Skip to main content

পর্ব ২৯ bubblemaps এর review!

আসসালামু আলাইকুম

আজকের নতুন পর্বে আলোচনা করবো bubblemaps নিয়ে

এটা দিয়ে মুলত বিভিন্ন blockchain এর লেনদেন bubble আকারে দেখা যায়

এটা মুলত freemium tools

এখানে ফ্রিতে যতদুর ব্যবহার করা যায়।

এটায় তেমন কোন ব্যাপক function নাই আপাতত

শুধু wallet গুলো cluster আকারে ছোট-বড় অনেক bubble হিসেবে দেখা যায়

তো শুরু করা যাক

প্রথমে এই লিংক থেকে সাইটটি ভিজিট করুন।

bubblemaps.io

এরপর launch app select করুন!

এখন আপনি এরকম একটা interface দেখতে পাবেন

এখন আপনি search option এ যেকোন token বা address লিখতে পারেন দেখার জন্য

এখানে মোটামুটি eth থেকে শুরু করে ৯ টা chain এ token বা wallet দেখা যায়।

 

আমি এখন cookie নামের bsc chain এর একটা token

এর সব wallet cluster দেখবো

এখন এখানে অনেকগুলো bubble দেখতে পাচ্ছেন

এর মধ্য বড়গুলো দিয়ে এই token এর সবচেয়ে বড় wallet গুলো বোঝায়

এখানে বিভিন্ন color এর bubble দেখতে পাচ্ছেন

এবং পাশাপাশি অনেকগুলো লেনদেনগুলোর direction ও দেখা যাচ্ছে

এখন একেকটার উপর ক্লিক করলে আপনি সেটার ব্যাপারে কিছু তথ্য জেনে নিতে পারবেন

যেমন
rank
Percentage
Cluster percentage
এগুলো মুলত দেখা যায় ঐ wallet পুরো supply এর কত অংশ hold করে আছে সেটার উপর

যেমন সবচেয়ে বড় bubble টা এটা এক নং holder পুরো সাপ্লাই এর প্রায় ২২% এর বেশি hold করে আছে

এই wallet এ ক্লিক করলে আপনি bscscan এ নিয়ে যাবে সেখানে আপনি বিস্তারিত জানতে পারবেন।

 

আরেকটা wallet bybit এর wallet

এটা 12 নং এ আছে

পুরো সাপ্লাই এর 2% এর বেশি hold করে আছে

এবং পাশাপাশি যেসব arrow চিন্হ দেখাচ্ছে সেসব হলো বিভিন্ন wallet যেটা bybit থেকে withdraw করেছে সম্ভবত

show transfer option এ ক্লিক করলে আপনি নির্দিস্ট address এর সাথে কোন কোন wallet এবং rank number সহ লেনদেনগুলো দেখতে পাবেন

এটুকুই এই bubblemaps এর feature

আপনি এটাকে মুলত কোন token এর address paste করে

সেটার সব বড় holder দেখার জন্য ব্যবহার করতে পারেন

সাথে লেনদেন এর যোগসুত্র ও বের করতে পারবেন

ধন্যবাদ

আজকে এ পর্যন্তই।
আগামী কোন পর্বে নতুন কোন tools নিয়ে লিখবো


নতুন নতুন airdrop সম্পর্কে জানতে আমার telegram এ join করুন

The post পর্ব ২৯ bubblemaps এর review! appeared first on Trickbd.com.



source https://trickbd.com/cryptocurrency/2227745

Comments

Popular posts from this blog

আবারো ফেইসবুকে নিন আনলিমিটেড ফলোয়ার

আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি। তো বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি এপ যার মাধ্যম আপনারা আপনার আইডিতে যত চান ফলোয়ার বাড়াতে পারবেন। তো শুরু করা যাক…. ফেসবুক হচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট। ইন্টারনেট ব্যবহার করে অথচ তার ফেসবুক একাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমরা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। আর সবাই চেষ্টা করি আমাদের ভার্চুয়াল লাইফটাকে সবার থেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে। আর তার জন্য কতো কিছুই না করি! কিভাবে ফ্যান, ফলোয়ার বাড়ানো যায় কিংবা নিজের ফেসবুক প্রফাইলটাকেও চেষ্টা করি একটু ভিন্ন রূপে সাজাতে। আপনি অবশ্যই ফেসবুক অটো ফলোয়ারের কথা শুনেছেন! আর এই সামান্য কিছু ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নিতে অনেকেই আবার নিজের স্বাধের ফেসবুক আইডিটি তুলে দেয় থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের হাতে। তবে আজকে আমি আপনাদের কে শিখাবো কিভাবে আপনার ফেসবুকে প্রফাইলে আনলিমিটেড ফলোয়ার নিবেন। তবে এটা কোনো অনিরাপদ উপ

৪০০০৳ হাজার টাকার Document Scanner – ‍app Premium বানিয়েন নিন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। Document Scan করার জন্য অত্যন্ত সুন্দর একটি এ্যাপ। CamScanner এর বিকল্প বলতে পারেন, অনেক সহজ ও সাবলিল একটি এ্যাপ। আশা রাখি আপনাদের অনেক কাজে দিবে। আমি শিখি, আমি শেখায়, আমি পৃথিবীতে অজ্ঞ এসেছিলাম তাই জ্ঞান অজর্ন করি [বিঃদ্রঃ এ্যাপ আপডেট হলে Modding System Change হয়ে যায়, তাই কেউ না বুঝে কমেন্টে গালিগালাজ করবেন না]ৎ Modding app Download MT Mananer NP Manager প্রথমে  PlayStore থেকে এ্যাপটি ডাউনলোড করে নিন এবং অ্যাপটি MT Manager দিয়ে Extract করে নিন। একটি APKS ফাইল আসবে ওটাকে Kill ‍Signature করতে হবে। নিচে দেখুন এ্যাপটি ব্যবহার করতে হলে আপনাকে প্রিমিয়াম বানাতে হবে। MT Manager দিয়ে Extract করার পর নিচে দেখুন একটি APKS ফাইল চলে এসেছে। APKS ফাইলে ক্লিক করে View করুন। উপরে দেখুন একটি base ফাইল পাবেন, ওটাকে চেপে ধরে Extract করুন। Extract করার পর ডান পার্শ্বে base ফাইলটি চলে আসবে। এখন ডান পাশের  base টিতে ক্লিক করে Function ক্লিক করুন। নিচ থেকে Kill Sign

পর্ব ৯ ফান্ডামেন্টাল এনালাইসিস পরিচিতি

আসসালামু আলাইকুম ! ডিজিটাল কারেন্সী শিক্ষা পর্ব ৯ এ  আজকে আমরা জানবো ফান্ডামেন্টাল এনালাইসিস কি? ফান্ডামেন্টাল এনালাইসিস মুলত একটা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য নিয়ে গবেষনা করা হয় যেটা দিয়ে বোঝার চেস্টা করা হয় যে এই asset টা সামনে দাম বাড়বে নাকি কমবে ! সব মার্কেটের ফান্ডামেন্টাল এনালাইসিস করার নিজস্ব পদ্ধতি আছে । উদাহরন হিসেবে যেমন শেয়ার বাজারে একটা স্টকের বা সেই কোম্পানীর  ব্যবসার মডেল,মার্কেট শেয়ার,ব্যবসার কৌশল,পরিচালনা কে করছে, এটা কোন ইন্ড্রাস্টির এসমস্ত জিনিস দেখা হয় ! এবং তথ্য হিসেবে দেখা হয় ব্যালান্স শিট,কি পরিমান সম্পদ আছে,দায় কি রকম ,revenue/cashflow  এসব ! এগুলো সবই পাব্লিকের জন্য উন্মুক্ত তথ্য থেকেই গবেষনা করা হয় ! forex market এ দেখা হয় যে যেই কারেন্সী নিয়ে কাজ করছে  সেই দেশের central bank এর বিভিন্ন ঘোষনা,রাজনীতি,যুদ্ধ, মুদ্রাস্ফীতি, সুদের হার,GDP এসব বিষয় ! এই সব এনালাইসিস এর মুল লক্ষ্য হলো একটা asset এর intrinsic value বা আসল  দাম বের করার চেস্টা  করা ! যাতে ভালো ইনভেস্ট করার সুযোগ পাওয়া যায় ! আমরা যেহেতু অন্য মার্কেট এর জন্য ফান্ডামেন্টাল এনালাইসিস করবো !