Skip to main content

AZ Screen Recorder Premium বানিয়ে নিন নিজেই।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। আপনারা যারা মোবাইলে ভিডিও তৈরী করেন তাদের জন্য জনপ্রিয় একটি AZ Screen Recorder। এই এ্যাপটি যদি ক্রয় করতে চান তাহলে প্রায় 1300 টাকার মত খরচ করতে আমি আপনাক ফ্রিতে কিভাবে প্রিমিয়াম নিবেন আজকে দেখাবো, চলুন শুরু করা যাক।

Modding app গুলো আমার টেলিগ্রাম চ্যানেলে Pin করে দেওয়া আছে ডাউনলোড করে নিন।

  • প্রথমে Playstore থেকে এ্যাপটি ডাউনলোড করার পর MT Manager দিয়ে  Extract করে নিবেন। Extract করার পর apks নামের একটি ফাইল আসবে ওটা শুধু apk বানিয়ে নিবেন। apk বানানোর জন্য Antisplit VIP, Antisplit X, NP Manager যে কোন একটি ব্যবহার করতে পারেন।

 

  • apk বানানো হয়ে গেলে MT Manager গিয়ে এ্যাপটি View করুন।

  • View করার পর একটি Resource ফাইল পাবেন ওটাতে ক্লিক করে Arsc Editor ক্লিক করুন।

  • তারপর নিচে দেখানো জায়গাতে ক্লিক করুন।

  • তারপর id লিখাতে ক্লিক করুন।

  • তারপর থ্রিডট আইকনে ক্লিক করে Filter গিয়ে action লিখে সার্চ করুন।

  • তারপর খুজে বের করুন action_upgrade ওটাতে চেপে ধরে id কপি করুন।

  • id কপি করার পর একটু Back এসে Classes ফাইলে যে কোন একটিতে ক্লিক করুন।

  • এখন Dex Editor Plus সিলেক্ট করুন।

  • Select all & ok করুন।

  • তারপর কপিকৃত id পেস্ট করে সেটিং গুলো দিয়ে ওকে করুন।

  • নিচে দুটি কোড আসবে আপনি উপরের কোডটিতে ক্লিক করুন।

  • এখন নিচে দেখানো জায়গাতে goto করুন।

  • নিচে দেখানো জায়গাতে প্রিমিয়াম কোড বসিয়ে দিন।

  • সেভ করে এ্যাপ ওপেন করুন দেখুন প্রিমিয়াম হয়ে গিয়েছে।

 

[যদি কেউ পোস্ট পড়ে মুড করতে না পারেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন।]

[এ্যাপ মুড করার পর যদি App not Install দেখায় তাহলে PlayStore কিছুক্ষনের জন্য Disable করে নিন তার পর Install করুন। Install হয়ে গেলে আবার PlayStore টি setting এগিয়ে Enable করে দিন, তারপর ও যদি না পারেন তাহলে টেলিগ্রাম থেকে ভিডিও দেখে নিতে পারেন।]

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

Join Our Telegram Channel

Join Our Discussion Group

The post AZ Screen Recorder Premium বানিয়ে নিন নিজেই। appeared first on Trickbd.com.



source https://trickbd.com/android-tips/1614504

Comments

Popular posts from this blog

আবারো ফেইসবুকে নিন আনলিমিটেড ফলোয়ার

আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি। তো বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি এপ যার মাধ্যম আপনারা আপনার আইডিতে যত চান ফলোয়ার বাড়াতে পারবেন। তো শুরু করা যাক…. ফেসবুক হচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট। ইন্টারনেট ব্যবহার করে অথচ তার ফেসবুক একাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমরা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। আর সবাই চেষ্টা করি আমাদের ভার্চুয়াল লাইফটাকে সবার থেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে। আর তার জন্য কতো কিছুই না করি! কিভাবে ফ্যান, ফলোয়ার বাড়ানো যায় কিংবা নিজের ফেসবুক প্রফাইলটাকেও চেষ্টা করি একটু ভিন্ন রূপে সাজাতে। আপনি অবশ্যই ফেসবুক অটো ফলোয়ারের কথা শুনেছেন! আর এই সামান্য কিছু ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নিতে অনেকেই আবার নিজের স্বাধের ফেসবুক আইডিটি তুলে দেয় থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের হাতে। তবে আজকে আমি আপনাদের কে শিখাবো কিভাবে আপনার ফেসবুকে প্রফাইলে আনলিমিটেড ফলোয়ার নিবেন। তবে এটা কোনো অনিরাপদ উপ

২০ টি দারুন Android Customization Tips, Tricks & Hacks!

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন। Android Tips & Tricks নিয়ে তেমন পোস্ট করা হয়নি আমার দ্বারা। তাই ভাবলাম এটা নিয়ে একটি পোস্ট করেই ফেলি। আজ থেকে কয়েক বছর আগেও Trickbd থেকে শুরু করে YouTube, Facebook সব জায়গাতেই Android User রা প্রচুর Customization, Tricks ব্যবহার করতো। কিন্তু এখন আর এগুলো করতে খুব একটা দেখা যায়না। কারন এখন Android এ অনেক ভালো ভালো Feature দেওয়াই থাকে। তবুও এমন অনেক ফিচারই রয়েছে যেগুলো Hidden থাকে, নয়তোবা অনেকেই এগুলো সম্পর্কে জানে না। এমনই ২০ টি android customization tips & tricks নিয়ে হাজির হলাম। বিশেষ করে যারা জানেন না তাদের জন্যেই পোস্টটি করা। আর যারা জানেন তারা Ignore করেন। আমার কোনো সমস্যা নেই। আমরা সবাই জানি Android এ ব্যবহার করার জন্য প্রচুর Tricks আছে। সেটা যে কারনেই ব্যবহার করা হোক না কেন। Android এ যেসব Features আছে তা নিয়ে নিয়ে বই লেখা যাবে তবুও শেষ করা যাবে না। ইউটিউবে এ নিয়ে প্রচুর ভিডিও আছে। এই পোস্টে যা আপনার এন্ড্রয়েড ব্যবহার করার স্বাদ আরো বাড়িয়ে দিবে। আমি জানি এই মুহূর্তে যার

Python project: নিজেই নিজের Youtube Downloader বানিয়ে নিন..[Feel like a Developer]

আসসালামু আলাইকুম ইউটিউব ডানলোডার একটি পাইথন প্রজেক্ট। এই প্রজেক্টের উদ্দেশ্যটি হ’ল আপনার ডিভাইসে ইউটিউব থেকে দ্রুত এবং সহজ উপায়ে যে কোনও ধরণের ভিডিও ডাউনলোড করা। এই পাইথন প্রজেক্টে , যে ইউটিউব ভিডিও ইউআরএলটি ডাউনলোড করতে চান তা কপি করতে হবে এবং সেই URL টি পেস্ট করতে হবে এবং ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে, এটি ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড শুরু করবে। ভিডিও ডাউনলোড শেষ হয়ে গেলে, এটি ডাউনলোড বাটনের নীচে উইন্ডোতে একটিমেসেজ ‘ডাউনলোড’ পপআপ দেখাবে. Project prerequisite Downloader তৈরির জন্য আমরা Python, Tkinter, pytube লাইব্রেরি ব্যবহার করব। Tkinterএকটি স্ট্যান্ডার্ড GUI লাইব্রেরি এবং এটি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য ব্যবহৃত একটি GUI অ্যাপ্লিকেশন. পাইথনে ইউটিউব ভিডিও ডাউনলোডার তৈরি করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি: Import libraries Create display window Create field to enter link Create function for storage Create function to start downloading আমি pydroid3 ব্যাবহার করতেছি। আপনি আপনার ইচ্ছামত কোড এডিটর ব্যবহার করতে পারেন। প্রয়োজনীয় মডিউলগুলি ইনস্টল করতে কমান্ড লাইনে পিপ