Skip to main content

How to Get freelancing work । কীভাবে ফ্রিল্যান্সিংয়ের কাজ পাবেন।

How to Get Freelancing Work On Online । কীভাবে ফ্রিল্যান্সিংয়ের কাজ পাবেন।

How to Get freelancing work:- ফ্রিল্যান্সিং / ফ্রিল্যান্সিংয়ের কাজ পাওয়ার জন্য বিভিন্ন ধরণের মার্কেটপ্লেস রয়েছে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস মানে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে পরিষেবা ব্যবহারকারীরা পরিষেবা গ্রহণ করে এবং ফ্রিল্যান্সাররা পরিষেবা সরবরাহ করে। ফ্রিল্যান্স পেশাদারদের জন্য তৈরি এমন কিছু মার্কেটপ্লেস

How to Get freelancing work Online
আজ, আমি আপনার সাথে গ্রাফিক ডিজাইনারদের জন্য কিছু মার্কেটপ্লেস শেয়ার করব।
  • আপওয়ার্ক (UpWork):
আপওয়ার্ক বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত ফ্রিল্যান্স ওয়েবসাইটগুলোর মধ্যে একটি। আপওয়ার্কে প্রায় ১ কোটি ফ্রিল্যান্সার কাজ করে।
বর্তমানে ১০০০ এর বেশি ক্যাটাগরি কাজ আছে এই মার্কেটপ্লেসে । এর মধ্যে আপওয়ার্কের ওয়েবসাইটে বিশেভাবে ফিচার করা আটটি ক্যাটাগরির ২ নম্বরেই আছে ডিজাইন। গ্রাফিক ডিজাইনকে এতটা ফলাও করে তুলে ধরার পেছনের কারণ একটাই।
আর সেটি হলো আপওয়ার্কে ডিজাইনের কাজের প্রচুর চাহিদা। আপনি যদি ভালো একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, তাহলে আপওয়ার্ক থেকেই করতে পারেন ভালো আয়।
How to Get freelancing work
  • ফ্রিল্যান্সার (Freelancer):
অন্যতম জনপ্রিয় ফ্রিল্যান্সার আউটসোর্সিং সংস্থা হ’ল ফ্রিল্যান্সার ডটকম। এটি সেরা সাইটের মধ্যে একটি। গ্রাফিক ডিজাইনারদের ভাল আয় করার জন্য ফ্রিল্যান্সার ডটকম একটি দুর্দান্ত বাজার।

  • ফাইভার (Fiverr):
নতুন যারা গ্রাফিক ডিজাইন শিখছেন, তাদের জন্য সবচেয়ে ভালো মার্কেটপ্লেস হতে পারে ফাইভার। এখানে অ্যাকাউন্ট খোলা এবং কাজ পাওয়া দুটোই তুলণামূলকভাবে সহজ। সাধারণ ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ফাইভার একটু আলাদা। এখানে আপনাকে তৈরি করতে হবে একটি গিগ। যেখানে থাকবে নিজের কাজের নমুনা ও বর্ণনা। ভালোভাবে গিগ তৈরি করতে পারলে ফাইভারে কাজ পাওয়া অনেকাংশে সহজ হয়ে যায়।
  • এনভাটো (Envato):
ফ্রিল্যান্সিংয়ের অন্যতম জনপ্রিয় মার্কেটপ্লেস হল এনভাটো। এটি একটি বিশাল মার্কেটপ্লেস। ডিজাইনারদের জন্য এনভাটো এলিমেন্টসে রয়েছে আয়ের দারুণ সুযোগ। এখানে আপনার কাজগুলো রাখতে পারেন বিক্রির জন্য। একটি ভালো ডিজাইন বিক্রি হতে পারে অসংখ্যবার। আর এভাবে আপনার ভালো ভালো ডিজাইনের কাজগুলো থেকে আয় করতে পারেন আজীবন।
বর্তমানে সাইটটির সদস্য প্রায় দেড় লক্ষ। এখানে ডিজাইনাররা যেমন ডিজাইন দিয়ে আয় করতে পারবেন তেমনি নবীন ফ্রিল্যান্সারদের জন্য শেখার সুযোগও আছে। সাতটি মার্কেটপ্লেস আর নয়টি টিউটোরিয়াল সাইট আছে এনভাটোর।
Image result for Envato
  • ৯৯ ডিজাইন (99 Design):
এই মার্কেটপ্লেসটি বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে ডিজাইন বেছে নেওয়ার জন্য পরিচিত। সাইটটিতে এখন 1 মিলিয়নেরও বেশি ডিজাইনার নিবন্ধিত রয়েছে এবং 300 টিরও বেশি প্রতিযোগিতা রয়েছে। তাদের পুরস্কার এক মিলিয়ন ডলার বেশী। লোগো, অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, বিজনেস কার্ড তৈরি করার জন্য এই ওয়এবসাইট জনপ্রিয়তা পেয়েছে। ডিজাইনে ভালো দক্ষতা থাকলে এখান থেকে আয় করতে পারেন ঘরে বসেই।
Image result for 99 Design
  • ডিজাইন হিল (DesignHill):
ডিজাইন হিল গ্রাফিক ডিজাইনারদের জন্য একটি বিশেষায়িত মার্কেটপ্লেস। এখানে বর্তমানে তিনভাবে কাজ পাওয়া যায়।
◾ গিগভিত্তিক
◾ ডিজাইন প্রতিযোগিতা
◾ ডিজাইন বিক্রি করা
In the case of the gig, it works like a fiver. That is, here you can arrange the design services gig to suit your skills.
Gold Iphone 7 Beside Space Gray Macbook Pro
ডিজাইন প্রতিযোগিতার ব্যাপারটি ৯৯ ডিজাইনের মতো। এখানে ক্লায়েন্ট নির্দিষ্ট চাহিদার বর্ণনা দিয়ে প্রতিযোগিতার আয়োজন করেন। ফ্রিল্যান্স ডিজাইনাররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আর আপনার সেরা ডিজাইনগুলো ডিজাইন হিলে নিজের স্টোর তৈরি করে সাজিয়ে রাখতে পারেন। যেখান থেকে আপনার ডিজাইন বিক্রি হলে আপনি পাবেন সেটির মূল্য।
Thankyou.

How to Get Freelancing jobs

Please Like, Comment and Share this Post… THANK YOU! 


This post first publish on gaintech24

পোস্ট টি সর্বপ্রথম প্রকাশিত হয়েছে  Gaintech24.



from WizBD.Com https://ift.tt/2Tb8RSd
via IFTTT

Comments

Popular posts from this blog

আবারো ফেইসবুকে নিন আনলিমিটেড ফলোয়ার

আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি। তো বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি এপ যার মাধ্যম আপনারা আপনার আইডিতে যত চান ফলোয়ার বাড়াতে পারবেন। তো শুরু করা যাক…. ফেসবুক হচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট। ইন্টারনেট ব্যবহার করে অথচ তার ফেসবুক একাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমরা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। আর সবাই চেষ্টা করি আমাদের ভার্চুয়াল লাইফটাকে সবার থেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে। আর তার জন্য কতো কিছুই না করি! কিভাবে ফ্যান, ফলোয়ার বাড়ানো যায় কিংবা নিজের ফেসবুক প্রফাইলটাকেও চেষ্টা করি একটু ভিন্ন রূপে সাজাতে। আপনি অবশ্যই ফেসবুক অটো ফলোয়ারের কথা শুনেছেন! আর এই সামান্য কিছু ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নিতে অনেকেই আবার নিজের স্বাধের ফেসবুক আইডিটি তুলে দেয় থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের হাতে। তবে আজকে আমি আপনাদের কে শিখাবো কিভাবে আপনার ফেসবুকে প্রফাইলে আনলিমিটেড ফলোয়ার নিবেন। তবে এটা কোনো অনিরাপদ উপ...

Glutathione – গায়ের রঙ ফর্সা করতে কার্যকারিতা, ব্যবহার এবং সাইড ইফেক্ট সম্পর্কে সবকিছু (Skin health)

আসসালামু আলাইকুম   আজকের আলোচনায় আমরা জানবো Glutathione  এর কার্যকারিতা, ব্যবহার, এবং সাইড ইফেক্ট নিয়ে। আশা করছি আপনাদের জন্য এটি উপকারী হবে।  Glutathione এর কাজ কি? (benefits of glutathione) গ্লুটাথিওয়ন বর্তমান সময়ে, বহুল জনপ্রিয় একটি সাপ্লিমেন্ট ত্বক ফর্সা ও উজ্জ্বল করার জন্য। এছাড়াও গ্লুটাথিওয়ন (Glutathione) নেওয়ার পর শরীরের ইমিউনিটি সিস্টেম বেড়ে যায়, লিভার ডিটক্স (পরিষ্কার হয়) এবং রক্তের বিভিন্ন দুষণ সমস্যা গুলোও ঠিক করে দেয়। দেখা গেছে যে, যাদের মুখের ত্বক, শরীরের অন্যান্য অংশ থেকে, কম উজ্জল হয়ে থাকে তাও এক রকম করে দেয় গ্লুটাথিওয়ন। এক কথায় সারা শরীরের ত্বকের উপর কাজ করে। এছাড়াও আমাদের ত্বক বেশী রোদ্রে যাওয়ার ফলে কালচে (ট্যান) হয়ে যায়, এটাও দ্রুত হিল করে গ্লুটাথিওয়ন। এমনকি শরীরের বিভিন্ন ক্ষত ও দ্রুত সারিয়ে তোলে গ্লুটাথিওয়ন এর পরিমান শরীরে বেশি থাকলে। তবে কসমেটিকস জগতে গ্লুটাথিওয়ন এর একটি ফলাফল হলো স্কিন উজ্জ্বল, ও ২/৩ সেড ফর্সা করা, যার কারনে এটি বহুল পরিচিত। এটি কি সবার জন্য কাজ করে? উত্তর হচ্ছে, অনেকটাই করে। তবে যাদের ত্বক অলরেডি উজ্জ্বল, তাদের ক্ষেত্রে এতট...

জনপ্রিয় এনিমে Attack on Titan Season 1 & 2 হিন্দি ডাব | দেখুন ও ডাউনলোড করুন

Attack on Titan (Shingeki no Kyojin) হল এক জনপ্রিয় জাপানি এনিমে, যা বর্তমান সময়ে অনেক জনপ্রিয়। কিছু দিন আগেই এই এনিমেটির সিজন ১ ও ২ এর অফিশিয়াল হিন্দি ডাব রিলিজ হয়েছে। আপনি হিন্দি ডবে এই এনিমেটি দেখতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য! এই পোস্টটি থেকে আপনি বিনামূল্য এমিটিকে ডাউনলোড করে দেখতে পারবেন। Attack on Titan Season 1 হিন্দি ডাব Attack on Titan-এর প্রথম সিজনে আমরা দেখি, কীভাবে ইরেন ইয়েগার এবং তার বন্ধুরা ভয়ানক টাইটানদের বিরুদ্ধে লড়াই করে। হঠাৎ এক বিশাল আকারের টাইটান ওয়াল মারিয়া ভেঙে শহরে আক্রমণ চালায়, যা মানবজাতির জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। ইরেন প্রতিজ্ঞা করে, সে সমস্ত টাইটান ধ্বংস করবে এবং মানবতার প্রতিশোধ নেবে। সম্পূর্ণ এনিমেটিকে ডাউনলোড করে বিস্তারির কাহিনি দেখুন। সিজন ১ এর সরাসরি ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম – Pixeldrain Download Link – Zip File (5.30 GB) Mega – Zip FIle Attack on Titan Season 2 হিন্দি ডাব দ্বিতীয় সিজনে গল্প আরও রহস্যময় মোড় নেয়। নতুন নতুন টাইটানদের পরিচয় পাওয়া যায় এবং জানা যায় কিছু পরিচিত চরিত্ররাও আসলে টাইটান রূপান্তরিত। ইরেন ও তার দল মানব...