Skip to main content

কেন পাকিস্থানে বারবার YouTube কে ব্যান করা হয়?


২০১৮ সালে ইউটিউব প্লাটফর্মে মুক্তি পাই একটি ডাব সিনেমা যার নাম ছিল *ফিতনাহ* আর যেটি মুক্তি পেতে ই পুরো পাকিস্তান জুড়ে ইউটিউব নিষিদ্ধ করা হয়।

এটি ছিল মূলত একটি এন্ট্রি ইসলামিক সিনেমা যেখানে ডিরেক্টলি এই ধরনের মেসেজ দেয়া হয়েছে যে ইসলাম এমন একটি ধর্ম যে গোটা বিশ্বকে শাসন করতে চাই মহান আল্লাহতালা তখনই খুশি হন যখন একজন নন মুসলিম খুন হন বা তাকে হত্যা করা হয়।

এই ধরনের একটি বিতর্কিত সিনেমা এবং সরাসরি এন্টি ইসলামিক সিনেমা মুক্তির পরেই গোটা বিশ্বের মুসলিম সমাজের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়, যা নিতান্তই স্বাভাবিক কারণ এটা এমন একটি সিনেমা যেখানে ইসলামের সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব খারাপ ভাবে প্রদর্শন করা হয়েছে, তাই স্বাভাবিকভাবেই বিশ্বের মুসলিম সম্প্রদায়কে এই সিনেমার বিরুদ্ধে অবস্থান করতে দেখা যায়।

আর পাকিস্তান তাদের মধ্যে অন্যতম, শুধু এই ঘটনা নয় পাকিস্তানে এ পর্যন্ত বেশ কয়েকবারই নিষিদ্ধ করা হয়েছে এই ইউটিউব প্ল্যাটফর্ম। তবে তার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা ঘটে ২০১২ সালে যেটা কিছুটা বিতর্কিত ও বটে। তো চলুন আজকের পোস্টে সেটাই জানা যাক ২০১২ সালে কি এমন ঘটেছিল যার জন্য চিরতরে পাকিস্তানে নিষিদ্ধ হতে হয় youtube কে?


ইউটিউবে *ইনোসেন্স অফ মুসলিম* নামে একটি শর্ট ফিল্ম ২ ভার্সনে মুক্তি পাই, নামের মাঝে ইনোসেন্স থাকলেও এটা মোটেও কোন ইনোসেন্ট সিনেমা ছিল না বরং এটি ছিল একটি এন্ট্রি ইসলামিক সিনেমা। এটা দেখে কি পুরো দেশের মুসলিমরা চুপ ছিল? উত্তর না এটা মুক্তির পরেই পুরো দেশের মুসলিমদের মাঝে তোলপাড় শুরু হয়ে যায়।
একে একে মানুষ এই সিনেমাকে বয়কট করতে শুরু করে ইউটিউব বাধ্য হয়ে সেইসব স্পেসিফিক এরিয়া গুলোতে এই সিনেমা ব্লক করে দেয়।

কিন্তু অবাক করার ব্যাপার হলো এই সিনেমার অভিনেতা এবং অভিনেত্রীর এই ব্যাপারে কোন ধারনাই ছিল না যে এটি একটি এন্ট্রি ইসলামিক সিনেমা, প্রায় সকল অভিনেতা অভিনেত্রীই এই সিনেমা মুক্তির পরে তাদের নিজ নিজ জায়গা থেকে এ ব্যাপারে নিশ্চিত করে যে সিনেমার পরিচালক সিনেমার শুটিং চলাকালীন সিনেমার গল্পটাকে তাদের কাছে অন্যভাবে উপস্থাপনা করেছিলেন।

মূলত এই সিনেমার স্ক্রিপ্ট ছিল মিশরের ২০০০ বছরের আগের কাহিনী যেটার টাইটেল ছিল dress shirt or your এবং তার স্ক্রিপ্টে আপাত দৃষ্টিতে কোন ধরনের ইসলাম ভিত্তিক ডায়লগ লেখা ছি কিন্তু সিনেমা শুট হওয়ার পরে পোস্ট প্রোডাকশনে কিছু ডায়লগ পরিবর্তন করা হয়।

এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম যুক্ত কিছু ডায়লগ বসানো হয় যা সরাসরি ইসলাম বিদ্বেষী ভাব প্রকাশ করে, যার ফলাফল স্বরূপ পাকিস্তান এবং প্রতিটি মুসলিম দেশেই সেটাকে স্বাভাবিকভাবে নেয় নি।

তাই পাকিস্তান এমনকি আফগানিস্তানেও youtube প্ল্যাটফর্ম কে বন্ধ ঘোষণা করে এই শর্ত আরোপ করা হয় যতক্ষণ না অব্দি youtube থেকে এই ভিডিও সরানো হবে ততক্ষণ তাদের দেশে ইউটিউব বন্ধ থাকবে।

পরবর্তীতে হোয়াইট হাউজ যখন ইউটিউব থেকে জবাবদিহিতা চাই তখন youtube জানাই ইউটিউব থেকে এই ভিডিও সারানো হবে না, তাদের যুক্তি ছিল এটি ইসলাম ধর্মের বিপক্ষে কিন্তু এটি ইসলাম ধর্মাবলম্বীদের বিপক্ষে নয়।

আর এরপরেই পাকিস্তানে যারা সামরিক সময়ের জন্য ইউটিউব কে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করেছিল তারা পুরোপুরি ইউটিউবদের নিষিদ্ধ করে দেয় তাও আবার ১ হাজার দিনের জন্য, যা পাকিস্তানের ইতিহাসের সবচাইতে বেশি সময়ের জন্য ইউটিউব ব্যান করা হয়েছিল।


এই সমস্যার সমাধানে জুলাই ২০১৩ সালে পাকিস্তানের আইটি মিনিস্টার অংশুর রহমান নিজেই একটি কমিটি গঠন করেন তাদের মূল উদ্দেশ্য ছিল কিভাবে এই ধরনের কনটেন্ট ইউটিউব থেকে ব্লক করা যায়। কিন্তু এই ধরনের কোন টুলস খুঁজে না পেয়ে ডিসেম্বর ২০১৫ সাল পর্যন্ত ইউটিউব পাকিস্তানের ব্যান থাকে।

যদিও পাকিস্তান শুধুমাত্র ধর্মীয় বিষয় নিয়ে নয় আরো অনেক সময় অনেক সাধারণ ব্যাপার কেউ ইউটিউব সহ আরো অনেক সোশ্যাল মিডিয়াকেই ব্যান করে রেখেছিল।

যেমন ২০২২ সালের সেপ্টেম্বরের ৬ তারিখে ইমরান খানের রেলির একটি বিশাল আয়োজন হচ্ছিল, স্বাভাবিকভাবেই সে তার অপজিট পার্টির বিরুদ্ধে কিছু কথা বলছিল, আর সেটি ইউটিউবে কেউ একজন প্রকাশ করার জন্য পাকিস্তান সরকার youtube কে নিষিদ্ধ ঘোষণা করে দেয়।

এবং সেই সাথে সেই দেশের নিউজ চ্যানেলেও সেই রেলি কভার করা নিষিদ্ধ ছিল, আর তার কারণ একটাই পাকিস্তানের বর্তমান সরকার চায়না তার অপজিটের কেউ তার বিরুদ্ধে কথা বলুক।

মূলত সেই ভিডিওতে ইমরান খান পাকিস্তানের বর্তমান অবস্থার অবনতির জন্য ডিরেক্টলি একটি পাকিস্তান আর্মিকেই দায়ী করছিলেন, কিছু জায়গায় ইমরান খান সরাসরি পাকিস্তান আর্মি কে শুধরে যাওয়ার কথা বলেন যাতে করে পাকিস্তানের ইতিহাস তাদেরকে ঘৃণা ভয়ে স্মরণ না করে।

এছাড়াও এর আগে বিভিন্ন ধরনের ওয়েবসাইট সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যান করার নজির রয়েছে পাকিস্তানের।


যেমন ২০০৫ সালের সেপ্টেম্বরে একটি ড্যানিশ নিউজ এজেন্সি রিটাজু একটি নিউজ আর্টিকেলে বলে তাদের একটা কার্টুনের ম্যাগাজিন এ প্রফিট মোহাম্মদ সাঃ এর কার্টুন ড্র করার জন্য কোন আর্টিস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না।

আর এর কারণটা খুবই পরিষ্কার ইসলামিক প্লাস প্রেমিক লয়ের জন্য কেউ মোঃ সাঃ এর কার্টুন আঁকতে চাইনি, কিন্তু পরবর্তীতে একটি পাবলিক ইভেন্টের মাধ্যমে মাত্র ১২ জনের ড্র করা কার্টুন কালেক্ট করে সেটা পত্রিকায় ছাপানো হয়, আর তার সাথে আরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেটিই মোহাম্মদ সাঃ কে পিগ এর সাথে তুলনা করা হয়েছিল আর এই কারনে মুসলিম বিশ্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

তবে এখানে একটা টুইস্ট আছে। এই ছবিটা রেনডম একটি ছবি ছিলো যেটার সাথে কম্পিটিশনের কোন সম্পর্ক ছিল না, কিন্তু যতক্ষণে এই ব্যাপারটি সামনে আসে ততক্ষণে বিক্ষোভ চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর এসব দেখে ডেনমার্কের মানুষেরা অনেক বিরক্ত হয়ে পড়েছিল তারা মনে করতে থাকে তাদের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে।

আর এরই ধারাবাহিকতায় রাজ রাজনীতিবিদ ২০০৮ *গ্রিট উইল্ডারস ফিতনা*একটি শর্ট ফিল্ম প্রকাশ করে যেটি ক্লিয়ারলি ইসলাম আর মুসলিমদেরকে টার্গেট করে বানানো।

ফিল্মটিতে সরাসরি ইসলামকে কটাক্ষ করা আর অশান্তির জন্য দায়ী করা হয়, আর এই কারণেই আবার পাকিস্তানসহ কিছু ইসলামিক রাষ্ট্র গুলো তে ইউটিউবকে নিষিদ্ধ ঘোষণা করা হয় যাতে করে বিক্ষোভের নতুন করে আর কোন সূত্রপাত না ঘটে।

কিন্তু পশ্চিমারা এমন কুকর্ম বহুবার ঘটিয়েছে, যেমন ২০১০ সালে আমেরিকান টিভি চ্যানেল *কমেডি সেন্ট্রাল সাউথ* নামক একটি কার্টুন এ অন্যান্য ধর্মের লোকেদের এর পাশাপাশি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্যারেক্টার ও দেখানো হয়, যদিও ধর্মপ্রাণ মুসলিমের জন্য এটি মেনে নেয়া অনেক কঠিন ছিল।


কিন্তু ২০০ আর ২০১ নাম্বার এপিসোডে মহানবীকে নিয়ে কটুক্তি করা হয়, তখন আবার বিক্ষোভ শুরু হয় কার্টুন নির্মাতকদেরকে মৃত্যুর হুমকি দেওয়া হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে পুরো এপিসোডি ক্যানসেল করে দেয় কমেডি সেন্ট্রাল।

কিন্তু এখান থেকে ঘটনা আবারও ইউটার্ন নেয় একজন কার্টুনিস্ট ক্যান্সেল করা সেই এপিসোড এর সাপোর্টে এপিসোড করে, আর মে মাসের ২০ তারিখে এভরি বডি মোহাম্মদ ডে ডিক্লেয়ার করে, এবং এটি ফেসবুকে ভাইরাল হয়ে গেলে অনেকে কার্টুন ড্র করে পোস্ট করতে থাকে এবং আবারো মুসলিমরা বিক্ষোভ শুরু করে তখন পাকিস্তানসহ কিছু দেশে ইউটিউব, ফেসবুক, ফিলিকার ব্যান করে দেয়া হয়।

আর এভাবেই পাকিস্তানে youtube কে শুরু থেকে এ পর্যন্ত অজস্র বার ব্যান করা হয়েছে।

১ হাজার টাকা দিয়ে আপনি কোন দেশ থেকে কি কিনতে পারবেন ?- https://www.pocobd.com/2022/10/what-can-be-bought-with-one-thousand-taka.html

ছেলেদের জন্য ৫ টি সেরা বডি স্প্রে-https://www.pocobd.com/2022/10/best-body-spray-for-men.html

The post কেন পাকিস্থানে বারবার YouTube কে ব্যান করা হয়? appeared first on Trickbd.com.



source https://trickbd.com/youtube-tips/816518

Comments

Popular posts from this blog

আবারো ফেইসবুকে নিন আনলিমিটেড ফলোয়ার

আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি। তো বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি এপ যার মাধ্যম আপনারা আপনার আইডিতে যত চান ফলোয়ার বাড়াতে পারবেন। তো শুরু করা যাক…. ফেসবুক হচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট। ইন্টারনেট ব্যবহার করে অথচ তার ফেসবুক একাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমরা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। আর সবাই চেষ্টা করি আমাদের ভার্চুয়াল লাইফটাকে সবার থেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে। আর তার জন্য কতো কিছুই না করি! কিভাবে ফ্যান, ফলোয়ার বাড়ানো যায় কিংবা নিজের ফেসবুক প্রফাইলটাকেও চেষ্টা করি একটু ভিন্ন রূপে সাজাতে। আপনি অবশ্যই ফেসবুক অটো ফলোয়ারের কথা শুনেছেন! আর এই সামান্য কিছু ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নিতে অনেকেই আবার নিজের স্বাধের ফেসবুক আইডিটি তুলে দেয় থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের হাতে। তবে আজকে আমি আপনাদের কে শিখাবো কিভাবে আপনার ফেসবুকে প্রফাইলে আনলিমিটেড ফলোয়ার নিবেন। তবে এটা কোনো অনিরাপদ উপ...

Glutathione – গায়ের রঙ ফর্সা করতে কার্যকারিতা, ব্যবহার এবং সাইড ইফেক্ট সম্পর্কে সবকিছু (Skin health)

আসসালামু আলাইকুম   আজকের আলোচনায় আমরা জানবো Glutathione  এর কার্যকারিতা, ব্যবহার, এবং সাইড ইফেক্ট নিয়ে। আশা করছি আপনাদের জন্য এটি উপকারী হবে।  Glutathione এর কাজ কি? (benefits of glutathione) গ্লুটাথিওয়ন বর্তমান সময়ে, বহুল জনপ্রিয় একটি সাপ্লিমেন্ট ত্বক ফর্সা ও উজ্জ্বল করার জন্য। এছাড়াও গ্লুটাথিওয়ন (Glutathione) নেওয়ার পর শরীরের ইমিউনিটি সিস্টেম বেড়ে যায়, লিভার ডিটক্স (পরিষ্কার হয়) এবং রক্তের বিভিন্ন দুষণ সমস্যা গুলোও ঠিক করে দেয়। দেখা গেছে যে, যাদের মুখের ত্বক, শরীরের অন্যান্য অংশ থেকে, কম উজ্জল হয়ে থাকে তাও এক রকম করে দেয় গ্লুটাথিওয়ন। এক কথায় সারা শরীরের ত্বকের উপর কাজ করে। এছাড়াও আমাদের ত্বক বেশী রোদ্রে যাওয়ার ফলে কালচে (ট্যান) হয়ে যায়, এটাও দ্রুত হিল করে গ্লুটাথিওয়ন। এমনকি শরীরের বিভিন্ন ক্ষত ও দ্রুত সারিয়ে তোলে গ্লুটাথিওয়ন এর পরিমান শরীরে বেশি থাকলে। তবে কসমেটিকস জগতে গ্লুটাথিওয়ন এর একটি ফলাফল হলো স্কিন উজ্জ্বল, ও ২/৩ সেড ফর্সা করা, যার কারনে এটি বহুল পরিচিত। এটি কি সবার জন্য কাজ করে? উত্তর হচ্ছে, অনেকটাই করে। তবে যাদের ত্বক অলরেডি উজ্জ্বল, তাদের ক্ষেত্রে এতট...

জনপ্রিয় এনিমে Attack on Titan Season 1 & 2 হিন্দি ডাব | দেখুন ও ডাউনলোড করুন

Attack on Titan (Shingeki no Kyojin) হল এক জনপ্রিয় জাপানি এনিমে, যা বর্তমান সময়ে অনেক জনপ্রিয়। কিছু দিন আগেই এই এনিমেটির সিজন ১ ও ২ এর অফিশিয়াল হিন্দি ডাব রিলিজ হয়েছে। আপনি হিন্দি ডবে এই এনিমেটি দেখতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য! এই পোস্টটি থেকে আপনি বিনামূল্য এমিটিকে ডাউনলোড করে দেখতে পারবেন। Attack on Titan Season 1 হিন্দি ডাব Attack on Titan-এর প্রথম সিজনে আমরা দেখি, কীভাবে ইরেন ইয়েগার এবং তার বন্ধুরা ভয়ানক টাইটানদের বিরুদ্ধে লড়াই করে। হঠাৎ এক বিশাল আকারের টাইটান ওয়াল মারিয়া ভেঙে শহরে আক্রমণ চালায়, যা মানবজাতির জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। ইরেন প্রতিজ্ঞা করে, সে সমস্ত টাইটান ধ্বংস করবে এবং মানবতার প্রতিশোধ নেবে। সম্পূর্ণ এনিমেটিকে ডাউনলোড করে বিস্তারির কাহিনি দেখুন। সিজন ১ এর সরাসরি ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম – Pixeldrain Download Link – Zip File (5.30 GB) Mega – Zip FIle Attack on Titan Season 2 হিন্দি ডাব দ্বিতীয় সিজনে গল্প আরও রহস্যময় মোড় নেয়। নতুন নতুন টাইটানদের পরিচয় পাওয়া যায় এবং জানা যায় কিছু পরিচিত চরিত্ররাও আসলে টাইটান রূপান্তরিত। ইরেন ও তার দল মানব...