How to Get Freelancing Work On Online । কীভাবে ফ্রিল্যান্সিংয়ের কাজ পাবেন। How to Get freelancing work:- ফ্রিল্যান্সিং / ফ্রিল্যান্সিংয়ের কাজ পাওয়ার জন্য বিভিন্ন ধরণের মার্কেটপ্লেস রয়েছে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস মানে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে পরিষেবা ব্যবহারকারীরা পরিষেবা গ্রহণ করে এবং ফ্রিল্যান্সাররা পরিষেবা সরবরাহ করে। ফ্রিল্যান্স পেশাদারদের জন্য তৈরি এমন কিছু মার্কেটপ্লেস আজ, আমি আপনার সাথে গ্রাফিক ডিজাইনারদের জন্য কিছু মার্কেটপ্লেস শেয়ার করব। আপওয়ার্ক (UpWork): আপওয়ার্ক বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত ফ্রিল্যান্স ওয়েবসাইটগুলোর মধ্যে একটি। আপওয়ার্কে প্রায় ১ কোটি ফ্রিল্যান্সার কাজ করে। বর্তমানে ১০০০ এর বেশি ক্যাটাগরি কাজ আছে এই মার্কেটপ্লেসে । এর মধ্যে আপওয়ার্কের ওয়েবসাইটে বিশেভাবে ফিচার করা আটটি ক্যাটাগরির ২ নম্বরেই আছে ডিজাইন। গ্রাফিক ডিজাইনকে এতটা ফলাও করে তুলে ধরার পেছনের কারণ একটাই। আর সেটি হলো আপওয়ার্কে ডিজাইনের কাজের প্রচুর চাহিদা। আপনি যদি ভালো একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, তাহলে আপওয়ার্ক থেকেই করতে পারেন ভালো আয়। ফ্রিল্যান্সার (Fr...
Know For Shareing