর্বশেষ নিয়মাবলি, প্রয়োজনীয় কাগজপত্র ও অনলাইন আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরছি।

অনেকেই আছেন যারা পাসপোর্ট করাতে চান। তবে এই পাসপোর্ট করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ডুকুমেন্টের প্রয়োজন। এসকল ডকুমেন্ট ছাড়া পাসপোর্ট করা সম্ভব নয়। বর্তমানে ই-পাসপোর্টের সুবিধা সরকার চালু করেছে। এর ফলে ঘরে বসে সকল তথ্য পূরণ করে পাসপোর্টের জন্য আবেদন করা যায়। এছাড়া ই-পাসপোর্টে বায়োমেট্রিক সকল তথ্য সংযুক্ত থাকে।

ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী

  1. আবেদন ফরম শুধুমাত্র অনলাইনে পূরণ করতে হবে: https://www.epassport.gov.bd
  2. কাগজপত্র বা ছবি সত্যায়নের প্রয়োজন নেই।
  3. আবেদন ফরমে ছবি সংযুক্ত করার প্রয়োজন নেই, ছবি বায়োমেট্রিকের সময় তোলা হবে।
  4. ফরম পূরণের সময় NID বা অনলাইন জন্মনিবন্ধন (BRC – English version) অনুযায়ী তথ্য দিতে হবে। জন্ম নিবন্ধন অনলাইন কিনা তা জানার জন্য অবশ্যই জন্ম নিবন্ধন যাচাই করে নিবেন।
  5. ১৮ বছরের নিচে হলে পিতা/মাতার NID নম্বর বাধ্যতামূলক।
  6. বয়স অনুযায়ী কাগজপত্র দাখিলের নিয়ম:
    1. ১৮ বছরের নিচে: জন্মনিবন্ধন সনদ (BRC English version)
    2. ১৮-২০ বছর: NID অথবা BRC
    3. ২০ বছরের বেশি: অবশ্যই NID (বিদেশে আবেদন হলে BRC গ্রহণযোগ্য
  7. দত্তক/অভিভাবকত্বের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ দাখিল করতে হবে।
  8. আবেদনের সময় সব তারকাচিহ্নিত তথ্য পূরণ করতে হবে।
  9. আবেদন করতে হবে ঠিকানানুযায়ী নির্ধারিত পাসপোর্ট অফিসে বা বিদেশস্থ মিশনে।
  10. ১৮ বছরের নিচের আবেদনের ক্ষেত্রে ৫ বছরের মেয়াদ ও ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ইস্যু হবে।
  11. ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভারদের ক্ষেত্রে প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদ আপলোড করতে হবে।
  12. চাকরিজীবীদের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি আদেশ (GO), NOC, PRL Order বা পেনশন বই দাখিল বাধ্যতামূলক।
  13. বিবাহিত হলে বিবাহ সনদ বা নিকাহনামা, তালাকপ্রাপ্ত হলে তালাকনামা দিতে হবে।
  14. দেশীয় আবেদনকারীদের ফি-এর সাথে VAT এবং অন্যান্য চার্জ যুক্ত হবে।
  15. কূটনৈতিক পাসপোর্টের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার উইং বরাবর আবেদন করতে হবে।
  16. বিদেশে আবেদন করলে, ঠিকানার স্থানে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা লিখতে হবে।
  17. অতি জরুরি পাসপোর্টের ক্ষেত্রে নিজ দায়িত্বে পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করে দাখিল করতে হবে।
  18. পুলিশ ক্লিয়ারেন্স সহ আবেদন করলে:
    1. অতি জরুরি: ২ কর্মদিবসে
    2. জরুরি: ৭ কর্মদিবসে
    3. সাধারণ: ১৫ কর্মদিবসে পাসপোর্ট ইস্যু হবে
  19. আবেদনকালে মূল NID/BRC, টেকনিক্যাল সনদ, GO/NOC ইত্যাদি প্রদর্শন/দাখিল করতে হবে।
  20. রি-ইস্যুর ক্ষেত্রে পুরাতন পাসপোর্ট জমা দিতে হবে।
  21. হারানো পাসপোর্টের ক্ষেত্রে জিডির কপি ও পুরাতন পাসপোর্টের ফটোকপি দিতে হবে।
  22. ৬ বছরের নিচের শিশুদের জন্য 3R সাইজের ল্যাব প্রিন্ট ছবি জমা দিতে হবে (গ্রে ব্যাকগ্রাউন্ড)।

ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

সাধারণ কাগজপত্র:

  • অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি
  • জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম নিবন্ধন সনদ (BRC – English version) | অবশ্যই জন্ম নিবন্ধন অফিস থেকে সংগ্রহ করবেন।
  • আবেদন ফরম (অনলাইন পূরণযোগ্য)
  • পাসপোর্টের নির্ধারিত ফি জমার রশিদ
  • পিতা/মাতার NID কপি (১৮ বছরের নিচে)
  • বিবাহিত হলে স্বামী/স্ত্রীর NID কপি
  • পেশার প্রমাণ (চাকরির আইডি, স্টুডেন্ট কার্ড ইত্যাদি)
  • বর্তমান ঠিকানার প্রমাণ (বিদ্যুৎ/গ্যাস/পানি বিল ইত্যাদি)

বিশেষ ক্ষেত্রে কাগজপত্র:

  • হারানো পাসপোর্টের ক্ষেত্রে জিডির কপি ও ফটোকপি
  • দত্তক হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ
  • পেশাগত সনদ (ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি
  • রি-ইস্যু হলে পুরাতন পাসপোর্ট
  • সরকারি চাকরি হলে GO/NOC/PRL Order/Pension Book

ই-পাসপোর্ট ফি (২০২৫)

টাইপ মেয়াদ পৃষ্ঠা সংখ্যা ফি (টাকা) সময়সীমা
সাধারণ ৫ বা ১০ বছর ৪৮/৬৪ পৃষ্ঠা ৳৫৭৫০ – ৮৬২৫ ১৫ কার্যদিবস
জরুরি ৫ বা ১০ বছর ৪৮/৬৪ পৃষ্ঠা ৳৮০৫০ – ১০৩৫০ ৭ কার্যদিবস
অতি জরুরি ৫ বা ১০ বছর ৪৮/৬৪ পৃষ্ঠা ৳১০৫০০ – ১২৫০০ ২ কার্যদিবস

* ফি-এর সঙ্গে VAT ও অন্যান্য চার্জ প্রযোজ্য।

উপসংহার

বর্তমানে ই-পাসপোর্ট করা অনেক সহজ এবং আধুনিক। আপনি যদি জানতে চান “ই-পাসপোর্ট করতে কি কি লাগে“, তাহলে উপরের গাইডলাইন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন আবেদন প্রক্রিয়া অনুসরণ করলেই খুব সহজে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং কোন দালালের সহায়তা ছাড়া নিজেই আবেদন করুন।

The post পাসপোর্ট করতে কি কি লাগে? বিস্তারিত!! appeared first on Trickbd.com.



source https://trickbd.com/guidelines/3059681

Comments

Popular posts from this blog

জনপ্রিয় এনিমে Attack on Titan Season 1 & 2 হিন্দি ডাব | দেখুন ও ডাউনলোড করুন

Attack on Titan (Shingeki no Kyojin) হল এক জনপ্রিয় জাপানি এনিমে, যা বর্তমান সময়ে অনেক জনপ্রিয়। কিছু দিন আগেই এই এনিমেটির সিজন ১ ও ২ এর অফিশিয়াল হিন্দি ডাব রিলিজ হয়েছে। আপনি হিন্দি ডবে এই এনিমেটি দেখতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য! এই পোস্টটি থেকে আপনি বিনামূল্য এমিটিকে ডাউনলোড করে দেখতে পারবেন। Attack on Titan Season 1 হিন্দি ডাব Attack on Titan-এর প্রথম সিজনে আমরা দেখি, কীভাবে ইরেন ইয়েগার এবং তার বন্ধুরা ভয়ানক টাইটানদের বিরুদ্ধে লড়াই করে। হঠাৎ এক বিশাল আকারের টাইটান ওয়াল মারিয়া ভেঙে শহরে আক্রমণ চালায়, যা মানবজাতির জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। ইরেন প্রতিজ্ঞা করে, সে সমস্ত টাইটান ধ্বংস করবে এবং মানবতার প্রতিশোধ নেবে। সম্পূর্ণ এনিমেটিকে ডাউনলোড করে বিস্তারির কাহিনি দেখুন। সিজন ১ এর সরাসরি ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম – Pixeldrain Download Link – Zip File (5.30 GB) Mega – Zip FIle Attack on Titan Season 2 হিন্দি ডাব দ্বিতীয় সিজনে গল্প আরও রহস্যময় মোড় নেয়। নতুন নতুন টাইটানদের পরিচয় পাওয়া যায় এবং জানা যায় কিছু পরিচিত চরিত্ররাও আসলে টাইটান রূপান্তরিত। ইরেন ও তার দল মানব...

Glutathione – গায়ের রঙ ফর্সা করতে কার্যকারিতা, ব্যবহার এবং সাইড ইফেক্ট সম্পর্কে সবকিছু (Skin health)

আসসালামু আলাইকুম   আজকের আলোচনায় আমরা জানবো Glutathione  এর কার্যকারিতা, ব্যবহার, এবং সাইড ইফেক্ট নিয়ে। আশা করছি আপনাদের জন্য এটি উপকারী হবে।  Glutathione এর কাজ কি? (benefits of glutathione) গ্লুটাথিওয়ন বর্তমান সময়ে, বহুল জনপ্রিয় একটি সাপ্লিমেন্ট ত্বক ফর্সা ও উজ্জ্বল করার জন্য। এছাড়াও গ্লুটাথিওয়ন (Glutathione) নেওয়ার পর শরীরের ইমিউনিটি সিস্টেম বেড়ে যায়, লিভার ডিটক্স (পরিষ্কার হয়) এবং রক্তের বিভিন্ন দুষণ সমস্যা গুলোও ঠিক করে দেয়। দেখা গেছে যে, যাদের মুখের ত্বক, শরীরের অন্যান্য অংশ থেকে, কম উজ্জল হয়ে থাকে তাও এক রকম করে দেয় গ্লুটাথিওয়ন। এক কথায় সারা শরীরের ত্বকের উপর কাজ করে। এছাড়াও আমাদের ত্বক বেশী রোদ্রে যাওয়ার ফলে কালচে (ট্যান) হয়ে যায়, এটাও দ্রুত হিল করে গ্লুটাথিওয়ন। এমনকি শরীরের বিভিন্ন ক্ষত ও দ্রুত সারিয়ে তোলে গ্লুটাথিওয়ন এর পরিমান শরীরে বেশি থাকলে। তবে কসমেটিকস জগতে গ্লুটাথিওয়ন এর একটি ফলাফল হলো স্কিন উজ্জ্বল, ও ২/৩ সেড ফর্সা করা, যার কারনে এটি বহুল পরিচিত। এটি কি সবার জন্য কাজ করে? উত্তর হচ্ছে, অনেকটাই করে। তবে যাদের ত্বক অলরেডি উজ্জ্বল, তাদের ক্ষেত্রে এতট...

Capcut এ বাংলাতে লিখতে পারবেন এখন থেকে খুব সহজেই!!

আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা Capcut এপ এ বাংলা ফন্ট ব্যবহার কর‍তে পারবেন তাও আবার খুব সহজেই। আশা করবো পোস্টটি আপনাদের কাজে লাগবে। আপনারা জানেন Capcut একটা জনপ্রিয় ভিডিও এডিটিং এপ। ভিডিও এর পাশাপাশি Capcut এর বর্তমান আপডেট গুলোর দরুন এখন ফটো এডিটিং এও এই এপ এর প্রচুর ব্যবহার রয়েছে। এই এপটা খুবই জনপ্রিয় হওয়া সত্ত্বেও এই এপ এ বাংলা ফন্ট ব্যবহার করা যায় না। অনেকেই অনেক ভাবে চেষ্টা করেছেন হয় তো বাংলা ফন্ট ব্যবহার করার, কেউ পেরেছেন কেউ পারেন নি। আজকের পোস্ট টা তাদের জন্য যারা পূর্বে ব্যার্থ হয়েছিলেন। আমি ১০০% গ্যারান্টি দিচ্ছি, আজকের পোস্ট ফলো করলে আপনাদের Capcut এপ এ বাংলা ফন্ট ইউজ করতে কোনো সমস্যাই হবে না।   Capcut এপ এ বাংলা ফন্ট লেখার উপায় Capcut এপ এ বাংলা ফন্ট সরাসরি ব্যবহার করা যাবে না। তবে আপনাদের আমি আজকে যে ট্রিক্স দেখাবো সেটার মাধ্যমে একদম সহজেই Capcut এ আপনারা বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে এবার মূল কাজে চলে যাই। ১. প্রথমেই Cap...