Skip to main content

Posts

Showing posts from July, 2024

এবার ফ্রিতে ChatGPT-4o ব্যবহার করুন !

হ্যালো গাইজ কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবারো নতুন একটি পোস্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। পোস্টের টাইটেল তোমরা দেখতে পাচ্ছ, আর আশা করি টাইটেল দেখেই বুঝে গেছো যে কি নিয়ে পোস্ট লিখতে  যাচ্ছি। ChatGPT-4o হচ্ছে ChatGPT নতুন ভার্সন। আর এটা ব্যবহার করতে হলে আমাদের অবশ্যই প্রিমিয়াম কিনতে হবে। কিন্তু এখন আমি আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব।   যেখান থেকে আপনি ChatGPT-4o একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন।   তবে একটা কথা আছে এই ওয়েবসাইটের কিছু লিমিটেশন আছে।   এখানে তারা প্রিমিয়াম সাবস্ক্রিপশন বিক্রি করে, এজন্যই প্রথমবার অ্যাকাউন্ট খুললে তারা কিছু ক্রেডিট আপনাকে দিবে। যার মাধ্যমে আপনি ChatGPT-4o ব্যবহার করতে পারবেন।   কিন্তু কিছুক্ষণ পরে এই ক্রেডিট শেষ হয়ে গেলে আপনি আর একাউন্টটি ব্যবহার করতে পারবেন না। আপনাকে তাদের সাবস্ক্রিপশন প্লান ক্রয় করতে হবে।   কিন্তু মজার বিষয় এটা যে আপনি তাদের ওয়েবসাইটে টেম্পমেইল ব্যবহার করে একাউন্ট করতে পারবেন। এর মানে এটা যে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আনলিমিটেড ইউজ করতে

Online এ প্রতিদিন সর্বনিম্নে ২০০ থেকে ১৫০০ টাকা ইনকাম করুন। (Best Income Sources)

অনলাইন ইনকাম দুইটি শব্দ, আর এর মাঝে রয়েছে অনেক আবেগ, অনেক পরিশ্রম, অনেক আগ্রহ, অনেক প্রতারণা আর অনেক আশা আকাঙ্খা। জানিনা আজকের এই পোস্ট আপনাদের কতটুকু উপকারে আসবে, তবে হ্যাঁ আপনারা অবশ্যই অনেক ইনকাম সোর্স পেয়ে যাবেন। যেগুলো সোর্সগুলো থেকে আমি নিজে পেমেন্ট নিয়েছি আর সব থেকে বড় কথা হলো এই ইনকাম সোর্সগুলো এখনো অনেকের অজানা। এমন সব ইনকাম সোর্স আপনাদের দিতে যাচ্ছি যেগুলো থেকে আপনারা প্রথম দিন কাজ করেই পেমেন্ট নিতে পারবেন।আর এসব সোর্স কেও শেয়ার করতে চায় না। এমন সব সোর্স থেকে ইনকাম হয় যেগুলো দেখে আপনাদের চোখ মাথায় উঠে যাবে। আর বলবেন এগুলো থেকেও ইনকাম হয়? এগুলো তো আমরা সব সময় ব্যবহার করি, হায় হায়! চলুন কিছু কাজের সাথে পরিচয় হই।। ১ম ইনকাম সোর্সঃ Facebook Account Create Wait Wait আমি কিন্তু ফেসবুক ভিডিও মনিটাইজ টনিটাইজের কথা বলতেছি না। বরং আপনাকে আনলিমিটেড ফেসবুক একাউন্ট খুলতে হবে। আর সেগুলোর ইউজার আইডি আর পাসওয়ার্ড আর কুকিজ গুগল শীট এ সাজিয়ে রাখতে হবে। প্রতিটি আইডি ৩/৩.২৫৳ টাকা রেইটে বিক্রি হয়। একেকটা আইডি খুলতে সর্বোচ্চ ২-৫ মিনিট সময় লাগে। আর কিভাবে আনলিমিটেড ফেসবুক খুলতে হয় সেই মেথড ট

একদম ফ্রিতে 1.1.1.1 VPN এর আনলিমিটেড Warp+ keys নিয়ে নিন।

আসসালামুয়ালাইকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। 1.1.1.1 ভিপিএন এর আনলিমিটেড Warp+ keys নেয়ার  ট্রিক।   আমরা সবাই জানি যে, বর্তমানে বাংলাদেশ এ কি অবস্থা । এবং VPN অনেক দরকারি একটি প্রিডাক্ট এ পরিনত হয়েছে এই সময় এ । এই সবের মধ্যে সবচেয়ে কাজের এবং পপুলার যেই vpn আমরা ব্যবহার করছি তা হলো 1.1.1.1 vpn  । আজকের এই টিটোরিয়াল এ আমি আপনাদের সাথে 1.1.1.1 vpn  এর আনলিমিটেড Warp+ keys নেওয়ার সিস্টেম দেখিয়ে দিব। তার আগে যারা এখনো এই ভিপিএন টি ইন্সটল করেন নাই তারা নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিন। https://one.one.one.one/ উপরের লিংকে গেলে আপনি 1.1.1.1 vpn  এর official ওয়েবসাইট এর মধ্যে চলে আসবেন। সেখান থেকে আপনার ডিভাইস অনুযায়ী ক্লিক করে ডাউনলোড করে নিবেন। তো আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালটি আমার মোবাইলে সাহায্য করে দেখাবো। এর জন্য সর্ব প্রথমে আমি আমার মোবাইলের মধ্যে 1.1.1.1 vpn  ইন্সটল করে রেখেছি।   আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার ভিপিএন এর মধ্যে আগে থেকেই Warp+ keys করা আছে। কিন্তু তারপরও আমি আপনাদের জন্য আবারও সম্পন্ন প্রসেস টি করে দ

ওয়েবসাইটের পোস্ট রেঙ্ক করছে না? এই বিষয়গুলো সমাধান করুন।

ব্লগিং করা অনেকের জন্যই বিরক্তিকর হয়ে উঠেছে। কারণ, ব্লগ পোস্ট গুগলে (সার্চ ইঞ্জিন) রেংক করছে না। একটি ওয়েবসাইটের কনটেন্ট গুগল এর রেংক করার জন্য অনেক রকমের ফ্যাক্টর রয়েছে। ট্রিকবিডিতে আমি এই বিষয় নিয়ে ইতিমধ্যে পোস্ট করেছি। যে কেন ব্লগ পোস্ট গুগলের রেংক করছে না অথবা র‍্যাংক করার জন্য করনীয় কি কি? আজকের পোস্টে, সার্চ কন্ট্রোল এর উপর এনালাইস করে পোস্ট রেংক করানোর উপায় দেখাবো। ব্লগ পোস্ট রেংক করানোর জন্য গুগল রোবট আপনার কনটেন্টে কিছু আইটেম খুঁজে। এই আইটেমগুলো কিভাবে চেক করবেন, কিভাবে পাবেন এবং এই আইটেমগুলোর মাধ্যমে কিভাবে পোস্ট এসইও করবেন তা বিস্তারিতভাবে দেখাবো। এসইও এর ক্ষেত্রে valid items গুলোর গুরুত্ব সাধারণত একটি ব্লগ পোস্ট করার পর সেটিকে যখন গুগলে ইনডেক্স করার জন্য গুগল রোবট আপনার পোষ্টের লিংকে আসবে। গুগলের এই রোবট আপনার পোষ্টের মধ্যে থাকা কিছু আইটেম ডিটেক্ট করবে। আইটেম গুলো কি একসাথে নামে পরিচিত সেই বিষয়টা আমার জানা নেই। তবে প্রত্যেকটি আইটেমের আলাদা আলাদা নাম রয়েছে। আর যখন রোবট এই আইটেম গুলোর ডিটেক্ট করতে পারে। তখন গুগল সিদ্ধান্ত নেয় আপনার পোস্ট কত নম্বর রেংকিংয়ে রাখবে।

Patient Aid অ্যাপস Free ভার্সন থেকে Premium ভার্সন বানান মাত্র 5 মিনিটে।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ! সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।   আজ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে Patient Aid App ফ্রি ভার্সন থেকে Premium ভার্সন বানাবেন। সবকিছু, আনলক হয়ে যাবে।   ✪ প্রধান প্রধান ফিচার গুলি হচ্ছে ✪ Pro unlocked. Safe & clean mod. Original signature changed.   [বিঃদ্রঃ অ্যাপ আপডেট হলে Modding System Change হয়ে যায়, তাই কেউ না বুঝে আজে বাজে কমেন্টে করবেন না]   প্রিমিয়াম ভার্সন বানানোর জন্য MT Manager, Apktool M and Patient Aid তিনটি অ্যাপস লাগবে।                Mt Manager              Apktool M              Patient Aid   প্রথমে প্লে স্টোর থেকে Patient Aid অ্যাপটি ডাউনলোড করে নিবেন। তারপর উপরের ডাউনলোড লিংক থেকে Mt Manager ডাউনলোড করে ইনস্টল করে নিবেন। এরপর Mt Manager দিয়ে Patient Aid অ্যাপ টিকে Extract করে নেন। এবার Apktool M অ্যাপটি ওপেন করে Patient Aid.apks থেকে Apk তে কনভার্ট করব। এখন আবারো Mt manager ওপেন করে Patient Aid.apk অ্যাপটি সিলেক্ট করে নিব। classex.dex ক্