Skip to main content

Web Login Textnow Method | আনলিমিটেড Whatsapp খুলে ইনকাম 🔥

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?

আজকে বড় একটা পোস্ট করতে যাচ্ছি। আর এই বিষয়টা এখন সকলের চাহিদা। আর সেটা হলো ওয়েব Login Textnow কিভাবে খুলবেন। আর এটা দিয়ে Whatsapp ও হবে আনলিমিটেড। সমস্ত প্রসেস আমি আপনাদের দেখিয়ে দিবো আজ।

চলুন শুরু করা যাকঃ

প্রথমত আপনাদের বেসিক কিছু সেটিংস করতে হবে। যেমন:

ফোনের সেটিংসে যাবেন তারপর Additional Settings

আমার ফোনে এভাবে থাকলেও অন্যদের ফোনে Date & Time থাকতে পারে। সেটায় যাবেন।

এখান থেকে Region কে United States করে দিবেন।

আবার Time ও United States New York করে দিবেন।

ফোনে ফ্লাইট মোড অন করে দিবেন। অবশ্যই Wifi দিয়ে হতে হবে।

এখন আপনাদের iP লাগবে। আইপি আপনারা কিনেও নিতে পারেন আবার ফ্রিতেও নিতে পারেন।

আইপি কিনার জন্য আপনারা বিভিন্ন সাইট ইউজ করতে পারেন। আমি Dichvusocks ইউজ করতেছি।

আর ফ্রি আইপি নেওয়ার জন্য একটি অ্যাপ আছে Play store এ Socks pRoxy লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন।

আইপি নেওয়ার পর আপনারা Super Proxy অ্যাপ এ আইপি কানেক্ট করবেন।

আইপি কানেক্ট হবার আপনাদের একটি ব্রাউজার লাগবে এর নাম হচ্ছে DuckDuck Go

ডাউনলোড করে ওপেন করুনঃ

এরপর Textnow Wireless লিখে সার্চ করুনঃ

এখন এটাকে Desktop ভার্সন করে দিবেনঃ

এরপর wireless এর যেই লিংকটা আছে সেটায় ক্লিক করুন।

এখন এই পেইজে Get Sim খুঁজে বের করুন আর সেটায় ক্লিক করুন।

নতুন একটি পেইজ বের হবে সেখানে আপনাদের Email, Full Name, Street, city, State, Zip Code, Number ইত্যাদি দিতে হবে।

ইমেইলের জায়গায় আপনারা যেকোন একটা মেইল দিবেন Temp মেইল হলেও হবে।।

আর বাকী সব কম্পলিট করার জন্য Fakexy সাইট থেকে ফেইক US এড্রেস নেইম পেয়ে যাবেন। সেখান থেকে কপি করে নিবেন।

নাম্বারের জায়গায় যেকোনো নাম্বার দিলেই হবে। Fakexy থেকে আপনারা নাম্বারও পেয়ে যাবেন।

এর পর কার্ড দিতে হবে। আপনারা আনলিমিটেড কার্ড কোথায় পাবেন?

মজার বিষয় হলো সব সময় একটা কার্ডেই হয়ে যায় তাই নিচে একটা কার্ড ডিটেইলস দিয়ে দিবো।

সেটাই ইউজ করবেন। 😀

💳 Card: 5195359728021241|01|2026|416

এরপর Complete Order এ ক্লিক করবেন। এরপর কিছুক্ষন লোড নিবে।

লোড নেওয়ার পর আপনারা দেখতে পাবেন signup করার ৩ টা অপশন। Sign Up With Facebook, Google, Apple.

আপনারা যেকোনো একটা দিয়ে করে নিতে পারবেন। আনলিমিটেড জিমেইল তো আর সহজে হয় না তাই আপনারা ফেইসবুক দিয়ে করবেন। কারন ফেইসবুক আনলিমিটেড খোলা সহজ। নয়ত ২/৩ টাকা করে কিনতে পাওয়া যায় কিনে নিবেন 😴

এরপরেও ফেসবুক আনলিমিটেড না হলে আমাদের টেলিগ্রামে ভিডিও দিয়ে দিবো আনলিমিটেড ফেসবুকের।

নিচের মত ক্যাপচা আসতে পারে। আসলে ট্যাপ করে ধরে রাখবেন।

যাইহোক এখন আপনাদের লগিন হয়ে যাবে। লগিন হলে নিচের মত Logout লেখা থাকবে। এর মানে একাউন্ট লগিন হয়েছে।

এরপরে আপনাদের নতুন ট্যাব খুলে সেখানে Textnow Message লিখে সার্চ দিতে হবে।

আবার Desktop ভার্সন করে নিবেনঃ

তারপর এই লিংকে প্রবেশ করবেন।

দেখতে পাবেন নাম্বার এরিয়া কোড চাইবে।

এখান থেকে কানাডার যেকোন এরিয়া কোড দিয়ে নাম্বার নিবেন। কারণ কানাডার সব নাম্বার দিয়েই Whatsapp হবে।

নাম্বার শো করলে নাম্বার চেক করে নিবেন Whats app হবে কিনা।

চেক করার পর যেটা ভালো নাম্বার হবে সেটা সিলেক্ট করে Continue এ ক্লিক করবেন।

এরপর দেখুন আপনাদের নাম্বার নেওয়া হয়ে গেছে।

🎉🎉🎉🎉

অভিনন্দন আপনি সফল হয়েছেন 😊

এখন এই নাম্বারে Whatsapp কোড পাঠান। Whatsapp এর Language আরবী করে নিবেন। আরবী না করলে কোড যাবে না। কারণ Textnow কম্পানি তাদের নাম্বারে OTP কোড নেওয়া ব্লক করে রেখেছে। কিন্তু ভূলবশত তারা English টা ব্লক করেছে এরাবিক টা করে নাই। বলতে গেলে এটা একটা গ্লিচ। তাই Whatsapp এরাবিক করে নিবেন।

তাহলেই কোড চলে আসবে।

এখান থেকে নেওয়া নাম্বারে আমি Whatsapp খুলতেছিঃ

এই যে দেখুন আরবী কোড চলে এসেছেঃ

আমার কানাডা Whatsapp 🤩

এখন আপনারা Whatsapp কোথায় বিক্রি করবেন?

এরজন্য বড় একটি Telegram Bot আছে সেখানে আপনারা সকল দেশের Whatsapp বিক্রি করতে পারবেন। বাংলাদেশের Whatsapp ও সেল দেওয়া যাবে। আর কোন বায়ার খোঁজা লাগবে না স্ক্যামের শিকারও হওয়া লাগবে না।

Bot Link: Whatsapp OTP Sell Bot

কিভাবে বিক্রি করবেন?

এখানে সহজেই বিক্রি করা যায়। শুধু + ছাড়া Country Code সহ নাম্বার দিবেন। এরপর Whatsapp এ কোড যাবে সেই কোড আপনাদের Proccessing মেসেজ কে Reply করে সেন্ট করতে হবে। নিচের মতঃ

আর পেমেন্ট instant পাবেন। সর্বনিম্ন ৩$ হলেই Withdraw দিতে পারবেন দিনে একবার।

যেকোন দেশের Telegram Sell দিতে চাইলে আমাকে নক দিয়েন 🙃

তো পোস্ট এই পর্যন্তই। যদি একাউন্ট খুলতে সমস্যা হয় নিচে কমেন্টে জানাবেন অথবা আমাদের টেলিগ্রামে ভিডিও দেওয়া আছে দেখতে পারেন। ❤

নিত্য নতুন পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।

এমন মেথড আরো পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রামে.

Telegram: Team X Hridoymini

The post Web Login Textnow Method | আনলিমিটেড Whatsapp খুলে ইনকাম 🔥 appeared first on Trickbd.com.



source https://trickbd.com/online-earning/2687368

Comments

Popular posts from this blog

জনপ্রিয় এনিমে Attack on Titan Season 1 & 2 হিন্দি ডাব | দেখুন ও ডাউনলোড করুন

Attack on Titan (Shingeki no Kyojin) হল এক জনপ্রিয় জাপানি এনিমে, যা বর্তমান সময়ে অনেক জনপ্রিয়। কিছু দিন আগেই এই এনিমেটির সিজন ১ ও ২ এর অফিশিয়াল হিন্দি ডাব রিলিজ হয়েছে। আপনি হিন্দি ডবে এই এনিমেটি দেখতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য! এই পোস্টটি থেকে আপনি বিনামূল্য এমিটিকে ডাউনলোড করে দেখতে পারবেন। Attack on Titan Season 1 হিন্দি ডাব Attack on Titan-এর প্রথম সিজনে আমরা দেখি, কীভাবে ইরেন ইয়েগার এবং তার বন্ধুরা ভয়ানক টাইটানদের বিরুদ্ধে লড়াই করে। হঠাৎ এক বিশাল আকারের টাইটান ওয়াল মারিয়া ভেঙে শহরে আক্রমণ চালায়, যা মানবজাতির জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। ইরেন প্রতিজ্ঞা করে, সে সমস্ত টাইটান ধ্বংস করবে এবং মানবতার প্রতিশোধ নেবে। সম্পূর্ণ এনিমেটিকে ডাউনলোড করে বিস্তারির কাহিনি দেখুন। সিজন ১ এর সরাসরি ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম – Pixeldrain Download Link – Zip File (5.30 GB) Mega – Zip FIle Attack on Titan Season 2 হিন্দি ডাব দ্বিতীয় সিজনে গল্প আরও রহস্যময় মোড় নেয়। নতুন নতুন টাইটানদের পরিচয় পাওয়া যায় এবং জানা যায় কিছু পরিচিত চরিত্ররাও আসলে টাইটান রূপান্তরিত। ইরেন ও তার দল মানব...

Glutathione – গায়ের রঙ ফর্সা করতে কার্যকারিতা, ব্যবহার এবং সাইড ইফেক্ট সম্পর্কে সবকিছু (Skin health)

আসসালামু আলাইকুম   আজকের আলোচনায় আমরা জানবো Glutathione  এর কার্যকারিতা, ব্যবহার, এবং সাইড ইফেক্ট নিয়ে। আশা করছি আপনাদের জন্য এটি উপকারী হবে।  Glutathione এর কাজ কি? (benefits of glutathione) গ্লুটাথিওয়ন বর্তমান সময়ে, বহুল জনপ্রিয় একটি সাপ্লিমেন্ট ত্বক ফর্সা ও উজ্জ্বল করার জন্য। এছাড়াও গ্লুটাথিওয়ন (Glutathione) নেওয়ার পর শরীরের ইমিউনিটি সিস্টেম বেড়ে যায়, লিভার ডিটক্স (পরিষ্কার হয়) এবং রক্তের বিভিন্ন দুষণ সমস্যা গুলোও ঠিক করে দেয়। দেখা গেছে যে, যাদের মুখের ত্বক, শরীরের অন্যান্য অংশ থেকে, কম উজ্জল হয়ে থাকে তাও এক রকম করে দেয় গ্লুটাথিওয়ন। এক কথায় সারা শরীরের ত্বকের উপর কাজ করে। এছাড়াও আমাদের ত্বক বেশী রোদ্রে যাওয়ার ফলে কালচে (ট্যান) হয়ে যায়, এটাও দ্রুত হিল করে গ্লুটাথিওয়ন। এমনকি শরীরের বিভিন্ন ক্ষত ও দ্রুত সারিয়ে তোলে গ্লুটাথিওয়ন এর পরিমান শরীরে বেশি থাকলে। তবে কসমেটিকস জগতে গ্লুটাথিওয়ন এর একটি ফলাফল হলো স্কিন উজ্জ্বল, ও ২/৩ সেড ফর্সা করা, যার কারনে এটি বহুল পরিচিত। এটি কি সবার জন্য কাজ করে? উত্তর হচ্ছে, অনেকটাই করে। তবে যাদের ত্বক অলরেডি উজ্জ্বল, তাদের ক্ষেত্রে এতট...

Capcut এ বাংলাতে লিখতে পারবেন এখন থেকে খুব সহজেই!!

আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা Capcut এপ এ বাংলা ফন্ট ব্যবহার কর‍তে পারবেন তাও আবার খুব সহজেই। আশা করবো পোস্টটি আপনাদের কাজে লাগবে। আপনারা জানেন Capcut একটা জনপ্রিয় ভিডিও এডিটিং এপ। ভিডিও এর পাশাপাশি Capcut এর বর্তমান আপডেট গুলোর দরুন এখন ফটো এডিটিং এও এই এপ এর প্রচুর ব্যবহার রয়েছে। এই এপটা খুবই জনপ্রিয় হওয়া সত্ত্বেও এই এপ এ বাংলা ফন্ট ব্যবহার করা যায় না। অনেকেই অনেক ভাবে চেষ্টা করেছেন হয় তো বাংলা ফন্ট ব্যবহার করার, কেউ পেরেছেন কেউ পারেন নি। আজকের পোস্ট টা তাদের জন্য যারা পূর্বে ব্যার্থ হয়েছিলেন। আমি ১০০% গ্যারান্টি দিচ্ছি, আজকের পোস্ট ফলো করলে আপনাদের Capcut এপ এ বাংলা ফন্ট ইউজ করতে কোনো সমস্যাই হবে না।   Capcut এপ এ বাংলা ফন্ট লেখার উপায় Capcut এপ এ বাংলা ফন্ট সরাসরি ব্যবহার করা যাবে না। তবে আপনাদের আমি আজকে যে ট্রিক্স দেখাবো সেটার মাধ্যমে একদম সহজেই Capcut এ আপনারা বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে এবার মূল কাজে চলে যাই। ১. প্রথমেই Cap...