Skip to main content

CarX Street – চলে এলো অসাধারণ এক Open-World Mobile Car Racing Game

 CarX Street – এটাই প্রথম Open-World Online Mobile Car Racing Game.

Online Mobile Car Racing এর Game এর কথা শুনতেই আমাদের প্রথমে মাথায় আসে Asphalt 9 এর কথা। কিন্তু এই Game টি Asphalt 9 এর মতো নয়।

Asphalt 9 শুধুমাত্র একটি Futuristic Car Racing Game, কিন্তু CarX Street Open-World Realistic Car Racing Game. Open-World মানে হচ্ছে আপনি একটি বড় Map এ নিজের ইচ্ছে মতো ঘুরতে পারবেন, অনেকটা Vice City Game এর মতো। অন্যান্য Real Players দের সাথে Racing করতে পারবেন। এই Game আপনাকে অনেকটা Need for Speed Most Wanted এর feel দিবে।

এই Game এর control gyroscope এর মাধ্যমেও সহজে করতে পারবেন।

 

Game টির আসল মজা নিতে চাইলে, আপনাকে game টি খেলে খেলে টাকা আয় করতে হবে, যা দিয়ে অসাধারণ গাড়ি কিনতে পারবেন।

 

Club এ join করে Racing করে অনেকটাই Need for Speed Most Wanted Blacklist এর মতো feel পাবেনঃ

 

Game এর physics, control আর graphics আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবে।

যেহেতু আজকেই game টি Android device এর জন্যে release হয়েছে, তাই low এবং mid range mobile device এ ঠিকমতো হয়তো support করবে না। তবে iOS device এবং high-end device এ ভালোই চলবে। আর ধীরে ধীরে হয়তো game developers রা বেশকিছু mid-end mobile device এর জন্যে game টি optimize করতে সক্ষব হবেন।

আর Playstore থেকে Download করার জন্যে Russia এর VPN connect করে Playstore App এর Data clear করতে হবে। এক্ষেত্রে Power VPN app টি ব্যবহার করতে পারেন। Playstore এ যখন 1% download হয়ে যাবে, তখন VPN disconnect করে দিবেন ভালো internet speed পাবার জন্যে।

Game open করতে বা খেলতে কোনো VPN connect করা লাগবে না।

Game এর Map open করে Online status করে নিয়ে পরিচিত Friends দের সাথেও Racing করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে আর আপনার Friend কে Map এর একই জায়াগায় দেখা করতে হবে। এই game এ Friends add করার কোনো option নেই। প্রথমে হয়তো আপনার একটু অসুবিধা হতে পারে Game টির option গুলো বুঝতে, তবে খেলতে থাকলে, শিখে যাবেন আর YouTube এ search করেও বিভিন্ন tutorials পেয়ে যাবেন।

নিচের CarX Street এর এই video টি দেখলে, আপনি মুদ্ধ হয়ে অবশ্যই game টি খেলতে আগ্রহী হবেনঃ

Join করতে পারেন আমাদের CarX Street এর Facebook Group এবং Messenger Group Chat এঃ https://linktr.ee/carx.street

The post CarX Street – চলে এলো অসাধারণ এক Open-World Mobile Car Racing Game appeared first on Trickbd.com.



source https://trickbd.com/games-review/828180

Comments

Popular posts from this blog

জনপ্রিয় এনিমে Attack on Titan Season 1 & 2 হিন্দি ডাব | দেখুন ও ডাউনলোড করুন

Attack on Titan (Shingeki no Kyojin) হল এক জনপ্রিয় জাপানি এনিমে, যা বর্তমান সময়ে অনেক জনপ্রিয়। কিছু দিন আগেই এই এনিমেটির সিজন ১ ও ২ এর অফিশিয়াল হিন্দি ডাব রিলিজ হয়েছে। আপনি হিন্দি ডবে এই এনিমেটি দেখতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য! এই পোস্টটি থেকে আপনি বিনামূল্য এমিটিকে ডাউনলোড করে দেখতে পারবেন। Attack on Titan Season 1 হিন্দি ডাব Attack on Titan-এর প্রথম সিজনে আমরা দেখি, কীভাবে ইরেন ইয়েগার এবং তার বন্ধুরা ভয়ানক টাইটানদের বিরুদ্ধে লড়াই করে। হঠাৎ এক বিশাল আকারের টাইটান ওয়াল মারিয়া ভেঙে শহরে আক্রমণ চালায়, যা মানবজাতির জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। ইরেন প্রতিজ্ঞা করে, সে সমস্ত টাইটান ধ্বংস করবে এবং মানবতার প্রতিশোধ নেবে। সম্পূর্ণ এনিমেটিকে ডাউনলোড করে বিস্তারির কাহিনি দেখুন। সিজন ১ এর সরাসরি ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম – Pixeldrain Download Link – Zip File (5.30 GB) Mega – Zip FIle Attack on Titan Season 2 হিন্দি ডাব দ্বিতীয় সিজনে গল্প আরও রহস্যময় মোড় নেয়। নতুন নতুন টাইটানদের পরিচয় পাওয়া যায় এবং জানা যায় কিছু পরিচিত চরিত্ররাও আসলে টাইটান রূপান্তরিত। ইরেন ও তার দল মানব...

Glutathione – গায়ের রঙ ফর্সা করতে কার্যকারিতা, ব্যবহার এবং সাইড ইফেক্ট সম্পর্কে সবকিছু (Skin health)

আসসালামু আলাইকুম   আজকের আলোচনায় আমরা জানবো Glutathione  এর কার্যকারিতা, ব্যবহার, এবং সাইড ইফেক্ট নিয়ে। আশা করছি আপনাদের জন্য এটি উপকারী হবে।  Glutathione এর কাজ কি? (benefits of glutathione) গ্লুটাথিওয়ন বর্তমান সময়ে, বহুল জনপ্রিয় একটি সাপ্লিমেন্ট ত্বক ফর্সা ও উজ্জ্বল করার জন্য। এছাড়াও গ্লুটাথিওয়ন (Glutathione) নেওয়ার পর শরীরের ইমিউনিটি সিস্টেম বেড়ে যায়, লিভার ডিটক্স (পরিষ্কার হয়) এবং রক্তের বিভিন্ন দুষণ সমস্যা গুলোও ঠিক করে দেয়। দেখা গেছে যে, যাদের মুখের ত্বক, শরীরের অন্যান্য অংশ থেকে, কম উজ্জল হয়ে থাকে তাও এক রকম করে দেয় গ্লুটাথিওয়ন। এক কথায় সারা শরীরের ত্বকের উপর কাজ করে। এছাড়াও আমাদের ত্বক বেশী রোদ্রে যাওয়ার ফলে কালচে (ট্যান) হয়ে যায়, এটাও দ্রুত হিল করে গ্লুটাথিওয়ন। এমনকি শরীরের বিভিন্ন ক্ষত ও দ্রুত সারিয়ে তোলে গ্লুটাথিওয়ন এর পরিমান শরীরে বেশি থাকলে। তবে কসমেটিকস জগতে গ্লুটাথিওয়ন এর একটি ফলাফল হলো স্কিন উজ্জ্বল, ও ২/৩ সেড ফর্সা করা, যার কারনে এটি বহুল পরিচিত। এটি কি সবার জন্য কাজ করে? উত্তর হচ্ছে, অনেকটাই করে। তবে যাদের ত্বক অলরেডি উজ্জ্বল, তাদের ক্ষেত্রে এতট...

Capcut এ বাংলাতে লিখতে পারবেন এখন থেকে খুব সহজেই!!

আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা Capcut এপ এ বাংলা ফন্ট ব্যবহার কর‍তে পারবেন তাও আবার খুব সহজেই। আশা করবো পোস্টটি আপনাদের কাজে লাগবে। আপনারা জানেন Capcut একটা জনপ্রিয় ভিডিও এডিটিং এপ। ভিডিও এর পাশাপাশি Capcut এর বর্তমান আপডেট গুলোর দরুন এখন ফটো এডিটিং এও এই এপ এর প্রচুর ব্যবহার রয়েছে। এই এপটা খুবই জনপ্রিয় হওয়া সত্ত্বেও এই এপ এ বাংলা ফন্ট ব্যবহার করা যায় না। অনেকেই অনেক ভাবে চেষ্টা করেছেন হয় তো বাংলা ফন্ট ব্যবহার করার, কেউ পেরেছেন কেউ পারেন নি। আজকের পোস্ট টা তাদের জন্য যারা পূর্বে ব্যার্থ হয়েছিলেন। আমি ১০০% গ্যারান্টি দিচ্ছি, আজকের পোস্ট ফলো করলে আপনাদের Capcut এপ এ বাংলা ফন্ট ইউজ করতে কোনো সমস্যাই হবে না।   Capcut এপ এ বাংলা ফন্ট লেখার উপায় Capcut এপ এ বাংলা ফন্ট সরাসরি ব্যবহার করা যাবে না। তবে আপনাদের আমি আজকে যে ট্রিক্স দেখাবো সেটার মাধ্যমে একদম সহজেই Capcut এ আপনারা বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে এবার মূল কাজে চলে যাই। ১. প্রথমেই Cap...