আসসালামুয়ালাইকুম আজকে WiNDOWS 11 এর একটা লাইট ভার্সন Introduce করবো। এই লাইট ভার্সনটি মূলত তাদের জন্য যাদের কম্পিউটারের পার্ফরমেন্স অনেক খারাপ ; কোনো কাজ করতে গেলেই ল্যাগ দেয় – হ্যাং করে তাদের জন্য। আর এটা শতভাগ নিরাপদ। আর হ্যা যেহেতু এটা উইন্ডোজ ১১, তাই যাদের কম্পিউটারের র্যাম ৪ জিবি তাদের জন্য মূলত এই বিল্ডটা। এই বিল্ডে প্রায় সব ধরনের ফিচার রাখা হইছে, যা বাদ দেয়া হইছে তা একদমই সামান্য যা আসলে তেমন কারোই কাজে লাগেনা Overview (বিল্ডের তথ্য): প্রাইভেসি, ডাটা শেয়ার ডিসেবল ও পার্ফরমেন্স ইম্প্রুভমেন্ট করা হয়েছে TPM, 4 GB RAM আর SECURE Boot বাদ দেয়া হয়েছে ল্যাপটপ-ডেস্কটপ, নতুন-পুরাতন যেকোনো কম্পিউটা্রেই চলবে Dot Net 3.5 এনাবল করা আছে (এটা বিজয় বায়ান্ন-সহ বিভিন্ন সফটওয়ারে লাগে) সকল প্রকার এনিমেশান এনাবল করা আছে ভার্চুয়াল র্যাম এনাবল আছে, যাতে লো-এন্ড কম্পিউটারে বড় সফটওয়ার ক্র্যাশ না করে Installation (& Recommendation) • USB ড্রাইভে ISO বুট করতে Rufus সফ্টওয়্যার ব্যবহার করতে পারেন (অন্যান্য দিয়...
Know For Shareing