Skip to main content

Winlator কি Exagear এর আপডেট ভার্সন?

একসময় আমরা উইন্ডোজ এর সফটওয়্যার গুলো Android ফোনে রান করার জন্যে Exagear Emulator ব্যবহার করতাম। যেটাতে ৩২বিট এর সফটওয়্যার গুলো খুব সহজেই রান করা যেতো।

এই Exagear নিয়ে আমার ট্রিকবিডিতে অনেক পোস্ট রয়েছে, আপনারা সেগুলো চেক করতে পারেন যদি জানার ইচ্ছা থাকে।আমি নিজেও পিজিক্যাল কিবোর্ড এর টাইপিং শিখেছিলাম Typingmaster Pro সফটওয়্যার দিয়ে এবং সেই সফটওয়ার টি চালিয়েছিলাম Android ফোনে।

তবে দুঃখের বিষয় হলো, Exagear এর Developer রা এই এপ্লিকেশনটির কাজ অনেক আগেই অফ করে দেয়, এবং এরপর নানা দেশের Developer রা Exagear কে বিভিন্ন ভাবে Modify করে। যার কারণে Internet এ Exagear এর নানান ভার্সন পাওয়া যায় Easy থেকে শুরু করে অনেক Advanced লেভেলের।

নিচে থেকে Exagear Emulator নিয়ে করা আমার পোস্ট গুলো পড়তে পারেন।

  1. Android ফোনে ইন্সটল করুন TypingMaster Pro PC Version [Exagear Tutorial]
  2. [For Exagear Users] Exagear কি? কিভাবে Exagear এর Wallpaper & Theme পরিবর্তন করবেন
  3. MS Office 2010 ইন্সটল করুন আপনার Android ফোনে

 

Winlator কি?

Winlator হলো এমন একটি Emulator যার মাধ্যমে Windows এর ৩২/৬৪বিট সফটওয়্যার গুলো রান করা যায়। যেটি Wine এবং Box86/Box64 এর কম্বিনেশনে তৈরি।

Winlator এর Extended ফিচার গুলো-

  • ১. Winlator এ ৬৪বিট সফটওয়্যার গুলোও রান করা যায়, যেটা Exagear এর করা যেত না।
  • ২. Winlator বিল্ট -ইন অনেক এপ্লিকেশন দেয়া আছে। যেমন: 7zip, Task Manager, Internet explorer ইত্যাদি।
  • ৩. Winlator এর কনফিগারেশন অনেক সহজেই Container ক্রিয়েট করার সময় করা যায়।
  • ৪. বিভিন্ন Graphics ব্যবহার করা যায়, পছন্দমত ব্যাকগ্রাউন্ড, ফন্ট এবং ডিরেক্টরি সেট করা যায়।

Download Winlator from Official site


 

Winlator vs Exagear

আমি Winlator অনেক টেস্ট করে দেখলাম। যা বুঝতে পারলাম Winlator কে গেমিং এর জন্যে ফোকাস করে Develop করা হয়েছে। সাধারণত যাদের ফোনের প্রসেসর এবং জিপিউ ভালো তারা পিসি Old গেইম গুলো Winlator এর মাধ্যমে খেলতে পারেন।

আমি Far Cry 2 রান করে দেখেছি MTK G70 প্রসেসর দিয়ে মোটামুটি রান হয়েছে।

তবে MS office 2007,2010,2013 কোনোটাই ইন্সটল করতে পারিনি।

পরিশেষে এটাই বলা যায়, যাদের উদ্দেশ্য গেমিং তারা Winlator ব্যবহার করতে পারেন।

আবার যারা চান টুকটাক পিসি সফটওয়্যার গুলো রান করবেন তাদের জন্যে Exagear Xapk(Techbravo Mod) ভার্সন টাই বেস্ট, কেননা এটাতে আমি Ms office 2007,2010, Typing master pro, Mkvtoolnix সহ আরো সফটওয়্যার রান করে দেখেছি।


 

সম্পূর্ণ ব্লগটি পড়ার জন্যে ধন্যবাদ
যে কোনো মতামত জানান কমেন্টের মাধ্যমে

এরকম বেসিক ব্লগ আরো পড়তে চাইলে কমেন্ট করে জানান

If you have any question, ,
knock me

📒 Facebook

The post Winlator কি Exagear এর আপডেট ভার্সন? appeared first on Trickbd.com.



source https://trickbd.com/apps-review/3054761

Comments

Popular posts from this blog

জনপ্রিয় এনিমে Attack on Titan Season 1 & 2 হিন্দি ডাব | দেখুন ও ডাউনলোড করুন

Attack on Titan (Shingeki no Kyojin) হল এক জনপ্রিয় জাপানি এনিমে, যা বর্তমান সময়ে অনেক জনপ্রিয়। কিছু দিন আগেই এই এনিমেটির সিজন ১ ও ২ এর অফিশিয়াল হিন্দি ডাব রিলিজ হয়েছে। আপনি হিন্দি ডবে এই এনিমেটি দেখতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য! এই পোস্টটি থেকে আপনি বিনামূল্য এমিটিকে ডাউনলোড করে দেখতে পারবেন। Attack on Titan Season 1 হিন্দি ডাব Attack on Titan-এর প্রথম সিজনে আমরা দেখি, কীভাবে ইরেন ইয়েগার এবং তার বন্ধুরা ভয়ানক টাইটানদের বিরুদ্ধে লড়াই করে। হঠাৎ এক বিশাল আকারের টাইটান ওয়াল মারিয়া ভেঙে শহরে আক্রমণ চালায়, যা মানবজাতির জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। ইরেন প্রতিজ্ঞা করে, সে সমস্ত টাইটান ধ্বংস করবে এবং মানবতার প্রতিশোধ নেবে। সম্পূর্ণ এনিমেটিকে ডাউনলোড করে বিস্তারির কাহিনি দেখুন। সিজন ১ এর সরাসরি ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম – Pixeldrain Download Link – Zip File (5.30 GB) Mega – Zip FIle Attack on Titan Season 2 হিন্দি ডাব দ্বিতীয় সিজনে গল্প আরও রহস্যময় মোড় নেয়। নতুন নতুন টাইটানদের পরিচয় পাওয়া যায় এবং জানা যায় কিছু পরিচিত চরিত্ররাও আসলে টাইটান রূপান্তরিত। ইরেন ও তার দল মানব...

Glutathione – গায়ের রঙ ফর্সা করতে কার্যকারিতা, ব্যবহার এবং সাইড ইফেক্ট সম্পর্কে সবকিছু (Skin health)

আসসালামু আলাইকুম   আজকের আলোচনায় আমরা জানবো Glutathione  এর কার্যকারিতা, ব্যবহার, এবং সাইড ইফেক্ট নিয়ে। আশা করছি আপনাদের জন্য এটি উপকারী হবে।  Glutathione এর কাজ কি? (benefits of glutathione) গ্লুটাথিওয়ন বর্তমান সময়ে, বহুল জনপ্রিয় একটি সাপ্লিমেন্ট ত্বক ফর্সা ও উজ্জ্বল করার জন্য। এছাড়াও গ্লুটাথিওয়ন (Glutathione) নেওয়ার পর শরীরের ইমিউনিটি সিস্টেম বেড়ে যায়, লিভার ডিটক্স (পরিষ্কার হয়) এবং রক্তের বিভিন্ন দুষণ সমস্যা গুলোও ঠিক করে দেয়। দেখা গেছে যে, যাদের মুখের ত্বক, শরীরের অন্যান্য অংশ থেকে, কম উজ্জল হয়ে থাকে তাও এক রকম করে দেয় গ্লুটাথিওয়ন। এক কথায় সারা শরীরের ত্বকের উপর কাজ করে। এছাড়াও আমাদের ত্বক বেশী রোদ্রে যাওয়ার ফলে কালচে (ট্যান) হয়ে যায়, এটাও দ্রুত হিল করে গ্লুটাথিওয়ন। এমনকি শরীরের বিভিন্ন ক্ষত ও দ্রুত সারিয়ে তোলে গ্লুটাথিওয়ন এর পরিমান শরীরে বেশি থাকলে। তবে কসমেটিকস জগতে গ্লুটাথিওয়ন এর একটি ফলাফল হলো স্কিন উজ্জ্বল, ও ২/৩ সেড ফর্সা করা, যার কারনে এটি বহুল পরিচিত। এটি কি সবার জন্য কাজ করে? উত্তর হচ্ছে, অনেকটাই করে। তবে যাদের ত্বক অলরেডি উজ্জ্বল, তাদের ক্ষেত্রে এতট...

Capcut এ বাংলাতে লিখতে পারবেন এখন থেকে খুব সহজেই!!

আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা Capcut এপ এ বাংলা ফন্ট ব্যবহার কর‍তে পারবেন তাও আবার খুব সহজেই। আশা করবো পোস্টটি আপনাদের কাজে লাগবে। আপনারা জানেন Capcut একটা জনপ্রিয় ভিডিও এডিটিং এপ। ভিডিও এর পাশাপাশি Capcut এর বর্তমান আপডেট গুলোর দরুন এখন ফটো এডিটিং এও এই এপ এর প্রচুর ব্যবহার রয়েছে। এই এপটা খুবই জনপ্রিয় হওয়া সত্ত্বেও এই এপ এ বাংলা ফন্ট ব্যবহার করা যায় না। অনেকেই অনেক ভাবে চেষ্টা করেছেন হয় তো বাংলা ফন্ট ব্যবহার করার, কেউ পেরেছেন কেউ পারেন নি। আজকের পোস্ট টা তাদের জন্য যারা পূর্বে ব্যার্থ হয়েছিলেন। আমি ১০০% গ্যারান্টি দিচ্ছি, আজকের পোস্ট ফলো করলে আপনাদের Capcut এপ এ বাংলা ফন্ট ইউজ করতে কোনো সমস্যাই হবে না।   Capcut এপ এ বাংলা ফন্ট লেখার উপায় Capcut এপ এ বাংলা ফন্ট সরাসরি ব্যবহার করা যাবে না। তবে আপনাদের আমি আজকে যে ট্রিক্স দেখাবো সেটার মাধ্যমে একদম সহজেই Capcut এ আপনারা বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে এবার মূল কাজে চলে যাই। ১. প্রথমেই Cap...