Skip to main content

[New Tool] রুট মোবাইল দিয়ে কিভাবে Wi-Fi পাসওয়ার্ড হ্যাক করবেন💥Root Mobile Only

ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং ও অডিটিং-এর জন্য রুটেড অ্যান্ড্রয়েডের অসাধারণ টুল: W8RootWifiHK!

হ্যালো ট্রিকবিডিয়ানস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।

আজ আপনাদের জন্য একটি দারুণ এবং কার্যকরী টুল নিয়ে হাজির হয়েছি,। যারা অ্যান্ড্রয়েড রুটেড ডিভাইস ব্যবহার করেন এবং ওয়াইফাই নেটওয়ার্ক অডিটিং বা পেনিট্রেশন টেস্টিং নিয়ে আগ্রহী, তাদের জন্য এটি খুবই কাজে আসবে। টুলটির নাম হচ্ছে W8RootWifiHK

এই টুলটি মূলত রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইসে টার্মক্স (Termux) ব্যবহার করে ওয়াইফাই সংশ্লিষ্ট বিভিন্ন কাজ করতে সাহায্য করে। এটি Wi-Fi , Pixie Dust attack ইত্যাদি টুলগুলোকে একসাথে একটি ইউজার-ফ্রেন্ডলি প্যাকেজে নিয়ে এসেছে, যাতে আপনি সহজেই কাজগুলো সম্পাদন করতে পারেন।

🔍 W8RootWifiHK টুল কী?

এটি একটি  Termux এর মাধ্যমে চালানো যায়। এতে আপনি পাবেন:

✅ Network Scanning
✅ WPA/WPA2  Capture
✅ Dictionary Attack দিয়ে Password Crack
✅ User-friendly Menu & Automation
রুটেড Android ডিভাইসে সর্বোচ্চ পারফর্মেন্সের জন্য অপ্টিমাইজড

🧰 প্রয়োজনীয় সরঞ্জাম:

  • ✅ একটি রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইস
  • ✅ Termux অ্যাপ… Click To Download  
  • ✅ BusyBox Free_64 (Optional)… Click To Download
  • ✅ ইন্টারনেট কানেকশন (ইনস্টলেশনের সময়)
  • ✅ (ঐচ্ছিক) Internal Wi-Fi  মনিটর মোড  সাপোর্ট করে

🧠 BusyBox কীভাবে কাজ করে?

BusyBox মূলত Android-এর টার্মিনাল সিস্টেমকে আরো শক্তিশালী করে তোলে। এটি Linux-এর অনেক কমান্ড সাপোর্ট করে, যেমন:

  • ifconfig – নেটওয়ার্ক ইন্টারফেস চেক করতে
  • iwconfig – ওয়্যারলেস ম্যানেজমেন্ট
  • reboot, ping, wget, arp, crontab, mount ইত্যাদি

🔥 W8RootWifiHK টুলেও BusyBox-এর কিছু কমান্ড দরকার হয়, বিশেষ করে when running airodump-ng বা deauth attack। তাই BusyBox ইনস্টল না থাকলে টুলটি অনেক ক্ষেত্রে কাজ নাও করতে পারে।

📲 কিভাবে BusyBox ইনস্টল করবেন:

🛠 ধাপ ১: BusyBox অ্যাপ ডাউনলোড করুন

“BusyBox  অ্যাপটি ইনস্টল করুন:

🔗 BusyBox অ্যাপ লিংক

⚙ ধাপ ২: অ্যাপ ওপেন করে রুট পারমিশন দিন

  • অ্যাপটি ওপেন করলে এটি রুট পারমিশন চাইবে। অনুমতি দিন।

  • তারপর কিছুক্ষণ স্ক্যান করবে এবং দেখাবে কোন BusyBox ফাইল সাপোর্ট করছে।

📥 ধাপ ৩: BusyBox ইনস্টল করুন

  • “Install” বাটনে ক্লিক করুন।

এটি /system/xbin/ বা /system/bin/ এ BusyBox ইনস্টল করবে।

✅ ইনস্টল শেষ হলে আপনি Termux বা যেকোনো টুলে BusyBox কমান্ড ইউজ করতে পারবেন।

⚙ ইনস্টলেশন ও ব্যবহার (Step by Step):

📱 ১. Termux ওপেন করে প্যাকেজ আপডেট দিন:

pkg update && pkg upgrade -y

📦 ২. Git ইনস্টল করুন (যদি আগে ইনস্টল না করা থাকে):

pkg install git -y

🐍 ৩. Python ইনস্টল করুন:

pkg install python -y

🌐 ৪. GitHub থেকে টুলটি ক্লোন করুন:

git clone https://github.com/W8SOJIB/W8RootWifiHK

📁 ৫. ডিরেক্টরিতে যান:

cd W8RootWifiHK

 
ls

🔑 ৬. রান পারমিশন দিন:

chmod +x oneshot.py


ls 

৬. রান পারমিশন দিন:

🔧 অটো ইনস্টলার কেন ব্যবহার করবেন?
✅ এর মাধ্যমে আপনি সহজেই শর্টকাটে WiFi হ্যাকিং ইন্টারফেস চালু করতে পারবেন।
🖥 আর আলাদা করে প্রতিবার কমান্ড লিখতে হবে না — সবকিছু হবে এক ক্লিকে!

bash installer.sh

👉 এই অটো ইনস্টলার ব্যবহারের ফলে, আপনার হোম ডিরেক্টরিতে একটি .bash ফাইল তৈরি হবে।


📁 সেই ফাইলটি একবার রান করলেই সরাসরি WiFi হ্যাকিং ইন্টারফেস চালু হয়ে যাবে।
💻 আপনি সেখান থেকে সহজেই WiFi নেটওয়ার্ক সিলেক্ট করে হ্যাকিং শুরু করতে পারবেন।

📂 যদি অটোমেটিকভাবে স্টোরেজ পারমিশন না চায়, তাহলে ম্যানুয়ালি পারমিশন দিয়ে নিন।

🔐 অবশ্যই আপনারা রুট পারমিশন দিয়ে দেবেন। টার্মাক্সে রুট পারমিশন দেওয়ার জন্য যাদের ম্যাজিস্ক ম্যানেজার (Magisk Manager) আছে, তারা প্রথমে ম্যাজিস্ক ম্যানেজার ওপেন করবেন।  তারপর Superuser অপশনে গিয়ে টার্মাক্স-কে অনুমতি (Allow) দিবেন। এরপর টার্মাক্স রুট এক্সেস পাবে।

🌐 এই টুলটি ভালোভাবে কাজ করবে যদি আপনি আপনার মোবাইলের সেটিংসে গিয়ে ওয়াই-ফাই বন্ধ করে রাখেন।

  • যেগুলো আপনি ইন্টারফেসের ভিতরে সবুজ রঙে দেখতে পাচ্ছেন, সেগুলোই সবচেয়ে বেশি হ্যাক করা সম্ভব। বিশেষ করে TP-Link এর TL সিরিজের রাউটারগুলো সবচেয়ে ভালোভাবে হ্যাক হয়।

এখানে আপনি দেখতে পাচ্ছেন যে, চার নম্বর ওয়াইফাইটির নাম ‘RUHUL’। আমি ওই ওয়াইফাইটি হ্যাক করতে চাই, তাই আমি এখানে ‘4’ লিখবো।

  • দেখতে পাচ্ছেন এখানে রাহুলের ওয়াইফাই পাসওয়ার্ড 🔑 এবং WPS পিন 📶 এসেছে।

এখন আমি দেখাবো কিভাবে আপনারা এডভান্সভাবে হ্যাক করবেন যেগুলো সাধারণভাবে হ্যাক হয় না। মূলত আমরা এই টুলের মাধ্যমে ব্রুট ফোর্স আক্রমণ করব। ব্রুট ফোর্স বলতে বুঝানো হচ্ছে WPS পিন ব্রুট ফোর্স—যেটা কোনো ওয়াইফাই পাসওয়ার্ড সরাসরি মারবে না, বরং ডিরেক্টলি WPS পিনের ওপর আক্রমণ করবে।

cd W8RootWifiHK

ls

sudo python oneshot.py -i wlan0 -K

এখন আমরা BSSID কপি করব, যা দেখতে কিছুটা MAC অ্যাড্রেসের মতো হবে।

তারপর আমরা Ctrl + C চাপব, এতে টুলটি বন্ধ হয়ে যাবে।

তারপর আমরা cd কমান্ড দিয়ে হোম ডিরেক্টরিতে চলে যাব।

Exmple: sudo python oneshot.py -i wlan0 -b B4:0F:3B:57:F0:90 -B

আর প্রোসেসটি একটু সময় নিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত কাজ করবে।
আজকের আমার পোস্ট এখানেই শেষ। পোস্টটা যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর পারলে শেয়ার করে দিবেন।
এটি আমার তৃতীয় নাম্বারের পোস্ট।
আমার সাথে যোগাযোগ করতে চাইলে, আমার টেলিগ্রাম আইডি হলো: @W8SOJIB
কোনো সমস্যা হলে মেসেজ দিতে পারেন, নিশ্চয়ই আমি রিপ্লাই দিবো। 🙌✨






The post [New Tool] রুট মোবাইল দিয়ে কিভাবে Wi-Fi পাসওয়ার্ড হ্যাক করবেন💥Root Mobile Only appeared first on Trickbd.com.



source https://trickbd.com/apps-review/termux/3057120

Comments

Popular posts from this blog

জনপ্রিয় এনিমে Attack on Titan Season 1 & 2 হিন্দি ডাব | দেখুন ও ডাউনলোড করুন

Attack on Titan (Shingeki no Kyojin) হল এক জনপ্রিয় জাপানি এনিমে, যা বর্তমান সময়ে অনেক জনপ্রিয়। কিছু দিন আগেই এই এনিমেটির সিজন ১ ও ২ এর অফিশিয়াল হিন্দি ডাব রিলিজ হয়েছে। আপনি হিন্দি ডবে এই এনিমেটি দেখতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য! এই পোস্টটি থেকে আপনি বিনামূল্য এমিটিকে ডাউনলোড করে দেখতে পারবেন। Attack on Titan Season 1 হিন্দি ডাব Attack on Titan-এর প্রথম সিজনে আমরা দেখি, কীভাবে ইরেন ইয়েগার এবং তার বন্ধুরা ভয়ানক টাইটানদের বিরুদ্ধে লড়াই করে। হঠাৎ এক বিশাল আকারের টাইটান ওয়াল মারিয়া ভেঙে শহরে আক্রমণ চালায়, যা মানবজাতির জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। ইরেন প্রতিজ্ঞা করে, সে সমস্ত টাইটান ধ্বংস করবে এবং মানবতার প্রতিশোধ নেবে। সম্পূর্ণ এনিমেটিকে ডাউনলোড করে বিস্তারির কাহিনি দেখুন। সিজন ১ এর সরাসরি ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম – Pixeldrain Download Link – Zip File (5.30 GB) Mega – Zip FIle Attack on Titan Season 2 হিন্দি ডাব দ্বিতীয় সিজনে গল্প আরও রহস্যময় মোড় নেয়। নতুন নতুন টাইটানদের পরিচয় পাওয়া যায় এবং জানা যায় কিছু পরিচিত চরিত্ররাও আসলে টাইটান রূপান্তরিত। ইরেন ও তার দল মানব...

Glutathione – গায়ের রঙ ফর্সা করতে কার্যকারিতা, ব্যবহার এবং সাইড ইফেক্ট সম্পর্কে সবকিছু (Skin health)

আসসালামু আলাইকুম   আজকের আলোচনায় আমরা জানবো Glutathione  এর কার্যকারিতা, ব্যবহার, এবং সাইড ইফেক্ট নিয়ে। আশা করছি আপনাদের জন্য এটি উপকারী হবে।  Glutathione এর কাজ কি? (benefits of glutathione) গ্লুটাথিওয়ন বর্তমান সময়ে, বহুল জনপ্রিয় একটি সাপ্লিমেন্ট ত্বক ফর্সা ও উজ্জ্বল করার জন্য। এছাড়াও গ্লুটাথিওয়ন (Glutathione) নেওয়ার পর শরীরের ইমিউনিটি সিস্টেম বেড়ে যায়, লিভার ডিটক্স (পরিষ্কার হয়) এবং রক্তের বিভিন্ন দুষণ সমস্যা গুলোও ঠিক করে দেয়। দেখা গেছে যে, যাদের মুখের ত্বক, শরীরের অন্যান্য অংশ থেকে, কম উজ্জল হয়ে থাকে তাও এক রকম করে দেয় গ্লুটাথিওয়ন। এক কথায় সারা শরীরের ত্বকের উপর কাজ করে। এছাড়াও আমাদের ত্বক বেশী রোদ্রে যাওয়ার ফলে কালচে (ট্যান) হয়ে যায়, এটাও দ্রুত হিল করে গ্লুটাথিওয়ন। এমনকি শরীরের বিভিন্ন ক্ষত ও দ্রুত সারিয়ে তোলে গ্লুটাথিওয়ন এর পরিমান শরীরে বেশি থাকলে। তবে কসমেটিকস জগতে গ্লুটাথিওয়ন এর একটি ফলাফল হলো স্কিন উজ্জ্বল, ও ২/৩ সেড ফর্সা করা, যার কারনে এটি বহুল পরিচিত। এটি কি সবার জন্য কাজ করে? উত্তর হচ্ছে, অনেকটাই করে। তবে যাদের ত্বক অলরেডি উজ্জ্বল, তাদের ক্ষেত্রে এতট...

Capcut এ বাংলাতে লিখতে পারবেন এখন থেকে খুব সহজেই!!

আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা Capcut এপ এ বাংলা ফন্ট ব্যবহার কর‍তে পারবেন তাও আবার খুব সহজেই। আশা করবো পোস্টটি আপনাদের কাজে লাগবে। আপনারা জানেন Capcut একটা জনপ্রিয় ভিডিও এডিটিং এপ। ভিডিও এর পাশাপাশি Capcut এর বর্তমান আপডেট গুলোর দরুন এখন ফটো এডিটিং এও এই এপ এর প্রচুর ব্যবহার রয়েছে। এই এপটা খুবই জনপ্রিয় হওয়া সত্ত্বেও এই এপ এ বাংলা ফন্ট ব্যবহার করা যায় না। অনেকেই অনেক ভাবে চেষ্টা করেছেন হয় তো বাংলা ফন্ট ব্যবহার করার, কেউ পেরেছেন কেউ পারেন নি। আজকের পোস্ট টা তাদের জন্য যারা পূর্বে ব্যার্থ হয়েছিলেন। আমি ১০০% গ্যারান্টি দিচ্ছি, আজকের পোস্ট ফলো করলে আপনাদের Capcut এপ এ বাংলা ফন্ট ইউজ করতে কোনো সমস্যাই হবে না।   Capcut এপ এ বাংলা ফন্ট লেখার উপায় Capcut এপ এ বাংলা ফন্ট সরাসরি ব্যবহার করা যাবে না। তবে আপনাদের আমি আজকে যে ট্রিক্স দেখাবো সেটার মাধ্যমে একদম সহজেই Capcut এ আপনারা বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে এবার মূল কাজে চলে যাই। ১. প্রথমেই Cap...