Skip to main content

ফ্রিতে টেম্পরারি usa,uk,canada নাম্বার 🇺🇸🇺🇲 ভ্যারিফিকেশন করূন OTP সহ ( সাথে লাইভ wallmart account ডেমোসহ)

ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম

আমাদের কখনো কখনো বিভিন্ন ওয়েবসাইট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টস, সাবস্ক্রিপশন বেইজড প্ল্যাটফর্ম, ভিপিএন ইত্যাদি ব্যবহার করতে হয়।এসব সার্ভিস ব্যবহারের জন্য রেজিস্ট্রেশন এর‌ যেই প্রসেস থাকে সেখানে আমাদের ইনফরমেশন সাবমিট করতে হয়। কখনো কখনো শুধু জিমেইল আবার কখনো কখনো usa নাম্বার ও দিতে হয়। এসব জায়গায় প্রায়সময় OTP ভ্যারিফিকেশন করতে হয়।অর্থাৎ সাইটে একটি আমেরিকান নাম্বার প্রদান করতে হয় যেখানে একটি One Time Password যাবে। সেটি দিয়ে আবার সাইটে দিয়ে ভ্যারিফিকেশন করা লাগে।

এটির জন্য অনেকে পেইড ভার্চুয়াল নাম্বার ক্রয় করে থাকে। আবার সবার হয়তো এই পেইড নাম্বার কেনা সম্ভব হয়না। গুগলে যদি আপনি এই ভ্যারিফিকেশনের জন্য খোঁজেন তাহলে এমন অনেক সাইট চলে আসে যেগুলো পুরোপুরি scam.এসব সাইট শুধুমাত্র আপনাকে ট্রাফিক বানিয়ে মনিটাইজেশনে আয় করে থাকে।

আজকে আমি দেখাবো একটি সেরা Legit সাইট। এই সাইট থেকে আপনারা Usa number 🇺🇲 একদম সম্পুর্ন otp সহকারে ব্যবহার করতে পারতেন। অর্থাৎ নাম্বারে যে ম্যাসেজ যাবে সেটি আপনাকে show করবে।


এই টেম্পরারি নাম্বার ব্যবহারের কিছু সুবিধা অসুবিধার কথা চিন্তা করা যাক

সর্বপ্রথম আপনাকে এটি মাথায় রাখতে হবে এটি সম্পূর্ণ টেম্পরারি বা খুব অল্পক্ষনের জন্য সার্ভিস দেয়ার জন্য।

এটি দিয়ে কখনো আপনারা লং টার্ম ব্যবহার করতে পারবেন না। এখন একবার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার পর ভবিষ্যতে আপনি সেই নাম্বার নাও পেতে পারেন।
এটির জন্য বলবো whatsapp,telegram ইত্যাদি সার্ভিসগুলোর কথা। আপনি এই temporary নাম্বার দিয়ে সেগুলোর একাউন্ট করতে গেলে হয়তোবা আপনাকে‌ রেস্ট্রিকশন করে দিবে কিংবা আপনি হয়তো সেগুলোতে একাউন্ট করতে সম্ভব হলেও সেটি কখনো দীর্ঘস্থায়ী হবে না।আবার যেই সাইটে রেজিষ্ট্রেশন করেন না কেন সেটিতে যদি আরেকজন এই এক‌ই নাম্বার দিয়ে পূনরায় রেজিস্ট্রেশন করে তাহলে আপনি হয়তো সার্ভিস হারাতে পারেন।

কাদের জন্য এই সাইটটি বা নাম্বারগুলো উপযোগী?

ধরা যাক আপনি সার্ভে ( survey) এর কাজ করেন socks5ip দ্বারা। এসব সার্ভেতে বিভিন্ন ধরনের task থাকে। এসব task এর মধ্যে থাকে হয়তো কোনো একটি ওয়েবসাইটে registration করা।‌সেখানে রেজিস্ট্রেশন করতে গেলে হয়তো USA নাম্বর চাইছে তখন আপনি এই সাইটটি ব্যবহার করতে‌ পারেন। আবার ধরা যাক আপনি কোনো একটি ভিপিএন ব্যবহার করতে চাইছেন কিংবা এমন কোনো cloud gaming প্ল্যাটফর্মে ফ্রি একাউন্ট করতে চাইছেন তাহলে এটি ব্যবহার করতে পারেন।আবার আপনার কাছে হয়তো কোনো redeem code কিংবা gift card আছে যেটি ক্লেইম করতে গেলে দেখা গেল usa number চাইছে সেটির জন্য আপনাদের এই সাইটটি লাগতে পারে।
অর্থাৎ খুব অল্পক্ষনের জন্য বৃবহার করবেন এমন সার্ভিসের জন্য‌ই এই নাম্বারগুলো উপযোগী। এগুলো কোনোমতেই ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম যেমন paypal কিংবা‌ লং টার্ম সার্ভিস ব্যবহারের জন্য না।আপনি এসব সাইটগুলোতে যদি কোনোভাবে রেজিস্ট্রেশন করতেও সক্ষম হন তাহলে ভবিষ্যতে হয়তো জটিলতার মধ্যে পড়তে পারেন।

এবার আসা যাক নাম্বার ভ্যারিফিকেশন এর সাইটটি নিয়ে

সাইটটির লিংক (এখানে ক্লিক করুন)


বেশ কয়েকটি দেশের নাম্বার আছে।

প্রথমে আমি একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম Walmart এ একাউন্ট করবো।‌ এই Walmart ইউএস‌এ বেইজ কোম্পানি হ‌ওয়ায় সেখানে usa number একদম otp ভ্যারিফিকেশন ছাড়া একাউন্ট করা যায়না। সাইটটির number দিয়ে আমি সেটিই এখন করে দেখাবো।

এজন্য আমি usa vpn কানেক্ট করে wallmart এর একাউন্ট সেকশনে গেলাম।এখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার দিতে হবে। আমি এরপর সাইটে গেলাম। সেখানে কোন usa নাম্বারটি অ্যাকটিভ আছে সেটি খুঁজে বের করে সেটি কপি করলাম।

এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারটি অ্যাকটিভ অবস্থায় আছে।সেটি কপি করলাম। অতি অবশ্যই +এর পর ১ ডিজিট বাদে বাদবাকি অংশ কপি করবেন। কারন সেটি কান্ট্রিকোড। এখানে ভালোভাবে নাম্বারটি খেয়াল করুন।আমি কপি করে registration এর জায়গায় বসিয়ে দিলাম। এসময় এই tab মিনিমাইজ করে রাখবেন।

এরপর আপনাকে Walmart otp ভ্যারিফিকেশন করতে বলবে।
“আপনি অতি অবশ্যই ৭-১০ সেকেন্ড অপেক্ষা করার পর number টির এখানে click button to varify দিয়ে recieve message এ ক্লিক করবেন”
কারন সার্ভার থেকে নাম্বারে OTP পৌছাতে আর number থেকে মেসেজ সার্ভারে যেতে সামান্য সময় লাগে।


দেখুন আমাকে এখানে wallmart এর কোডটি দেখাচ্ছে। আমি সেটি wallmart এর otp এর জায়গায় বসিয়ে দিলাম।

দেখুন নাম্বারটা কিন্তু হুবহু ওয়েবসাইটের same.এরপর সেখানে কোডটি দিলেই আমার wallmart এ usa number দিয়ে একাউন্ট করা সম্পূর্ণ হবে।

দেখুন আমার জিমেইলে wallmart একাউন্ট তৈরির mail চলে আসছে।

তো, আজ এই পর্যন্তই।আশা করি সবার উপকার হবে।ধন্যবাদ।

The post ফ্রিতে টেম্পরারি usa,uk,canada নাম্বার 🇺🇸🇺🇲 ভ্যারিফিকেশন করূন OTP সহ ( সাথে লাইভ wallmart account ডেমোসহ) appeared first on Trickbd.com.



source https://trickbd.com/tricks/1625562

Comments

Popular posts from this blog

জনপ্রিয় এনিমে Attack on Titan Season 1 & 2 হিন্দি ডাব | দেখুন ও ডাউনলোড করুন

Attack on Titan (Shingeki no Kyojin) হল এক জনপ্রিয় জাপানি এনিমে, যা বর্তমান সময়ে অনেক জনপ্রিয়। কিছু দিন আগেই এই এনিমেটির সিজন ১ ও ২ এর অফিশিয়াল হিন্দি ডাব রিলিজ হয়েছে। আপনি হিন্দি ডবে এই এনিমেটি দেখতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য! এই পোস্টটি থেকে আপনি বিনামূল্য এমিটিকে ডাউনলোড করে দেখতে পারবেন। Attack on Titan Season 1 হিন্দি ডাব Attack on Titan-এর প্রথম সিজনে আমরা দেখি, কীভাবে ইরেন ইয়েগার এবং তার বন্ধুরা ভয়ানক টাইটানদের বিরুদ্ধে লড়াই করে। হঠাৎ এক বিশাল আকারের টাইটান ওয়াল মারিয়া ভেঙে শহরে আক্রমণ চালায়, যা মানবজাতির জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। ইরেন প্রতিজ্ঞা করে, সে সমস্ত টাইটান ধ্বংস করবে এবং মানবতার প্রতিশোধ নেবে। সম্পূর্ণ এনিমেটিকে ডাউনলোড করে বিস্তারির কাহিনি দেখুন। সিজন ১ এর সরাসরি ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম – Pixeldrain Download Link – Zip File (5.30 GB) Mega – Zip FIle Attack on Titan Season 2 হিন্দি ডাব দ্বিতীয় সিজনে গল্প আরও রহস্যময় মোড় নেয়। নতুন নতুন টাইটানদের পরিচয় পাওয়া যায় এবং জানা যায় কিছু পরিচিত চরিত্ররাও আসলে টাইটান রূপান্তরিত। ইরেন ও তার দল মানব...

Glutathione – গায়ের রঙ ফর্সা করতে কার্যকারিতা, ব্যবহার এবং সাইড ইফেক্ট সম্পর্কে সবকিছু (Skin health)

আসসালামু আলাইকুম   আজকের আলোচনায় আমরা জানবো Glutathione  এর কার্যকারিতা, ব্যবহার, এবং সাইড ইফেক্ট নিয়ে। আশা করছি আপনাদের জন্য এটি উপকারী হবে।  Glutathione এর কাজ কি? (benefits of glutathione) গ্লুটাথিওয়ন বর্তমান সময়ে, বহুল জনপ্রিয় একটি সাপ্লিমেন্ট ত্বক ফর্সা ও উজ্জ্বল করার জন্য। এছাড়াও গ্লুটাথিওয়ন (Glutathione) নেওয়ার পর শরীরের ইমিউনিটি সিস্টেম বেড়ে যায়, লিভার ডিটক্স (পরিষ্কার হয়) এবং রক্তের বিভিন্ন দুষণ সমস্যা গুলোও ঠিক করে দেয়। দেখা গেছে যে, যাদের মুখের ত্বক, শরীরের অন্যান্য অংশ থেকে, কম উজ্জল হয়ে থাকে তাও এক রকম করে দেয় গ্লুটাথিওয়ন। এক কথায় সারা শরীরের ত্বকের উপর কাজ করে। এছাড়াও আমাদের ত্বক বেশী রোদ্রে যাওয়ার ফলে কালচে (ট্যান) হয়ে যায়, এটাও দ্রুত হিল করে গ্লুটাথিওয়ন। এমনকি শরীরের বিভিন্ন ক্ষত ও দ্রুত সারিয়ে তোলে গ্লুটাথিওয়ন এর পরিমান শরীরে বেশি থাকলে। তবে কসমেটিকস জগতে গ্লুটাথিওয়ন এর একটি ফলাফল হলো স্কিন উজ্জ্বল, ও ২/৩ সেড ফর্সা করা, যার কারনে এটি বহুল পরিচিত। এটি কি সবার জন্য কাজ করে? উত্তর হচ্ছে, অনেকটাই করে। তবে যাদের ত্বক অলরেডি উজ্জ্বল, তাদের ক্ষেত্রে এতট...

Capcut এ বাংলাতে লিখতে পারবেন এখন থেকে খুব সহজেই!!

আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা Capcut এপ এ বাংলা ফন্ট ব্যবহার কর‍তে পারবেন তাও আবার খুব সহজেই। আশা করবো পোস্টটি আপনাদের কাজে লাগবে। আপনারা জানেন Capcut একটা জনপ্রিয় ভিডিও এডিটিং এপ। ভিডিও এর পাশাপাশি Capcut এর বর্তমান আপডেট গুলোর দরুন এখন ফটো এডিটিং এও এই এপ এর প্রচুর ব্যবহার রয়েছে। এই এপটা খুবই জনপ্রিয় হওয়া সত্ত্বেও এই এপ এ বাংলা ফন্ট ব্যবহার করা যায় না। অনেকেই অনেক ভাবে চেষ্টা করেছেন হয় তো বাংলা ফন্ট ব্যবহার করার, কেউ পেরেছেন কেউ পারেন নি। আজকের পোস্ট টা তাদের জন্য যারা পূর্বে ব্যার্থ হয়েছিলেন। আমি ১০০% গ্যারান্টি দিচ্ছি, আজকের পোস্ট ফলো করলে আপনাদের Capcut এপ এ বাংলা ফন্ট ইউজ করতে কোনো সমস্যাই হবে না।   Capcut এপ এ বাংলা ফন্ট লেখার উপায় Capcut এপ এ বাংলা ফন্ট সরাসরি ব্যবহার করা যাবে না। তবে আপনাদের আমি আজকে যে ট্রিক্স দেখাবো সেটার মাধ্যমে একদম সহজেই Capcut এ আপনারা বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে এবার মূল কাজে চলে যাই। ১. প্রথমেই Cap...