Skip to main content

মাত্র ৩$ খরচ করে নিয়ে নেন redotpay ডুয়াল কারেন্সী ইন্টারন্যাশনাল মাস্টারকার্ড। সময় সীমিত।

NB: এই পোস্ট টি refer পাওয়ার্ উপদ্দেশ্যে করা।  সুদভিত্তিক ব্যাঙ্কিং সিস্টেম পুরোটা হারাম।  তবে টাকা জমা না রেখে ডাইরেক্ট কার্ড এ ডেপসিতে করে কিছু কিনলে হালাল হবে কি না আমার জানা নাই।  এবেপারে সকলের মতামত কমেন্ট এ চাই।  এবং তার ওপরে ভিত্তি করে পোস্ট ডিলিট করা হবে বা  রাখা হবে।  আপনারা যারা নিবেন তারাও চেষ্টা করবেন ব্যাঙ্ক এ কখনো টাকা জমিয়ে না রাখার।  হয় asset কিনে রাখেন বা gold  বা বিসনেস এ লাগান এতে করে বারকাত থাকবে ইন বা আল্লাহ।  এবং redotpay  তে আপনার একাউন্ট এর জন্য কোনো প্রকার এর গুনাহ এর জন্য কিয়ামত এর দিন আমি দায়ী থাকতে চাই না।  তাই যা করবেন বুঝে শুনে কইরেন।  আমার দোষ দিয়েন না আল্লাহর কাছে।  🙂

 

অনেকদিন থেকেই একটা কার্ড খুজতেসিলাম কিছু ট্রায়াল নেওয়ার জন্য। আজকে ব্যাঙ্ক ও গিয়েছিলাম support এ কথা বলে। আশাহত হয়ে ফিরে আসলাম শুধু।  dbbl বলেন আর যেই ব্যাঙ্ক এই বলেন প্রায় সব ব্যাঙ্ক এরই কিছু না কিছু চার্জ লাগে কার্ড এর + একাউন্ট এর  প্রতি বছর।  যা আমাদের মতো গরিব এর দেওয়া সম্ভব না।  মূলত দিতে মন চায় না।এজন্যই ভাবলাম redotpay দেখি তারপর এসে নিয়ে নিলাম খুব সহজে।  এতো সহজ হবে ভাবতেও পারিনি।  অথচ আজকের সারাদিন নষ্ট হয়ে গেলো ব্যাঙ্ক এ বসে থেকে।  

 

redotpay এর সম্পর্কে সবাই জানে।  বলার কিছু নাই।  এতে কোনো ইয়ারলি চার্জ নাই।  পুরোটা ভার্চুয়াল তাই অনেকটাই সিকিউর।  আর freez , limit এর অপসন ও রয়েছে।  যারা কার্ড কাজের জন্য বেবহার করবেন তাদের জন্য ভালো।  আর যারা শো অফ করতে চান তারা একটা সিঙ্গেল currency স্টুডেন্ট free একটা ব্যাঙ্ক থেকে নিয়ে করেন সমস্যা নাই।  আমার মনে আছে আমি ৪ -৫ বছর আগে খুবই চিন্তিত ছিলাম ফ্রীল্যান্কিং করবো কিকভাবে কার্ড ই তো নাই।

 

 

এই কার্ড আপনি international ecommerce , facebook ads এমন জায়গা যেখানে কার্ড দিয়ে কেনা লাগে সেখানে use করতে পারবেন।  এক কথা dual কারেন্সী যা আরকি।

 

 সেইসব নিয়ে পরে বলা যাবে ইচ্ছা থাকলে।  আগে আজকে আপনাদের খুব তাড়াতাড়ি ১০ ডলার এর কার্ড ৩$ এ নিয়ে দেয়।  পোস্ট ছোট হবে কারণ সময় কম।  আজকের মধ্যেই প্রমো কোড শেষ হয়ে যাবে হয়তো।  

 

তাই আর বেশি কিছু না বলে শুরু করি।  

 

প্রথমে redotpay প্লে স্টোরে থেকে ইনস্টল করে নেন।  

 

এইবার signup করার সময় আমার refer কোড তা বসায় দেন. এতে করে আপনি পাবেন ৫$ ফ্রি।  (আর after u buy card আমি পাবো ২$ হেহে ) 

refer:

q3gtp

 

or for them who are using a browser/pc : https://url.hk/i/en/q3gtp

 

 

এইবার আপনি সব ভ্যারিফিকেশন শেষ করে কার্ড এপলাই করেন।  

 

 

ভার্চুয়াল কার্ড সিলেক্ট করে promo code  বসান :

 

20OFF2025

এতে ১০$ এর কার্ড এ ২০% ডিসকাউন্ট পেয়ে যাবেন।  আর কার্ড এর দাম হয়ে যাবে  ৮$

 

এখন বিন্যান্স থেকে ডিপোজিট করেন ৮ $ .  বিন্যান্স না থাকলে আমাকে মেসেজ দেন গ্রুপ থেকে করে দিবো এখন ইন বা আল্লাহ। (dollar rate negotiable )

 

এখন ক্যালকুলেশন করেন।

 

কার্ড এর দাম          -৮$

রেফার বোনাস       +৫$

——————————

টোটাল লাগলো        ৩$

 

এখন বলি কিকভাবে $৫ উইথড্র দিবেন। 
এই ৫$ আপনি বিকাশ বা ক্রিপ্টো তে নিতে পারবেন না।  আপনাকে কোথাও কিনতে হবে কিছু। 

So , আমরা যদি cash চাই তার অনেক way আছে।  যেমন বিকাশ মার্চেন্ট।  যেকোনো বিকাশে মার্চেন্ট একাউন্ট থেকে আপনি কার্ড দিয়ে পে করে টাকা বের করে নিতে পারবেন।  

 

এই $৫ এর মেয়াদ থাকবে ৩০ দিন। এর আগেই use করতে হবে।  

আর যেকোনো সমস্যার জন্য গ্রুপ এর লিংক দিলাম join কইরেন :

t.me/unknownintellect

The post মাত্র ৩$ খরচ করে নিয়ে নেন redotpay ডুয়াল কারেন্সী ইন্টারন্যাশনাল মাস্টারকার্ড। সময় সীমিত। appeared first on Trickbd.com.



source https://trickbd.com/cryptocurrency/3055768

Comments

Popular posts from this blog

জনপ্রিয় এনিমে Attack on Titan Season 1 & 2 হিন্দি ডাব | দেখুন ও ডাউনলোড করুন

Attack on Titan (Shingeki no Kyojin) হল এক জনপ্রিয় জাপানি এনিমে, যা বর্তমান সময়ে অনেক জনপ্রিয়। কিছু দিন আগেই এই এনিমেটির সিজন ১ ও ২ এর অফিশিয়াল হিন্দি ডাব রিলিজ হয়েছে। আপনি হিন্দি ডবে এই এনিমেটি দেখতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য! এই পোস্টটি থেকে আপনি বিনামূল্য এমিটিকে ডাউনলোড করে দেখতে পারবেন। Attack on Titan Season 1 হিন্দি ডাব Attack on Titan-এর প্রথম সিজনে আমরা দেখি, কীভাবে ইরেন ইয়েগার এবং তার বন্ধুরা ভয়ানক টাইটানদের বিরুদ্ধে লড়াই করে। হঠাৎ এক বিশাল আকারের টাইটান ওয়াল মারিয়া ভেঙে শহরে আক্রমণ চালায়, যা মানবজাতির জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। ইরেন প্রতিজ্ঞা করে, সে সমস্ত টাইটান ধ্বংস করবে এবং মানবতার প্রতিশোধ নেবে। সম্পূর্ণ এনিমেটিকে ডাউনলোড করে বিস্তারির কাহিনি দেখুন। সিজন ১ এর সরাসরি ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম – Pixeldrain Download Link – Zip File (5.30 GB) Mega – Zip FIle Attack on Titan Season 2 হিন্দি ডাব দ্বিতীয় সিজনে গল্প আরও রহস্যময় মোড় নেয়। নতুন নতুন টাইটানদের পরিচয় পাওয়া যায় এবং জানা যায় কিছু পরিচিত চরিত্ররাও আসলে টাইটান রূপান্তরিত। ইরেন ও তার দল মানব...

Glutathione – গায়ের রঙ ফর্সা করতে কার্যকারিতা, ব্যবহার এবং সাইড ইফেক্ট সম্পর্কে সবকিছু (Skin health)

আসসালামু আলাইকুম   আজকের আলোচনায় আমরা জানবো Glutathione  এর কার্যকারিতা, ব্যবহার, এবং সাইড ইফেক্ট নিয়ে। আশা করছি আপনাদের জন্য এটি উপকারী হবে।  Glutathione এর কাজ কি? (benefits of glutathione) গ্লুটাথিওয়ন বর্তমান সময়ে, বহুল জনপ্রিয় একটি সাপ্লিমেন্ট ত্বক ফর্সা ও উজ্জ্বল করার জন্য। এছাড়াও গ্লুটাথিওয়ন (Glutathione) নেওয়ার পর শরীরের ইমিউনিটি সিস্টেম বেড়ে যায়, লিভার ডিটক্স (পরিষ্কার হয়) এবং রক্তের বিভিন্ন দুষণ সমস্যা গুলোও ঠিক করে দেয়। দেখা গেছে যে, যাদের মুখের ত্বক, শরীরের অন্যান্য অংশ থেকে, কম উজ্জল হয়ে থাকে তাও এক রকম করে দেয় গ্লুটাথিওয়ন। এক কথায় সারা শরীরের ত্বকের উপর কাজ করে। এছাড়াও আমাদের ত্বক বেশী রোদ্রে যাওয়ার ফলে কালচে (ট্যান) হয়ে যায়, এটাও দ্রুত হিল করে গ্লুটাথিওয়ন। এমনকি শরীরের বিভিন্ন ক্ষত ও দ্রুত সারিয়ে তোলে গ্লুটাথিওয়ন এর পরিমান শরীরে বেশি থাকলে। তবে কসমেটিকস জগতে গ্লুটাথিওয়ন এর একটি ফলাফল হলো স্কিন উজ্জ্বল, ও ২/৩ সেড ফর্সা করা, যার কারনে এটি বহুল পরিচিত। এটি কি সবার জন্য কাজ করে? উত্তর হচ্ছে, অনেকটাই করে। তবে যাদের ত্বক অলরেডি উজ্জ্বল, তাদের ক্ষেত্রে এতট...

Capcut এ বাংলাতে লিখতে পারবেন এখন থেকে খুব সহজেই!!

আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা Capcut এপ এ বাংলা ফন্ট ব্যবহার কর‍তে পারবেন তাও আবার খুব সহজেই। আশা করবো পোস্টটি আপনাদের কাজে লাগবে। আপনারা জানেন Capcut একটা জনপ্রিয় ভিডিও এডিটিং এপ। ভিডিও এর পাশাপাশি Capcut এর বর্তমান আপডেট গুলোর দরুন এখন ফটো এডিটিং এও এই এপ এর প্রচুর ব্যবহার রয়েছে। এই এপটা খুবই জনপ্রিয় হওয়া সত্ত্বেও এই এপ এ বাংলা ফন্ট ব্যবহার করা যায় না। অনেকেই অনেক ভাবে চেষ্টা করেছেন হয় তো বাংলা ফন্ট ব্যবহার করার, কেউ পেরেছেন কেউ পারেন নি। আজকের পোস্ট টা তাদের জন্য যারা পূর্বে ব্যার্থ হয়েছিলেন। আমি ১০০% গ্যারান্টি দিচ্ছি, আজকের পোস্ট ফলো করলে আপনাদের Capcut এপ এ বাংলা ফন্ট ইউজ করতে কোনো সমস্যাই হবে না।   Capcut এপ এ বাংলা ফন্ট লেখার উপায় Capcut এপ এ বাংলা ফন্ট সরাসরি ব্যবহার করা যাবে না। তবে আপনাদের আমি আজকে যে ট্রিক্স দেখাবো সেটার মাধ্যমে একদম সহজেই Capcut এ আপনারা বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে এবার মূল কাজে চলে যাই। ১. প্রথমেই Cap...