Skip to main content

এন্ড্রোয়েড মোবাইলের জন্যে সেরা গ্রাফিক্সের ১০ টি জনপ্রিয় গেম ।

আমার প্রথম পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করবো এন্ড্রোয়েড মোবাইলের জন্যে তৈরি করা সেরা গ্রাফিক্সের ১০ টি জনপ্রিয় গেম ।

1. 𝐀𝐥𝐢𝐞𝐧 𝐝𝐫𝐢𝐯𝐞 𝐦𝐞 𝐜𝐫𝐚𝐳𝐲

এলিয়েনরা পৃথিবীতে আক্রমণ করে আপনার কয়েকজন বন্ধুকে তুলে নিয়ে গেছে । এখন আপনার কাজ হচ্ছে সেখানে একাকী আক্রমণ চালিয়ে এলিয়েনদের মেরে তাদের উদ্ধার করা । এখানে আপনাকে গাড়ি চালিয়ে এক রাজ্যে থেকে অন্য রাজ্যে যেতে হবে । গেমটিতে ১৫০+   লেবেল রয়েছে । 


Download Alien drive me crazy

2. 𝐏𝐫𝐢𝐦𝐞 𝐩𝐞𝐚𝐤𝐬

এটি এন্ড্রোয়েডের 𝐇𝐢𝐥𝐥 𝐜𝐥𝐢𝐦𝐛 𝐫𝐚𝐜𝐢𝐧𝐠 এর মতোই একটি গেম । তবে এই গেমটার গ্রাফিক্স 𝐇𝐢𝐥𝐥 𝐜𝐥𝐢𝐦𝐛 এর চেয়ে অনেক বেশি সুন্দর । এই গেমটি ব্যাক্তিগত ভাবে আমার অনেক প্রিয় ।


Download prime peaks

3. 𝐃𝐚𝐝𝐝𝐲 𝐰𝐚𝐬 𝐚 𝐭𝐡𝐢𝐞𝐟

এই গেমে বাবার চরিত্রে অভিনয় করা আপনার চাকরি হারিয়ে গেছে । কোন চাকরি না পাওয়ায় এখন আপনার কাজ হচ্ছে ব্যাংক ডাকাতি করে জীবন কাটানো । গেমটি খেলে আপনি অসাধারণ মজা পাবেন ।


Download Daddy was a thief

4. 𝐌𝐚𝐫𝐛𝐥𝐞 𝐚𝐠𝐞

এটি ভিন্ন রকমের একটি বাবল স্যুটিং গেম । বাবল গুলো এক স্থান থেকে বের হয়ে অন্য স্থানে গিয়ে শেষ হবে । এর মধ্যেই আপনাকে সবগুলো বাবল মিলিয়ে শেষ করতে হবে । আপনি ইচ্ছে করলেই গেমটির সবগুলো লেভেল শেষ করতে পারবেন ।


Download marble age

5. 𝐀𝐧𝐠𝐫𝐲 𝐛𝐢𝐫𝐝𝐬 2

এই গেমটি সমন্ধে নতুন করে বলার কিছুই নেই । এই গেমটি Angry birds সিরিজের সবচেয়ে সেরা গেম । তাছাড়া ছোট বড় সবাই এই গেমটি খেলতে পারবেন ।এই গেমটার গেমপ্লে , সাউন্ড ও গ্রাফিক্স এক কথায় অসাধারণ । আমি এখন‌ও পর্যন্ত গেমটির ১৮০০+ লেবেল শেষ করেছি ।


Download angry birds 2

6. 𝐀𝐦𝐢𝐠𝐨 𝐏𝐚𝐧𝐜𝐡𝐨

এটি একটি অসাধারণ বুদ্ধিদীপ্ত গেম । একজন লোককে বুদ্ধি খাটিয়ে বিভিন্ন বাঁধা অতিক্রম করে মোবাইলের নিচে থেকে উপরে পাঠাতে হবে । বুদ্ধি খাটিয়ে খেলতে থাকলে এই গেমটি আপনাকে অনেক চৌকস করে তুলবে ।

Download Amigo Pancho

7. 𝐀𝐧𝐭𝐢𝐬𝐭𝐫𝐞𝐬𝐬

এই গেমটি সময় কাটানোর জন্য খুবই উপযোগী । এখানে আপনি বিভিন্ন রকমের টয় নিয়ে খেলা করতে পারবেন । এখানে প্রায় ৩৬+ গেম রয়েছে। সবগুলো গেম ফ্রীতে খেলতে হলে আপনাকে এর মোড ভার্সনটি ডাউনলোড করতে হবে ।



Download Antistress

Antistress mod apk

8. 𝐅𝐢𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐝𝐢𝐟𝐟𝐞𝐫𝐞𝐧𝐜𝐞

এই গেমটির মাধ্যমে আপনি আপনার চোখের পরীক্ষা করতে পারবেন । এই গেমে ৭৭৮টি ছবি রয়েছে । এক‌ই ছবি দুই রকমের দেওয়া হবে । আপনাকে ছবি দুইটির মধ্যকার অমিল খুঁজে বের করতে হবে ।

Download find the difference
9. 𝐓𝐰𝐨 𝐩𝐥𝐚𝐲𝐞𝐫 𝐠𝐚𝐦𝐞 

এই গেমে ২৫ অসাধারণ গেম রয়েছে । সবগুলো গেম আপনি একা কম্পিউটার মোডে অথবা অফলাইনে দুইজন বন্ধু মিলে একসাথে খেলতে পারবেন । কিছুদিন পর পর এখানে নতুন গেম যোগ করা হয়। বর্তমানে গেমটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে ।



Download Two player game
10. 𝐆𝐫𝐚𝐧𝐝 𝐭𝐡𝐞𝐢t 𝐚𝐮𝐭𝐨 – 𝐕

এই গেমটির নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন ।। এই গেমটি আপনাকে পুরো একটি শহর উপহার দিবে। আপনি ইচ্ছে করলে একা একা পুরো শহরে ঘুরতে পারবেন । এটি একটি অফেন ওয়ার্ল্ড অফলাইন পেইড গেম । তবে আপনি বিভিন্ন সোর্স থেকে এই গেমটি ফ্রীতে ডাউনলোড করতে পারবেন । 


ট্রিকবিডিতে এটাই আমার প্রথম পোস্ট । ভূল-ত্রুটি দয়া করে ক্ষমা করবেন । আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন । আপনার একটি ভালো কমেন্ট আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে ।

Facebook

আল্লাহ হাফেজ

The post এন্ড্রোয়েড মোবাইলের জন্যে সেরা গ্রাফিক্সের ১০ টি জনপ্রিয় গেম । appeared first on Trickbd.com.



source https://trickbd.com/games-review/660253

Comments

Popular posts from this blog

জনপ্রিয় এনিমে Attack on Titan Season 1 & 2 হিন্দি ডাব | দেখুন ও ডাউনলোড করুন

Attack on Titan (Shingeki no Kyojin) হল এক জনপ্রিয় জাপানি এনিমে, যা বর্তমান সময়ে অনেক জনপ্রিয়। কিছু দিন আগেই এই এনিমেটির সিজন ১ ও ২ এর অফিশিয়াল হিন্দি ডাব রিলিজ হয়েছে। আপনি হিন্দি ডবে এই এনিমেটি দেখতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য! এই পোস্টটি থেকে আপনি বিনামূল্য এমিটিকে ডাউনলোড করে দেখতে পারবেন। Attack on Titan Season 1 হিন্দি ডাব Attack on Titan-এর প্রথম সিজনে আমরা দেখি, কীভাবে ইরেন ইয়েগার এবং তার বন্ধুরা ভয়ানক টাইটানদের বিরুদ্ধে লড়াই করে। হঠাৎ এক বিশাল আকারের টাইটান ওয়াল মারিয়া ভেঙে শহরে আক্রমণ চালায়, যা মানবজাতির জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। ইরেন প্রতিজ্ঞা করে, সে সমস্ত টাইটান ধ্বংস করবে এবং মানবতার প্রতিশোধ নেবে। সম্পূর্ণ এনিমেটিকে ডাউনলোড করে বিস্তারির কাহিনি দেখুন। সিজন ১ এর সরাসরি ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম – Pixeldrain Download Link – Zip File (5.30 GB) Mega – Zip FIle Attack on Titan Season 2 হিন্দি ডাব দ্বিতীয় সিজনে গল্প আরও রহস্যময় মোড় নেয়। নতুন নতুন টাইটানদের পরিচয় পাওয়া যায় এবং জানা যায় কিছু পরিচিত চরিত্ররাও আসলে টাইটান রূপান্তরিত। ইরেন ও তার দল মানব...

Glutathione – গায়ের রঙ ফর্সা করতে কার্যকারিতা, ব্যবহার এবং সাইড ইফেক্ট সম্পর্কে সবকিছু (Skin health)

আসসালামু আলাইকুম   আজকের আলোচনায় আমরা জানবো Glutathione  এর কার্যকারিতা, ব্যবহার, এবং সাইড ইফেক্ট নিয়ে। আশা করছি আপনাদের জন্য এটি উপকারী হবে।  Glutathione এর কাজ কি? (benefits of glutathione) গ্লুটাথিওয়ন বর্তমান সময়ে, বহুল জনপ্রিয় একটি সাপ্লিমেন্ট ত্বক ফর্সা ও উজ্জ্বল করার জন্য। এছাড়াও গ্লুটাথিওয়ন (Glutathione) নেওয়ার পর শরীরের ইমিউনিটি সিস্টেম বেড়ে যায়, লিভার ডিটক্স (পরিষ্কার হয়) এবং রক্তের বিভিন্ন দুষণ সমস্যা গুলোও ঠিক করে দেয়। দেখা গেছে যে, যাদের মুখের ত্বক, শরীরের অন্যান্য অংশ থেকে, কম উজ্জল হয়ে থাকে তাও এক রকম করে দেয় গ্লুটাথিওয়ন। এক কথায় সারা শরীরের ত্বকের উপর কাজ করে। এছাড়াও আমাদের ত্বক বেশী রোদ্রে যাওয়ার ফলে কালচে (ট্যান) হয়ে যায়, এটাও দ্রুত হিল করে গ্লুটাথিওয়ন। এমনকি শরীরের বিভিন্ন ক্ষত ও দ্রুত সারিয়ে তোলে গ্লুটাথিওয়ন এর পরিমান শরীরে বেশি থাকলে। তবে কসমেটিকস জগতে গ্লুটাথিওয়ন এর একটি ফলাফল হলো স্কিন উজ্জ্বল, ও ২/৩ সেড ফর্সা করা, যার কারনে এটি বহুল পরিচিত। এটি কি সবার জন্য কাজ করে? উত্তর হচ্ছে, অনেকটাই করে। তবে যাদের ত্বক অলরেডি উজ্জ্বল, তাদের ক্ষেত্রে এতট...

Capcut এ বাংলাতে লিখতে পারবেন এখন থেকে খুব সহজেই!!

আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা Capcut এপ এ বাংলা ফন্ট ব্যবহার কর‍তে পারবেন তাও আবার খুব সহজেই। আশা করবো পোস্টটি আপনাদের কাজে লাগবে। আপনারা জানেন Capcut একটা জনপ্রিয় ভিডিও এডিটিং এপ। ভিডিও এর পাশাপাশি Capcut এর বর্তমান আপডেট গুলোর দরুন এখন ফটো এডিটিং এও এই এপ এর প্রচুর ব্যবহার রয়েছে। এই এপটা খুবই জনপ্রিয় হওয়া সত্ত্বেও এই এপ এ বাংলা ফন্ট ব্যবহার করা যায় না। অনেকেই অনেক ভাবে চেষ্টা করেছেন হয় তো বাংলা ফন্ট ব্যবহার করার, কেউ পেরেছেন কেউ পারেন নি। আজকের পোস্ট টা তাদের জন্য যারা পূর্বে ব্যার্থ হয়েছিলেন। আমি ১০০% গ্যারান্টি দিচ্ছি, আজকের পোস্ট ফলো করলে আপনাদের Capcut এপ এ বাংলা ফন্ট ইউজ করতে কোনো সমস্যাই হবে না।   Capcut এপ এ বাংলা ফন্ট লেখার উপায় Capcut এপ এ বাংলা ফন্ট সরাসরি ব্যবহার করা যাবে না। তবে আপনাদের আমি আজকে যে ট্রিক্স দেখাবো সেটার মাধ্যমে একদম সহজেই Capcut এ আপনারা বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে এবার মূল কাজে চলে যাই। ১. প্রথমেই Cap...