Skip to main content

Posts

Showing posts from June, 2024

Thumbnail Maker অ্যাপস Free ভার্সন থেকে Premium ভার্সন বানান মাত্র ২ মিনিটে। আর হয়ে যান মোডার।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ! সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।   আজ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে Thumbnail Maker অ্যাপ ফ্রি ভার্সন থেকে Premium ভার্সন বানাবেন। সবকিছু আনলক হয়ে যাবে।   ✪ প্রধান প্রধান ফিচার গুলি হচ্ছে ✪ Pro unlocked. Safe & clean mod. Original signature changed.   [বিঃদ্রঃ অ্যাপ আপডেট হলে Modding System Change হয়ে যায়, তাই কেউ না বুঝে আজে বাজে কমেন্টে করবেন না]   প্রিমিয়াম ভার্সন বানানোর জন্য MT Manager And Thumbnail Maker দুইটি অ্যাপস লাগবে। নিচে ডাউনলোড লিংক দেয়া হলো।                 Mt Manager               Thumbnail Maker App   প্রথমে প্লে স্টোর থেকে Thumbnail Maker অ্যাপটি ডাউনলোড করে নিবেন। তারপর উপরের ডাউনলোড লিংক থেকে Mt Manager ডাউনলোড করে ইনস্টল করে নিবেন। এরপর Mt Manager দিয়ে Thumbnail Maker অ্যাপ টিকে Extract করে নেন। Mt Manager বা Antisplit দিয়ে apks ফাইল টিকে apk তে Convert করে নেন। Thumbnail Maker Apk তে ক্লিক করে View te চাপ দেন। Classex.dex ক্লি

High Graphics বেস্ট ৩টি Horror গেমস !! একবার হলেও আপনার খেলে দেখা উচিত।

আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে চলে আসলাম নতুন কিছু গেমের রিভিউ নিয়ে। আমি প্রায় অনেক ধরণের গেমের রিভিউই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি যেমনঃ শুটিং, ফাইট, স্টিকম্যান, সার্ভাইভাল, ফুটবল, ক্রিকেট, জম্বি ইত্যাদি কিন্তু এখানে একটা ক্যাটাগরির গেম শেয়ার করা হয় নি। যেটা না করলে হয়তো সব গুলো ক্যাটাগরি ফুল-ফিল ই হবে না। আর সেটা হলো হরর গেম। হরর মুভি, হরর ওয়েবসিরিজ ইত্যাদি দেখতে আমরা অভ্যাস্ত আছি অনেকেই। আবার অনেকেই হরর গেম খেলতেও ভালোবাসেন। প্লে স্টোরে এমন অনেক গেম আছে যেগুলো বেশ হরর ফিল দেয়। কিন্তু অনেকেই আছেন আবার ভালো হরর গেম খুজে পান না। তাই আজকের পোস্টে ৩ টা হরর গেম সাজেস্ট করবো যেগুলো খেললে আপনার এটা মনে হবে না যে, এম্বি নষ্ট করলাম। কারণ এই গেম গুলো হরর হওয়ার পাশাপাশি প্রতিটা গেমেই পাজেল সলভ, এডভেঞ্চার, সার্ভাইভাল, শুটিং এর মতো কিছুটা ভাইভ এর পাশাপাশি লেভেল থাকবে। যা খেলে যদি আপনারা ভুতুরে ফিল নাও পান তাহলেও অন্তন ওগুলো উপভোগ করতে পারবেন। আর যদি এই গেম খেলে ভুতুরে ফিল নিতে চান তাহলে রাতে কানে হেডফোন লাগিয়ে একা একা খেলবেন। তাহলে বুঝতে পারবেন ভুতুরে

জনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস ওসমান এর সিজন-০৪ এর উর্দু বা হিন্দি ভাষার ১১ থেকে ২০তম পর্ব ডাউনলোড করে নিন।

জনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস ওসমান নিয়ে আর তেমন কিছু বলার নাই। কারণ আমরা যারা এই সিরিজটি সম্পর্কে অবগত রয়েছি, তারা জানি যে এই সিরিজটি কতটা জনপ্রিয়। ইতিমধ্যে এই সিরিজটি নিয়ে বেশ কয়েকবার পোস্ট করা হয়েছে। আমি এর আগেও এই সিরিজটি নিয়ে বেশ কয়েকটি পোস্ট করেছিলাম। সর্বশেষ আমি ঘোষণা দিয়েছিলাম যে কুরুলুস ওসমান সিজন-৪ এর উর্দু ভাষায় ডাবিংকৃত ১০টি করে এপিসোড এর ডাউনলোড লিংক আপলোড করব আলাদা আলাদা পোস্ট আকারে। যার প্রেক্ষিতে আমি এই সিরিজের প্রথম ১০টি পর্বের ডাউনলোড লিংক আপনাদের সাথে শেয়ার করেছি। যদি কেউ উক্ত পোস্টটি মিস করে থাকেন তাহলে নিচের লিংকটি ফলো করতে পারেন। পূর্বের পর্বের ডাউনলোড লিংক:  প্রথম পর্ব : জনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস ওসমান এর সিজন-০৪ এর উর্দু বা হিন্দি ভাষার প্রথম ১০টি পর্ব ডাউনলোড করে নিন। আজকের পোস্টের মাধ্যমে আমি আপনাদের সাথে জনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস ওসমান সিজন-৪ এর উর্দু ভার্সন অর্থাৎ উর্দু ভাষায় ডাবিংকৃত ১১ থেকে ২০ তম পর্বের ডাউনলোড লিংক শেয়ার করব। উক্ত পর্বগুলির ডাউনলোড লিংক পেতে নিচের দিকে ফলো করুন। ডাউনলোড লিংক: কুরুলুস ওসমান সিজন-০৪ এর ১১ থেকে ২০ এপিসোড বা পর

Telegram এ কিভাবে শিডিউল মেসেজ পাঠাবেন।

আসসালামু আলাইকুম । প্রিয় Trickbd বাসী , সবাই কেমন আছেন ? আজ আমি আপনাদের জন্য আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম । পোস্টটি কি নিয়ে হবে তা তো আপনারা টাইটেল দেখেই বুঝে গেছেন । তবুও আবার বলছি আজ আমরা জানবো টেলিগ্রাম এ কিভাবে শিডিউল মেসেজ পাঠানো যায় । তো চলুন আজকের পোস্টটি শুরু করা যাক । ধরুন , আপনার কোনো ফ্রেন্ড এর আগামীকাল জন্মদিন । তখন তো আপনি তাকে wish করার জন্য রাত ১২ টা পর্যন্ত এর জেগে থাকবেন না । তাই আপনার জন্য আজকের এই পোষ্টটি। টেলিগ্রাম এ শিডিউল মেসেজ পাঠানোর পদ্ধতি : টেলিগ্রাম এ শিডিউল মেসেজ পাঠাতে হলে প্রথমে চলে যেতে হবে টেলিগ্রাম এ । তারপর আপনি যাকে মেসেজ পাঠাতে চান তার চ্যাট এ চলে যাবেন । তারপর আপনার কাঙ্খিত মেসেজ লিখে সেন্ড বাটনে ক্লিক করে ধরে রাখবেন । তারপর Schedule Message এ ক্লিক করবেন । তারপর মেসেজ কোন তারিখের কোন সময় মেসেজ পাঠাতে চান টা নির্ধারণ করবেন। ব্যাস সেন্ড এ ক্লিক করলেই আপনার set করা সময় অনুযায়ী আপনার মেসেজ চলে যাবে । আপনি অফলাইন এ থাকুন , আপনার ফোন অফ থাকুক না কেনো আপনার set করা সময়ে মেসেজটি তার ফোনে চলে যাবে । এই দেখুন আমার set করা সময়

ফ্রিতে টেম্পরারি usa,uk,canada নাম্বার 🇺🇸🇺🇲 ভ্যারিফিকেশন করূন OTP সহ ( সাথে লাইভ wallmart account ডেমোসহ)

ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম আমাদের কখনো কখনো বিভিন্ন ওয়েবসাইট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টস, সাবস্ক্রিপশন বেইজড প্ল্যাটফর্ম, ভিপিএন ইত্যাদি ব্যবহার করতে হয়।এসব সার্ভিস ব্যবহারের জন্য রেজিস্ট্রেশন এর‌ যেই প্রসেস থাকে সেখানে আমাদের ইনফরমেশন সাবমিট করতে হয়। কখনো কখনো শুধু জিমেইল আবার কখনো কখনো usa নাম্বার ও দিতে হয়। এসব জায়গায় প্রায়সময় OTP ভ্যারিফিকেশন করতে হয়।অর্থাৎ সাইটে একটি আমেরিকান নাম্বার প্রদান করতে হয় যেখানে একটি One Time Password যাবে। সেটি দিয়ে আবার সাইটে দিয়ে ভ্যারিফিকেশন করা লাগে। এটির জন্য অনেকে পেইড ভার্চুয়াল নাম্বার ক্রয় করে থাকে। আবার সবার হয়তো এই পেইড নাম্বার কেনা সম্ভব হয়না। গুগলে যদি আপনি এই ভ্যারিফিকেশনের জন্য খোঁজেন তাহলে এমন অনেক সাইট চলে আসে যেগুলো পুরোপুরি scam.এসব সাইট শুধুমাত্র আপনাকে ট্রাফিক বানিয়ে মনিটাইজেশনে আয় করে থাকে। আজকে আমি দেখাবো একটি সেরা Legit সাইট। এই সাইট থেকে আপনারা Usa number একদম সম্পুর্ন otp সহকারে ব্যবহার করতে পারতেন। অর্থাৎ নাম্বারে যে ম্যাসেজ যাবে সেটি আপনাকে show করবে। এই টেম্পরারি নাম্বার ব্যবহারের কিছু সুবিধা অসুবিধা