Skip to main content

Patient Aid অ্যাপস Free ভার্সন থেকে Premium ভার্সন বানান মাত্র 5 মিনিটে।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

 

আজ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে Patient Aid App ফ্রি ভার্সন থেকে Premium ভার্সন বানাবেন। সবকিছু, আনলক হয়ে যাবে।

 

✪ প্রধান প্রধান ফিচার গুলি হচ্ছে ✪

✔ Pro unlocked.

✔ Safe & clean mod.

✔ Original signature changed.

 

[বিঃদ্রঃ অ্যাপ আপডেট হলে Modding System Change হয়ে যায়, তাই কেউ না বুঝে আজে বাজে কমেন্টে করবেন না]

 

প্রিমিয়াম ভার্সন বানানোর জন্য MT Manager, Apktool M and Patient Aid তিনটি অ্যাপস লাগবে।

 

             Mt Manager

             Apktool M

             Patient Aid

 

প্রথমে প্লে স্টোর থেকে Patient Aid অ্যাপটি ডাউনলোড করে নিবেন।

তারপর উপরের ডাউনলোড লিংক থেকে Mt Manager ডাউনলোড করে ইনস্টল করে নিবেন। এরপর Mt Manager দিয়ে Patient Aid অ্যাপ টিকে Extract করে নেন।

এবার Apktool M অ্যাপটি ওপেন করে Patient Aid.apks থেকে Apk তে কনভার্ট করব।

এখন আবারো Mt manager ওপেন করে Patient Aid.apk অ্যাপটি সিলেক্ট করে নিব। classex.dex ক্লিক করার পর Dex Editor Plus চাপ দেন। Select all এর উপর টিক মার্ক দিয়ে Ok বাটনে ক্লিক করুন।

উপরের STRINGS অপশনে ক্লিক করে fiter চাপ দেন। Search বক্সে Premium লিখে Exactly match সিলেক্ট করে OK বাটনে ক্লিক দেন।

Screenshot এ দেখানো Premium লাইনে ক্লিক করুন।

Screenshot এ দেখানো লাইনে ক্লিক করুন।

premium এর উপর মার্ক স্থানে ->M() ক্লিক করে go to তে চাপ দেন।

Screenshot এ দেখানো লাইনে move-result v0 এর পরিবর্তে const/4 v0, 0x1 বসিয়ে দেন।

ব্যাক বাটনে ক্লিক করুন। Screenshot এ দেখানো লাইনে ক্লিক করুন।

একটু উপরে স্ক্রল করুন। মার্ক করা স্থানে ->c তে ক্লিক করে go to চাপ দিন।

c এর উপরে মার্ক করা স্থানে move-result p0 এর পরিবর্তে const/4 p0, 0x1 বসিয়ে দেন।

এখন নিচের দিকে স্ক্রল করে মার্ক করা স্থানে move-result p0 এর পরিবর্তে const/4 p0, 0x1 বসিয়ে দেন।

তারপর ব্যাক বাটনে ক্লিক করতে থাকুন। এরপর save and exit এ চাপ দেন। auto sign এ টিক দিয়ে Ok বাটনে ক্লিক করুন।

ব্যাস কাজ শেষ। এবার আগের install করা অ্যাপ টি uninstall করে মোড করা app টি installed করে অ্যাকাউন্ট টি লগিন করে দেখুন Premium হয়ে গেছে।

 

যারা এই পোস্ট দেখে বুঝেন নাই কিভাবে করতে হবে তারা চাইলে ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন :

 

টিউটোরিয়াল লিংক : ক্লিক here

 

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

 

সকল প্রকার প্রিমিয়াম অ্যাপস, ট্রায়াল বিন, বিভিন্ন মেথড এবং নতুন নতুন ট্রিকস ফ্রিতে পাইতে নিচের গ্রুপে জয়েন হতে পারেন।



Join Our Telegram Channel

The post Patient Aid অ্যাপস Free ভার্সন থেকে Premium ভার্সন বানান মাত্র 5 মিনিটে। appeared first on Trickbd.com.



source https://trickbd.com/android-tips/1631279

Comments

Popular posts from this blog

আবারো ফেইসবুকে নিন আনলিমিটেড ফলোয়ার

আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি। তো বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি এপ যার মাধ্যম আপনারা আপনার আইডিতে যত চান ফলোয়ার বাড়াতে পারবেন। তো শুরু করা যাক…. ফেসবুক হচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট। ইন্টারনেট ব্যবহার করে অথচ তার ফেসবুক একাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমরা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। আর সবাই চেষ্টা করি আমাদের ভার্চুয়াল লাইফটাকে সবার থেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে। আর তার জন্য কতো কিছুই না করি! কিভাবে ফ্যান, ফলোয়ার বাড়ানো যায় কিংবা নিজের ফেসবুক প্রফাইলটাকেও চেষ্টা করি একটু ভিন্ন রূপে সাজাতে। আপনি অবশ্যই ফেসবুক অটো ফলোয়ারের কথা শুনেছেন! আর এই সামান্য কিছু ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নিতে অনেকেই আবার নিজের স্বাধের ফেসবুক আইডিটি তুলে দেয় থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের হাতে। তবে আজকে আমি আপনাদের কে শিখাবো কিভাবে আপনার ফেসবুকে প্রফাইলে আনলিমিটেড ফলোয়ার নিবেন। তবে এটা কোনো অনিরাপদ উপ

৪০০০৳ হাজার টাকার Document Scanner – ‍app Premium বানিয়েন নিন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। Document Scan করার জন্য অত্যন্ত সুন্দর একটি এ্যাপ। CamScanner এর বিকল্প বলতে পারেন, অনেক সহজ ও সাবলিল একটি এ্যাপ। আশা রাখি আপনাদের অনেক কাজে দিবে। আমি শিখি, আমি শেখায়, আমি পৃথিবীতে অজ্ঞ এসেছিলাম তাই জ্ঞান অজর্ন করি [বিঃদ্রঃ এ্যাপ আপডেট হলে Modding System Change হয়ে যায়, তাই কেউ না বুঝে কমেন্টে গালিগালাজ করবেন না]ৎ Modding app Download MT Mananer NP Manager প্রথমে  PlayStore থেকে এ্যাপটি ডাউনলোড করে নিন এবং অ্যাপটি MT Manager দিয়ে Extract করে নিন। একটি APKS ফাইল আসবে ওটাকে Kill ‍Signature করতে হবে। নিচে দেখুন এ্যাপটি ব্যবহার করতে হলে আপনাকে প্রিমিয়াম বানাতে হবে। MT Manager দিয়ে Extract করার পর নিচে দেখুন একটি APKS ফাইল চলে এসেছে। APKS ফাইলে ক্লিক করে View করুন। উপরে দেখুন একটি base ফাইল পাবেন, ওটাকে চেপে ধরে Extract করুন। Extract করার পর ডান পার্শ্বে base ফাইলটি চলে আসবে। এখন ডান পাশের  base টিতে ক্লিক করে Function ক্লিক করুন। নিচ থেকে Kill Sign

পর্ব ৯ ফান্ডামেন্টাল এনালাইসিস পরিচিতি

আসসালামু আলাইকুম ! ডিজিটাল কারেন্সী শিক্ষা পর্ব ৯ এ  আজকে আমরা জানবো ফান্ডামেন্টাল এনালাইসিস কি? ফান্ডামেন্টাল এনালাইসিস মুলত একটা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য নিয়ে গবেষনা করা হয় যেটা দিয়ে বোঝার চেস্টা করা হয় যে এই asset টা সামনে দাম বাড়বে নাকি কমবে ! সব মার্কেটের ফান্ডামেন্টাল এনালাইসিস করার নিজস্ব পদ্ধতি আছে । উদাহরন হিসেবে যেমন শেয়ার বাজারে একটা স্টকের বা সেই কোম্পানীর  ব্যবসার মডেল,মার্কেট শেয়ার,ব্যবসার কৌশল,পরিচালনা কে করছে, এটা কোন ইন্ড্রাস্টির এসমস্ত জিনিস দেখা হয় ! এবং তথ্য হিসেবে দেখা হয় ব্যালান্স শিট,কি পরিমান সম্পদ আছে,দায় কি রকম ,revenue/cashflow  এসব ! এগুলো সবই পাব্লিকের জন্য উন্মুক্ত তথ্য থেকেই গবেষনা করা হয় ! forex market এ দেখা হয় যে যেই কারেন্সী নিয়ে কাজ করছে  সেই দেশের central bank এর বিভিন্ন ঘোষনা,রাজনীতি,যুদ্ধ, মুদ্রাস্ফীতি, সুদের হার,GDP এসব বিষয় ! এই সব এনালাইসিস এর মুল লক্ষ্য হলো একটা asset এর intrinsic value বা আসল  দাম বের করার চেস্টা  করা ! যাতে ভালো ইনভেস্ট করার সুযোগ পাওয়া যায় ! আমরা যেহেতু অন্য মার্কেট এর জন্য ফান্ডামেন্টাল এনালাইসিস করবো !