Skip to main content

Download করে নিন Bin ব্যাবহার করার সে App CCXEN Tools

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।আপনারা বিভিন্ন সাইটে Trial নিবার জন্য বিন ব্যাবহার করে থাকেন!

আচ্ছা কেমন হয় যদি BIN ব্যাবহার করার করার জন্য সব প্রয়োজনীয় জিনিস এক App এই পাওয়া যায়..?

কি বুঝলেন নাতো..? চলুন দেখে নেওয়া যাক
CCXEN Community এর পক্ষ থেকে বানানো CCXEN TOOLS এর বৈশিষ্ট্য। 

App Details

Name : CCXEN Tools
Size : 17 MB
Published by CCXEN TOOLS
Version : 2.5
Download : LINK 1   LINK 2

lINK  1 : যদি আপনার ফোনে Install করার সময় Play Protect Warning দেখায় তাহলে Install Anyway করে Install করে নিবেন। ( App টি Play Store এ না থাকায় এমন হতে পারে)
LINK 2 : যদি আপনার ফোনে App টি Install না হয় তাহলে এই Version নামান।

এবার বিস্তারিত দেখে নেওয়া যাক।

 

  • CC GENERATOR
    Bin ব্যাবহার করার জন্য সবার আগে প্রয়োজন পড়ে Bin থেকে CC Generate করার।তাই Home Page এ Bin থেকে CC Gen রাখা হয়েছে।
    Note : প্রথমবার Install করার পর আপনি CC GEN টি অফলাইনেও ব্যাবহার করতে পারবেন।

  • CC CHECKER : Bin থেকে CC Generator করার পর CC গুলো চেক করার জন্য একটি CC CHECKER প্রয়োজন পড়ে।তাই Number 2 & 3  তে   CC Checker রাখা হয়েছে।

  • Temp Mail : বিভিন্ন সাইটে একাউন্ট খোলার জন্য অল্প সময়ের জন্য ইমেইল এড্রেস লাগে তাই এখানে একসাথে ৩ টি সবচেয়ে জনপ্রিয় TempMail Server Add করা হয়েছে।
    Edu TempMail এ আপনি Temp Edumail পাবেন।

  • Fake Info : Bin ব্যাবহার করার সময় বিভিন্ন দেশের মানুষের নাম ঠিকানা বা পরিচয় লাগে।এইখানে আপনি এসব পেয়ে যাবেন।

  • Temp Number : বিভিন্ন সাইটে যেখানে Otp Verification লাগে সেখানে ব্যাবহার করতে পারবেন। যেমন AWS, Stripe, Azure ইত্যাদি একাউন্ট খোলার সময় কাজে লাগাতে পারেন।

  • SSN Generator : এখানে USA এর ফেক SSN পেয়ে যাবেন। Edu Mail খোলার সময় এইটা কাজে লাগে।

  • CPF GEN + CHKR : এখানে ব্রাজিলের CPF পাবেন সাথে সাথে চেক করার ও সুযোগ পাবেন

  • BDIX Proxy : BDIX SPEED Bypass এর জন্য HTTP/ S5/S4 পাবেন।
    ( এইটা Extra ভাবে লাগানো হয়েছে)

  • তারপরে নিচের দিকে CCXEN Community এর লিংকগুলো পেয়ে যাবেন। আ

আশা  করি App টা যারা Bin ব্যাবহার করেন তাদের কাজে আসবে।

 

GO TO  CC GENERATOR

 

Join Our Telegram Group to Get Fresh Bins , CC , Configs , Tools, Charged Cards, Free Premium Aaccounts

JOIN TELEGRAM

The post Download করে নিন Bin ব্যাবহার করার সে App CCXEN Tools appeared first on Trickbd.com.



source https://trickbd.com/apps-review/762750

Comments

Popular posts from this blog

জনপ্রিয় এনিমে Attack on Titan Season 1 & 2 হিন্দি ডাব | দেখুন ও ডাউনলোড করুন

Attack on Titan (Shingeki no Kyojin) হল এক জনপ্রিয় জাপানি এনিমে, যা বর্তমান সময়ে অনেক জনপ্রিয়। কিছু দিন আগেই এই এনিমেটির সিজন ১ ও ২ এর অফিশিয়াল হিন্দি ডাব রিলিজ হয়েছে। আপনি হিন্দি ডবে এই এনিমেটি দেখতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য! এই পোস্টটি থেকে আপনি বিনামূল্য এমিটিকে ডাউনলোড করে দেখতে পারবেন। Attack on Titan Season 1 হিন্দি ডাব Attack on Titan-এর প্রথম সিজনে আমরা দেখি, কীভাবে ইরেন ইয়েগার এবং তার বন্ধুরা ভয়ানক টাইটানদের বিরুদ্ধে লড়াই করে। হঠাৎ এক বিশাল আকারের টাইটান ওয়াল মারিয়া ভেঙে শহরে আক্রমণ চালায়, যা মানবজাতির জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। ইরেন প্রতিজ্ঞা করে, সে সমস্ত টাইটান ধ্বংস করবে এবং মানবতার প্রতিশোধ নেবে। সম্পূর্ণ এনিমেটিকে ডাউনলোড করে বিস্তারির কাহিনি দেখুন। সিজন ১ এর সরাসরি ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম – Pixeldrain Download Link – Zip File (5.30 GB) Mega – Zip FIle Attack on Titan Season 2 হিন্দি ডাব দ্বিতীয় সিজনে গল্প আরও রহস্যময় মোড় নেয়। নতুন নতুন টাইটানদের পরিচয় পাওয়া যায় এবং জানা যায় কিছু পরিচিত চরিত্ররাও আসলে টাইটান রূপান্তরিত। ইরেন ও তার দল মানব...

Glutathione – গায়ের রঙ ফর্সা করতে কার্যকারিতা, ব্যবহার এবং সাইড ইফেক্ট সম্পর্কে সবকিছু (Skin health)

আসসালামু আলাইকুম   আজকের আলোচনায় আমরা জানবো Glutathione  এর কার্যকারিতা, ব্যবহার, এবং সাইড ইফেক্ট নিয়ে। আশা করছি আপনাদের জন্য এটি উপকারী হবে।  Glutathione এর কাজ কি? (benefits of glutathione) গ্লুটাথিওয়ন বর্তমান সময়ে, বহুল জনপ্রিয় একটি সাপ্লিমেন্ট ত্বক ফর্সা ও উজ্জ্বল করার জন্য। এছাড়াও গ্লুটাথিওয়ন (Glutathione) নেওয়ার পর শরীরের ইমিউনিটি সিস্টেম বেড়ে যায়, লিভার ডিটক্স (পরিষ্কার হয়) এবং রক্তের বিভিন্ন দুষণ সমস্যা গুলোও ঠিক করে দেয়। দেখা গেছে যে, যাদের মুখের ত্বক, শরীরের অন্যান্য অংশ থেকে, কম উজ্জল হয়ে থাকে তাও এক রকম করে দেয় গ্লুটাথিওয়ন। এক কথায় সারা শরীরের ত্বকের উপর কাজ করে। এছাড়াও আমাদের ত্বক বেশী রোদ্রে যাওয়ার ফলে কালচে (ট্যান) হয়ে যায়, এটাও দ্রুত হিল করে গ্লুটাথিওয়ন। এমনকি শরীরের বিভিন্ন ক্ষত ও দ্রুত সারিয়ে তোলে গ্লুটাথিওয়ন এর পরিমান শরীরে বেশি থাকলে। তবে কসমেটিকস জগতে গ্লুটাথিওয়ন এর একটি ফলাফল হলো স্কিন উজ্জ্বল, ও ২/৩ সেড ফর্সা করা, যার কারনে এটি বহুল পরিচিত। এটি কি সবার জন্য কাজ করে? উত্তর হচ্ছে, অনেকটাই করে। তবে যাদের ত্বক অলরেডি উজ্জ্বল, তাদের ক্ষেত্রে এতট...

Capcut এ বাংলাতে লিখতে পারবেন এখন থেকে খুব সহজেই!!

আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা Capcut এপ এ বাংলা ফন্ট ব্যবহার কর‍তে পারবেন তাও আবার খুব সহজেই। আশা করবো পোস্টটি আপনাদের কাজে লাগবে। আপনারা জানেন Capcut একটা জনপ্রিয় ভিডিও এডিটিং এপ। ভিডিও এর পাশাপাশি Capcut এর বর্তমান আপডেট গুলোর দরুন এখন ফটো এডিটিং এও এই এপ এর প্রচুর ব্যবহার রয়েছে। এই এপটা খুবই জনপ্রিয় হওয়া সত্ত্বেও এই এপ এ বাংলা ফন্ট ব্যবহার করা যায় না। অনেকেই অনেক ভাবে চেষ্টা করেছেন হয় তো বাংলা ফন্ট ব্যবহার করার, কেউ পেরেছেন কেউ পারেন নি। আজকের পোস্ট টা তাদের জন্য যারা পূর্বে ব্যার্থ হয়েছিলেন। আমি ১০০% গ্যারান্টি দিচ্ছি, আজকের পোস্ট ফলো করলে আপনাদের Capcut এপ এ বাংলা ফন্ট ইউজ করতে কোনো সমস্যাই হবে না।   Capcut এপ এ বাংলা ফন্ট লেখার উপায় Capcut এপ এ বাংলা ফন্ট সরাসরি ব্যবহার করা যাবে না। তবে আপনাদের আমি আজকে যে ট্রিক্স দেখাবো সেটার মাধ্যমে একদম সহজেই Capcut এ আপনারা বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে এবার মূল কাজে চলে যাই। ১. প্রথমেই Cap...