
তো চলে এলাম নতুন একটি পোস্ট নিয়ে। এই পোস্টে দেখাবে যেভাবে Blogger এর যেকোনো Template এর ফুটার ক্রেডিট রিমুভ করবেন! তো চলুন শুরু করা যাক!
বর্তমান ব্লগারে ব্লগিং ওয়েবসাইট তৈরি করে গুগল Ads নিয়ে ইনকাম করাটা অনেক সহজ। ব্লগিং করার জন্য প্রথমে প্রয়োজন হলো একটা ভালো থিম। তবে থিম ফ্রীতে নিতে অনেক ভেজাল থাকে। তার মধ্যে একটা হলো Footer Credit। আজকে সেটাই দেখাবো যে যেকোনো টেম্পলেটের ক্রেডিট কিভাবে রিমুভ করবেন!
কিভাবে যেকোনো টেম্পলেটের ফুটার রিমুভ করবেন?
ডিরেক্টলি রিমুভ করা মানে Html বাদ দিলে পরে থিমে গেলে অটো Redirect করো তাদের ওয়েবসাইট নিয়ে যায়। তাই Html রিমুভ ছাড়াই কাজটি করতে হবে।
এর জন্য ব্যবহার করা যায় Css। তাই আমি আপনাদের একটি সহজ Css এর মাধ্যমে কিভাবে এটি করবেন সেটি দেখাচ্ছি।
তো প্রথমে ব্লগারের যে থিমে রিমুভ করতে চান সেটিতে যান! এখন মেনুতে ক্লিক করে Theme এ ক্লিক করুন।
এখন Customize এর পাশে arrow তে ক্লিক করে Edit Html এ ক্লিক করুন!
এখন থিমের কোডের যেখানে ফুটার ক্রেডিট আছে সেখানে যান। এই দেখুন এই থিমের ফুটার ক্রেডিট!
তো এটি রিমুভ করার জন্য ক্রেডিট শুরু হওয়ার প্রথম কোডেই এই কোডটি এমন করে যুক্ত করো!
style='opacity: 0;height: 0px;padding: 0px;margin: 0px'

এটি এমন করে যুক্ত করো সেভ করে নিন। তাটপর দেখুন একদম রিমুভ হয়ে গেছে।
সবার থিমে আলাদা করে কোড থাকে তাই শুরু ক্রেডিট শুরু হওয়ার প্রথমের যে Html থাকবে সেটিতে এমন করে যুক্ত করবেন!
তো এই ছিলো আজকের পোস্ট। কোনো সমস্যা হলে কমেন্ট করুন। সমস্যার সমাধান দিয়ে দিবো।
The post কিভাবে Blogger এ যেকোনো টেম্পলেটের ফুটার ক্রেডিট রিমুভ করবেন? appeared first on Trickbd.com.
source https://trickbd.com/blogger/3058493
Comments
Post a Comment