Skip to main content

Apple MacOs ব্যবহার করুন উইন্ডোজ এর VMware দিয়ে।

আসসালামুয়ালাইকুম ট্রিকবিডি বাসী। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন । উইন্ডোজ এ বোরিং লাগছে? চলুন একটু ম্যাক এ ঘুরে আসি ।

MacOs নিয়ে আর কি বলবো? সবাই জানেই কম বেশি । ম্যাক এর ইতিহাস পাতিহাঁস আর না বলি , এটি অ্যাপলের নিজস্ব একটি অপারেটিং সিস্টেম । যেটা মূলত তাদের ডিভাইস MacBook গুলো তে দিয়ে থাকে ।

ম্যাক এর পারফরমেন্স , ইউজার ইন্টারফেস, স্টেবিলিটি, সিকিউরিটি এক কথায় অসাধারণ । এই বিষয়ে আরেকটি কথা, যেহেতু আপেল তাদের হার্ডওয়ার ও সফ্টওয়ার নিজেরাই ডিজাইন ও ডেভেলপ করে তাই ঐভাবে ম্যাক এর এক্সপেরিয়েন্স পাবেন না । এটাকে বলা হয় Hackintosh, যা অফিয়াল Macintosh কে মডিফাই করে এসব কম্পিউটার এ চলার উপযোগী করা।

আর আমরা যেহেতু VMware এ ইন্সটল করব এখানে স্লো কাজ করবে, আর ম্যাক এর এনিমেশন, ব্লার ইফেক্ট গুলো পাবেন না, এগুলো পেতে হলে আরো কিছু মডিফিকেশন করা লাগবে , কার্নেল এক্সটেনশন অ্যাড করা লাগবে । সেই বিষয়ে পোস্ট চাইলে কমেন্ট এ জানাবেন।

Let’s jump into the installing steps . 

প্রথমে কিছু প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করতে হবে ।

১. MacOs Sequioa এর iso ফাইল।

Download Now

(চাইলে পুরাতন ভার্সন ইউজ করতে পারেন , পিসি কনফিগারেশন অনুযায়ী)

২.   Python ইন্সটল করে নিবেন ( এটা দেখালাম না)

৩. Vmware+কিছু এক্সট্রা ফাইলস । Download Now

ডাউনলোড করা রার ফাইল টা এক্সট্র্যাক্ট করে নিন ।

Rar Password: Chanchal

 

এরপর Unlocker ফোল্ডার ওপেন করে win-install.cmd ফাইলটি Run as administrator দিয়ে রান করুন ।

Create a new Virtual Machine এ ক্লিক করুন ।

Typical দিয়ে Next ক্লিক করুন ।

I will install the operating system later দিয়ে নেক্সট ক্লিক করুন ।

macOS 15 সিলেক্ট করে নেক্সট করুন ।

যেকোনো একটি নাম দিয়ে নেক্সট করুন ।

ডিস্ক সাইজ ১০০ জিবি এর মত দিয়ে Store virtual disk as a single file সিলেক্ট করে নেক্সট করুন । ডিস্ক সাইজ সর্বনিম্ন ৮০ জিবি রাখবেন ।

Customize Hardware এ ক্লিক করুন ।

Ram সেট করুন, আপনার পিসি এর কনফিগারেশন অনুযায়ী ।

এবার Number of Processors এর জায়গায় ১ দিন , এবং নিচের টায় ৪/৮ দিবেন, মনে রাখবেন এটা Opencore এর সাথে মিল রাখতে হবে, এটা ৪ দিলে Opencore 4 ফাইল টা ব্যাবহার করতে হবে, ৮ দিলে Opencore 8

এবার আবার Edit virtual machine settings এ ক্লিক করুন ।

CD/DVD থেকে ডাউনলোড করা ম্যাক ওএস এর ISO ফাইল টা সিলেক্ট করবেন ।

তারপর, Hard Disk থেকে Add এ ক্লিক করবেন ।

Hard Disk সিলেক্ট করে নেক্সট দিবেন ।

Use existing virtual disk এ ক্লিক করে নেক্সট দিবেন ।

এবার যেই Core দিছিলেন ওই Core অনুযায়ি Opencore সিলেক্ট করুন, তারপর Finish দিন ।

Keep existing format সিলেক্ট করুন । তারপর Ok দিয়ে বের হয়ে যান ।

একবার আমাদের Opencore কে disk 1 এ রাখতে হবে, আর ১০০ জিবি ওই হার্ড ডিস্ক টা কে disk 2 তে , না বুঝলে শর্ট ভিডিও তা দেখে নিন ।

এবার মেসিন টি রান করুন, Power on virtual machine এ ক্লিক করে ,

তারপর Install macOS 15 Beta  তে ক্লিক করুন ।

English সিলেক্ট করে নেক্সট দিন ।

Disk Utility তে ক্লিক করুন ।

তারপর যেখানে ইন্সটল করবেন , অর্থাৎ আগের বানানো ১০০ জিবি হার্ড ডিস্ক , সেটি সিলেক্ট করে Erase এ ক্লিক করুন ।

(লিস্ট এ না থাকলে File>Show all drive )

একটা নাম দিয়ে Erase করুন ।

তারপর ক্লজ করে দিয়ে আবার Install macos 15 Beta তে ক্লিক করুন

Agree তে ক্লিক করুন ।

Erase করা ডিস্ক টা সিলেক্ট করে continue দিবেন ।

তারপর ইন্সটল হতে থাকলে, কয়েক বার রিবুট হতে পারে, কিছু করতে হবেনা , এরর দেখানে Shut down করে আবার ওপেন করে ইন্সটল এ ক্লিক করবেন ।

তারপর নরমালি সেটাপ করুন, Screenshots গুলা দেখুন ।


Not now

Sign up later , (এখন অ্যাপেল আইডি কাজ করবেনা , পরে কনফিগার করতে হবে )


Setup later

Continue

Installation Done.

এবার ফুল ডিসপ্লে করতে হবে । তার জন্য VMware ক্লজ করে আবার ওপেন করুন, তারপর Edit virtual machine settings এ ক্লিক করুন ।

CD/DVD থেকে browse এ ক্লিক করে darwin.iso ফাইল টা সিলেক্ট করুন । ম্যাক এর iso ফাইল আর প্রয়োজন নেই ।

Vmware Tools এ ক্লিক করুন ।

Install VMware Tools এ ক্লিক করুন ।

Allow দিন ।

Install failed দেখালে Settings এ চলে যাবেন ।

Setting এ Privacy & Security থেকে Allow করে দিবেন ।

এরপর Reboot দিবেন অথবা VMware ক্লজ করে আবার ওপেন করে রান করবেন । ব্যাস কাজ শেষ ।

তো আজ এই পর্যন্তই । আর Icloud ব্যাবহার করতে চাইলে কমেন্ট এ জানাবেন, পোস্ট করে দিব । আর যদি Animation , Blur চান তাও জানাবেন । 

যেকোনো সমস্যায় আমাকে মেসেজ করতে পারেন ।

আমার ফেসবুক , টেলিগ্রাম

The post Apple MacOs ব্যবহার করুন উইন্ডোজ এর VMware দিয়ে। appeared first on Trickbd.com.



source https://trickbd.com/windows-pc/3057073

Comments

Popular posts from this blog

জনপ্রিয় এনিমে Attack on Titan Season 1 & 2 হিন্দি ডাব | দেখুন ও ডাউনলোড করুন

Attack on Titan (Shingeki no Kyojin) হল এক জনপ্রিয় জাপানি এনিমে, যা বর্তমান সময়ে অনেক জনপ্রিয়। কিছু দিন আগেই এই এনিমেটির সিজন ১ ও ২ এর অফিশিয়াল হিন্দি ডাব রিলিজ হয়েছে। আপনি হিন্দি ডবে এই এনিমেটি দেখতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য! এই পোস্টটি থেকে আপনি বিনামূল্য এমিটিকে ডাউনলোড করে দেখতে পারবেন। Attack on Titan Season 1 হিন্দি ডাব Attack on Titan-এর প্রথম সিজনে আমরা দেখি, কীভাবে ইরেন ইয়েগার এবং তার বন্ধুরা ভয়ানক টাইটানদের বিরুদ্ধে লড়াই করে। হঠাৎ এক বিশাল আকারের টাইটান ওয়াল মারিয়া ভেঙে শহরে আক্রমণ চালায়, যা মানবজাতির জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। ইরেন প্রতিজ্ঞা করে, সে সমস্ত টাইটান ধ্বংস করবে এবং মানবতার প্রতিশোধ নেবে। সম্পূর্ণ এনিমেটিকে ডাউনলোড করে বিস্তারির কাহিনি দেখুন। সিজন ১ এর সরাসরি ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম – Pixeldrain Download Link – Zip File (5.30 GB) Mega – Zip FIle Attack on Titan Season 2 হিন্দি ডাব দ্বিতীয় সিজনে গল্প আরও রহস্যময় মোড় নেয়। নতুন নতুন টাইটানদের পরিচয় পাওয়া যায় এবং জানা যায় কিছু পরিচিত চরিত্ররাও আসলে টাইটান রূপান্তরিত। ইরেন ও তার দল মানব...

Glutathione – গায়ের রঙ ফর্সা করতে কার্যকারিতা, ব্যবহার এবং সাইড ইফেক্ট সম্পর্কে সবকিছু (Skin health)

আসসালামু আলাইকুম   আজকের আলোচনায় আমরা জানবো Glutathione  এর কার্যকারিতা, ব্যবহার, এবং সাইড ইফেক্ট নিয়ে। আশা করছি আপনাদের জন্য এটি উপকারী হবে।  Glutathione এর কাজ কি? (benefits of glutathione) গ্লুটাথিওয়ন বর্তমান সময়ে, বহুল জনপ্রিয় একটি সাপ্লিমেন্ট ত্বক ফর্সা ও উজ্জ্বল করার জন্য। এছাড়াও গ্লুটাথিওয়ন (Glutathione) নেওয়ার পর শরীরের ইমিউনিটি সিস্টেম বেড়ে যায়, লিভার ডিটক্স (পরিষ্কার হয়) এবং রক্তের বিভিন্ন দুষণ সমস্যা গুলোও ঠিক করে দেয়। দেখা গেছে যে, যাদের মুখের ত্বক, শরীরের অন্যান্য অংশ থেকে, কম উজ্জল হয়ে থাকে তাও এক রকম করে দেয় গ্লুটাথিওয়ন। এক কথায় সারা শরীরের ত্বকের উপর কাজ করে। এছাড়াও আমাদের ত্বক বেশী রোদ্রে যাওয়ার ফলে কালচে (ট্যান) হয়ে যায়, এটাও দ্রুত হিল করে গ্লুটাথিওয়ন। এমনকি শরীরের বিভিন্ন ক্ষত ও দ্রুত সারিয়ে তোলে গ্লুটাথিওয়ন এর পরিমান শরীরে বেশি থাকলে। তবে কসমেটিকস জগতে গ্লুটাথিওয়ন এর একটি ফলাফল হলো স্কিন উজ্জ্বল, ও ২/৩ সেড ফর্সা করা, যার কারনে এটি বহুল পরিচিত। এটি কি সবার জন্য কাজ করে? উত্তর হচ্ছে, অনেকটাই করে। তবে যাদের ত্বক অলরেডি উজ্জ্বল, তাদের ক্ষেত্রে এতট...

Capcut এ বাংলাতে লিখতে পারবেন এখন থেকে খুব সহজেই!!

আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা Capcut এপ এ বাংলা ফন্ট ব্যবহার কর‍তে পারবেন তাও আবার খুব সহজেই। আশা করবো পোস্টটি আপনাদের কাজে লাগবে। আপনারা জানেন Capcut একটা জনপ্রিয় ভিডিও এডিটিং এপ। ভিডিও এর পাশাপাশি Capcut এর বর্তমান আপডেট গুলোর দরুন এখন ফটো এডিটিং এও এই এপ এর প্রচুর ব্যবহার রয়েছে। এই এপটা খুবই জনপ্রিয় হওয়া সত্ত্বেও এই এপ এ বাংলা ফন্ট ব্যবহার করা যায় না। অনেকেই অনেক ভাবে চেষ্টা করেছেন হয় তো বাংলা ফন্ট ব্যবহার করার, কেউ পেরেছেন কেউ পারেন নি। আজকের পোস্ট টা তাদের জন্য যারা পূর্বে ব্যার্থ হয়েছিলেন। আমি ১০০% গ্যারান্টি দিচ্ছি, আজকের পোস্ট ফলো করলে আপনাদের Capcut এপ এ বাংলা ফন্ট ইউজ করতে কোনো সমস্যাই হবে না।   Capcut এপ এ বাংলা ফন্ট লেখার উপায় Capcut এপ এ বাংলা ফন্ট সরাসরি ব্যবহার করা যাবে না। তবে আপনাদের আমি আজকে যে ট্রিক্স দেখাবো সেটার মাধ্যমে একদম সহজেই Capcut এ আপনারা বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে এবার মূল কাজে চলে যাই। ১. প্রথমেই Cap...