অনেকেই আছেন, Windows এর Start-up Time নিয়ে বিরক্ত। পযার্প্ত র্যাম এবং SSD থাকা সত্বেও Start-up হতে টাইম নেয়, আবার অনেকের HDD তাই Start-up টাইম অনেক বেশি। উভয় ক্ষেত্রে আপনি কিছু সেটিংস করে নিলে এই Start-up টাইম কিছুটা হলেও কমতে পারে। তো আজকে আপনাদের এমন কিছু টিপস দেখাবো। চলুন, শুরু করা যাক। Step by Step Guide যখন Windows চালু হয়, তখন বিভিন্ন এপ্লিকেশন ও সার্ভিস Windows Start-up এর সময় চালু হয়। তারমধ্যে বিভিন্ন Application ও Service সিস্টেম এর হয় আবার কিছু Application ও Service থার্ড পার্টির হয়। তো আমরা সেসব থার্ড পার্টি Application ও Service অফ করে দেওয়ার পদ্দ্বতি দেখবো যাতে Windows Start-up এ চাপ কমে যায় এবং Start-up সময় কমে যায়। ১. প্রথমেই আমরা Startup Application গুলো Disable করে দিব। সেজন্যে নিচের দেখুন ২. সেটিংস এ যান। ৩. এরপর Application এ যান। ৩. এরপর StartUp এ যান। ৪. এখান থেকে Application যা দরকার নাই তা Disable করে দিন। ৫. এবার Windows key + R প্রেস করুন এবং টাইপ করুন ”msconfig” এবং Enter প্রেস করুন। ৬. এবার Services...
Know For Shareing