Skip to main content

WordPress এ Email Send ফ্রীতে চালু করুন WP Mail SMTP প্লানিং ব্যবহার করে! 🔥🔥

WELLCOME BACK

H

ello guys. How are you all? I hope you are all well. I came again with a post. Let’s go..

এই পোস্ট এ আমি কথা বলবো WordPress এর Wp Mail SMTP  প্লানিং নিয়ে। যারা New Developer থাকে তারা হয়তো বুঝবে না এসব তাই তাদের জন্যই এই পোস্ট।

এই পোস্ট এর টপিক হলোঃ

আপনি WordPress সাইট গুলো তে যদি Login করতে যান ধরুন পাসওয়ার্ড ভুলে গেছেন এবং Forget Password দিতে চান কিন্তু Mail সেন্ট হচ্ছে না। যদি আপনি WP Mail SMTP প্লানিং ব্যবহার করেন তাহলে মেইল যাবে এবং Users রা Password Reset করতে পারবে।


আরো মেইল আসবেঃ

  • Post Published: আপনার সাইট এ কোনো পোস্ট Published হলে আপনার মকাছে মেইল আসবে।
এমন করে post pending, comment, contact form এসব নিয়েও মেইল আসবে।
আশা করি বুঝে গেছেন।


এই প্লানিং এ অনেক mail সেন্ট এর জন্য Server আছে কিন্তু সেগুলোর জন্য টাকা দিতে হয় কিন্তু আমি দেখাবো কিভাবে ফ্রীতে করবেন।


WP Mail SMTP প্লানিং কিঃ

WP Mail SMTP Plugin হলো একটি জনপ্রিয় প্লাগইন যা WordPress সাইটে ইমেইল প্রেরণের সমস্যাগুলি সমাধান করতে সাহায্য করে। এটি মূলত SMTP (Simple Mail Transfer Protocol) ব্যবহার করে ইমেইল পাঠানোর প্রক্রিয়াটিকে উন্নত এবং নির্ভরযোগ্য করে তোলে। সাধারনত, WordPress সাইটের ডিফল্ট মেইল সার্ভার অনেক সময় ইমেইল পাঠাতে সমস্যায় পড়ে থাকে বা স্প্যাম ফোল্ডারে চলে যায়। WP Mail SMTP প্লাগইন এর মাধ্যমে আপনি আপনার ইমেইল সেটিংস কনফিগার করতে পারেন, যেমন:

  • SMTP সার্ভিস প্রোভাইডার নির্বাচন: Gmail, SendGrid, Mailgun, Amazon SES, এবং অন্যান্য জনপ্রিয় ইমেইল সার্ভিস প্রোভাইডার ব্যবহার করতে পারবেন।
  • ইমেইল পাঠানোর নির্ভরযোগ্যতা বৃদ্ধি: SMTP প্রটোকল ব্যবহার করলে ইমেইল পাঠানো আরো নির্ভরযোগ্য এবং স্প্যাম ফিল্টার ভেঙে যাওয়ার সম্ভাবনা কমে।
  • ইমেইল লোগিং: ইমেইল পাঠানোর ইতিহাস বা লোগ রাখতে পারবেন, যা সাহায্য করে যদি কোন ইমেইল পাঠানো না হয় তবে তা ট্র্যাক করতে।

এটি সাধারণত সাইটের কনট্যাক্ট ফর্ম বা নিউজলেটার ইমেইল পাঠানোর জন্য ব্যবহৃত হয়।


কিভাবে Plugin টি active করবেন?

Plugin Add করতে সবাই জানে তাই দেখালাম না। এমনি করেই পোস্ট অনেক বড় হবে।

  1. "Dashboard" এ যান।
  2. "Plugin" থেকে "Add new Plugin" এ যান।
  3. এখন নিচের মতো করুন।
Wp Mail এটি search করলে Plugin চলে আসবে Install এ ক্লিক করুন।

এখন "Active" করুন।


কিভাবে Plugin টি সেট করবেন?

Active করার পর এমন আসবে এখানে ক্লিক করুন।


এখন নিচে এসে Gmail সিলেক্ট করুন।




এখন দুটি কোড এর প্রয়োজন পড়বে। প্রথমে নিচের দেওয়া url টি কপি করুন।


Google Cloud Console এ যান। তারপর এখানে ক্লিক করুন।



এখন যেমন যেমন করবো তেমন করুন। চাইলে নাম গুলো বদলাতে পারেন।









Your Email address 



"Web application" সিলেক্ট করুন।


এখন এখানে ওই কপি করা url টি দিন।

এখন এই কোড দুটি কপি করুন।


এখন আবার এখানে এসে কোড দুটি বসিয়ে, এখান থেকে আপনার Google account কানেক্ট করুন। (Safty বলে একটি পেজ আসবে সেখানে Advance এ ক্লিক করে Process unsafe  এ ক্লিক করে নিয়েন।)

হয়ে গেছে,

এখন থেকে Password Reset Link, তারপর Notification এসব এর Mail চালু হয়ে যাবে।



THE END

S

o friends, that’s it for today. See you in another post. If you like the post then like and comment. Stay tuned to Trickbd.com for any updates.







The post WordPress এ Email Send ফ্রীতে চালু করুন WP Mail SMTP প্লানিং ব্যবহার করে! 🔥🔥 appeared first on Trickbd.com.



source https://trickbd.com/wordpress/3015215

Comments

Popular posts from this blog

জনপ্রিয় এনিমে Attack on Titan Season 1 & 2 হিন্দি ডাব | দেখুন ও ডাউনলোড করুন

Attack on Titan (Shingeki no Kyojin) হল এক জনপ্রিয় জাপানি এনিমে, যা বর্তমান সময়ে অনেক জনপ্রিয়। কিছু দিন আগেই এই এনিমেটির সিজন ১ ও ২ এর অফিশিয়াল হিন্দি ডাব রিলিজ হয়েছে। আপনি হিন্দি ডবে এই এনিমেটি দেখতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য! এই পোস্টটি থেকে আপনি বিনামূল্য এমিটিকে ডাউনলোড করে দেখতে পারবেন। Attack on Titan Season 1 হিন্দি ডাব Attack on Titan-এর প্রথম সিজনে আমরা দেখি, কীভাবে ইরেন ইয়েগার এবং তার বন্ধুরা ভয়ানক টাইটানদের বিরুদ্ধে লড়াই করে। হঠাৎ এক বিশাল আকারের টাইটান ওয়াল মারিয়া ভেঙে শহরে আক্রমণ চালায়, যা মানবজাতির জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। ইরেন প্রতিজ্ঞা করে, সে সমস্ত টাইটান ধ্বংস করবে এবং মানবতার প্রতিশোধ নেবে। সম্পূর্ণ এনিমেটিকে ডাউনলোড করে বিস্তারির কাহিনি দেখুন। সিজন ১ এর সরাসরি ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম – Pixeldrain Download Link – Zip File (5.30 GB) Mega – Zip FIle Attack on Titan Season 2 হিন্দি ডাব দ্বিতীয় সিজনে গল্প আরও রহস্যময় মোড় নেয়। নতুন নতুন টাইটানদের পরিচয় পাওয়া যায় এবং জানা যায় কিছু পরিচিত চরিত্ররাও আসলে টাইটান রূপান্তরিত। ইরেন ও তার দল মানব...

Glutathione – গায়ের রঙ ফর্সা করতে কার্যকারিতা, ব্যবহার এবং সাইড ইফেক্ট সম্পর্কে সবকিছু (Skin health)

আসসালামু আলাইকুম   আজকের আলোচনায় আমরা জানবো Glutathione  এর কার্যকারিতা, ব্যবহার, এবং সাইড ইফেক্ট নিয়ে। আশা করছি আপনাদের জন্য এটি উপকারী হবে।  Glutathione এর কাজ কি? (benefits of glutathione) গ্লুটাথিওয়ন বর্তমান সময়ে, বহুল জনপ্রিয় একটি সাপ্লিমেন্ট ত্বক ফর্সা ও উজ্জ্বল করার জন্য। এছাড়াও গ্লুটাথিওয়ন (Glutathione) নেওয়ার পর শরীরের ইমিউনিটি সিস্টেম বেড়ে যায়, লিভার ডিটক্স (পরিষ্কার হয়) এবং রক্তের বিভিন্ন দুষণ সমস্যা গুলোও ঠিক করে দেয়। দেখা গেছে যে, যাদের মুখের ত্বক, শরীরের অন্যান্য অংশ থেকে, কম উজ্জল হয়ে থাকে তাও এক রকম করে দেয় গ্লুটাথিওয়ন। এক কথায় সারা শরীরের ত্বকের উপর কাজ করে। এছাড়াও আমাদের ত্বক বেশী রোদ্রে যাওয়ার ফলে কালচে (ট্যান) হয়ে যায়, এটাও দ্রুত হিল করে গ্লুটাথিওয়ন। এমনকি শরীরের বিভিন্ন ক্ষত ও দ্রুত সারিয়ে তোলে গ্লুটাথিওয়ন এর পরিমান শরীরে বেশি থাকলে। তবে কসমেটিকস জগতে গ্লুটাথিওয়ন এর একটি ফলাফল হলো স্কিন উজ্জ্বল, ও ২/৩ সেড ফর্সা করা, যার কারনে এটি বহুল পরিচিত। এটি কি সবার জন্য কাজ করে? উত্তর হচ্ছে, অনেকটাই করে। তবে যাদের ত্বক অলরেডি উজ্জ্বল, তাদের ক্ষেত্রে এতট...

Capcut এ বাংলাতে লিখতে পারবেন এখন থেকে খুব সহজেই!!

আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা Capcut এপ এ বাংলা ফন্ট ব্যবহার কর‍তে পারবেন তাও আবার খুব সহজেই। আশা করবো পোস্টটি আপনাদের কাজে লাগবে। আপনারা জানেন Capcut একটা জনপ্রিয় ভিডিও এডিটিং এপ। ভিডিও এর পাশাপাশি Capcut এর বর্তমান আপডেট গুলোর দরুন এখন ফটো এডিটিং এও এই এপ এর প্রচুর ব্যবহার রয়েছে। এই এপটা খুবই জনপ্রিয় হওয়া সত্ত্বেও এই এপ এ বাংলা ফন্ট ব্যবহার করা যায় না। অনেকেই অনেক ভাবে চেষ্টা করেছেন হয় তো বাংলা ফন্ট ব্যবহার করার, কেউ পেরেছেন কেউ পারেন নি। আজকের পোস্ট টা তাদের জন্য যারা পূর্বে ব্যার্থ হয়েছিলেন। আমি ১০০% গ্যারান্টি দিচ্ছি, আজকের পোস্ট ফলো করলে আপনাদের Capcut এপ এ বাংলা ফন্ট ইউজ করতে কোনো সমস্যাই হবে না।   Capcut এপ এ বাংলা ফন্ট লেখার উপায় Capcut এপ এ বাংলা ফন্ট সরাসরি ব্যবহার করা যাবে না। তবে আপনাদের আমি আজকে যে ট্রিক্স দেখাবো সেটার মাধ্যমে একদম সহজেই Capcut এ আপনারা বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে এবার মূল কাজে চলে যাই। ১. প্রথমেই Cap...